ETV Bharat / sports

Novak Djokovic Visa Plea Dismissed : খারিজ জকোভিচের আবেদন, অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল আদালতে - Novak Djokovic Loses Australian Visa Case

অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সব আশা কার্যত শেষ বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic Loses Australian Visa Case) ৷ শুনানি শেষে দীর্ঘ সময়ের আলোচনার পর সর্বসম্মতভাবে তাঁর ভিসা বাতিলের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিল অস্ট্রেলিয়ার ফেডেরাল আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ (Federal Courts Three Judges Bench Dismissed Novak Djokovics Australian Visa Plea) ৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে ৷

federal-courts-three-judges-bench-dismissed-novak-djokovics-australian-visa-plea
federal-courts-three-judges-bench-dismissed-novak-djokovics-australian-visa-plea
author img

By

Published : Jan 16, 2022, 2:24 PM IST

মেলবোর্ন, 16 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সব আশা কার্যত শেষ বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic Loses Australian Visa Case) ৷ শুনানি শেষে দীর্ঘ সময়ের আলোচনার পর সর্বসম্মতভাবে তাঁর ভিসা বাতিলের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিল অস্ট্রেলিয়ার ফেডেরাল আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ (Federal Courts Three Judges Bench Dismissed Novak Djokovics Australian Visa Plea) ৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘‘সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে ৷’’

সে দেশের আইনজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার শীর্ষ আদালতে নোভাক এই রায়ের বিরুদ্ধে আবেদন করতেই পারেন ৷ তবে, যে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য জকোভিচের এই লড়াই ৷ সেই টুর্নামেন্ট শুরু হতে 12 ঘণ্টার কিছু বেশি সময় বাকি ৷ ফলে এই অল্প সময়ের মধ্যে আবেদন করা ৷ তার পর সেই মামলার শুনানি হয়ে রায় ঘোষণা দীর্ঘ প্রক্রিয়া ৷ আর সূচি অনুযায়ী, সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় জকোভিচের প্রথম রাউন্ডের ম্যাচ ৷ আর তার অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে নোভাককে মেলবোর্নের রড লেভার এরিনায় পৌঁছাতে হবে ৷ কিন্তু, রায় না আসা পর্যন্ত হোটেল ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি ৷ ফলে সেই আবেদনের কোনও অর্থ থাকবে বলে মনে করছেন না সে দেশের আইনজ্ঞরা ৷

আর ভিসা বাতিলের এই সিদ্ধান্ত বহাল থেকে যাওয়ার অর্থ আগামী 3 বছর ভিক্টোরিয়ান কান্ট্রির ভিসা পাবেন না এই সার্বিয়ান তারকা ৷ ফলে 2022’র অস্ট্রেলিয়ান ওপেন তো বটেই, পরের 3 বছর আর এই গ্রান্ড স্ল্যাম খেলতে নামতে পারবেন না জকোভিচ ৷ এদিন শুনানি শেষে ফেডেরাল আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ প্রায় 3 ঘণ্টা ধরে শুনানি প্রক্রিয়ায় সবপক্ষের যুক্তি এবং তথ্য নিয়ে আলোচনা করে সর্বসম্মতভাবে এই রায় জানিয়েছে ৷

আরও পড়ুন : Novak Djokovic Visa Case : শুনানি শেষ, আজই হয়তো জকোভিচের ভিসা মামলার রায়

এদিনের শুনানিতে ইউরোপীয় দেশগুলিতে চলা ‘অ্যান্টি-ভ্যাকসার্স’ মুভমেন্টকে হাতিয়ার করেন জকোভিচের আইনজীবী ৷ যেখানে সার্বিয়ান টেনিস তারকাকে সেই মুভমেন্টের অঙ্গ হিসেবে তুলে ধরেন তাঁর আইনজীবী নিক উড ৷ তিনি দাবি করেন, নোভাক জকোভিচের ভিসা বাতিল করলে এর কী প্রভাব পড়তে পারে, তা না জেনেই অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক সিদ্ধান্ত নিয়েছেন ৷

যদিও নোভাকের আইনজীবীর এই দাবিকে খারিজ করেছেন ভিক্টোরিয়ান সরকারের আইনজীবী ৷ তিনি পাল্টা জানান, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক ‘যথেষ্ঠ অবগত’ যে, নোভাক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তে ‘অ্যান্টি ভ্যাকসিনেশন’ গ্রুপের প্রতিক্রিয়া কী হতে পারে ৷ পাশাপাশি জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তের স্বপক্ষে রীতিমতো কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে ভিক্টোরিয়ান সরকারের আইনজীবীকে ৷ যেখানে জকোভিচের করোনার টিকা না নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে সরকার ৷

আরও পড়ুন : Novak Djokovic Under Immigration Detention : অজি অভিবাসন বিভাগের হাতে আটক জকোভিচ, ভিসা নিয়ে চূড়ান্ত শুনানি রবিবার

বলা হয়েছে, নোভাক জকোভিচ একজন একজন তারকা এবং তার উপর তিনি স্পোর্টস পার্সন ৷ ফলে তাঁর নেওয়া প্রতিটি পদক্ষেপ অস্ট্রেলিয়া তথা বিশ্বের তরুণ সমাজকে প্রভাবিত করবে ৷ এনিয়ে ভিক্টোরিয়ান আইনজীবী বলেন, সেটা প্রমাণ করার জন্য অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীর তথ্য পেশ করার প্রয়োজন পড়বে না ৷ কারণ, নোভাক জকোভিচ তাঁর ভিসা বাতিলের ইস্যুতে মানুষকে যথেষ্ঠই প্রভাবিত করেছেন ৷ আর তাঁর ভিসা বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার অভিবাসী আইন মেনেই ৷ আর সেখানে মন্ত্রীর ক্ষমতা রয়েছে এমন একজনকে দেশে প্রবেশে বাধা দেওয়ার, যিনি হয়তো অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারেন ৷

মেলবোর্ন, 16 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সব আশা কার্যত শেষ বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic Loses Australian Visa Case) ৷ শুনানি শেষে দীর্ঘ সময়ের আলোচনার পর সর্বসম্মতভাবে তাঁর ভিসা বাতিলের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিল অস্ট্রেলিয়ার ফেডেরাল আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ (Federal Courts Three Judges Bench Dismissed Novak Djokovics Australian Visa Plea) ৷ প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘‘সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে ৷’’

সে দেশের আইনজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার শীর্ষ আদালতে নোভাক এই রায়ের বিরুদ্ধে আবেদন করতেই পারেন ৷ তবে, যে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য জকোভিচের এই লড়াই ৷ সেই টুর্নামেন্ট শুরু হতে 12 ঘণ্টার কিছু বেশি সময় বাকি ৷ ফলে এই অল্প সময়ের মধ্যে আবেদন করা ৷ তার পর সেই মামলার শুনানি হয়ে রায় ঘোষণা দীর্ঘ প্রক্রিয়া ৷ আর সূচি অনুযায়ী, সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় জকোভিচের প্রথম রাউন্ডের ম্যাচ ৷ আর তার অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে নোভাককে মেলবোর্নের রড লেভার এরিনায় পৌঁছাতে হবে ৷ কিন্তু, রায় না আসা পর্যন্ত হোটেল ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি ৷ ফলে সেই আবেদনের কোনও অর্থ থাকবে বলে মনে করছেন না সে দেশের আইনজ্ঞরা ৷

আর ভিসা বাতিলের এই সিদ্ধান্ত বহাল থেকে যাওয়ার অর্থ আগামী 3 বছর ভিক্টোরিয়ান কান্ট্রির ভিসা পাবেন না এই সার্বিয়ান তারকা ৷ ফলে 2022’র অস্ট্রেলিয়ান ওপেন তো বটেই, পরের 3 বছর আর এই গ্রান্ড স্ল্যাম খেলতে নামতে পারবেন না জকোভিচ ৷ এদিন শুনানি শেষে ফেডেরাল আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ প্রায় 3 ঘণ্টা ধরে শুনানি প্রক্রিয়ায় সবপক্ষের যুক্তি এবং তথ্য নিয়ে আলোচনা করে সর্বসম্মতভাবে এই রায় জানিয়েছে ৷

আরও পড়ুন : Novak Djokovic Visa Case : শুনানি শেষ, আজই হয়তো জকোভিচের ভিসা মামলার রায়

এদিনের শুনানিতে ইউরোপীয় দেশগুলিতে চলা ‘অ্যান্টি-ভ্যাকসার্স’ মুভমেন্টকে হাতিয়ার করেন জকোভিচের আইনজীবী ৷ যেখানে সার্বিয়ান টেনিস তারকাকে সেই মুভমেন্টের অঙ্গ হিসেবে তুলে ধরেন তাঁর আইনজীবী নিক উড ৷ তিনি দাবি করেন, নোভাক জকোভিচের ভিসা বাতিল করলে এর কী প্রভাব পড়তে পারে, তা না জেনেই অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক সিদ্ধান্ত নিয়েছেন ৷

যদিও নোভাকের আইনজীবীর এই দাবিকে খারিজ করেছেন ভিক্টোরিয়ান সরকারের আইনজীবী ৷ তিনি পাল্টা জানান, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক ‘যথেষ্ঠ অবগত’ যে, নোভাক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তে ‘অ্যান্টি ভ্যাকসিনেশন’ গ্রুপের প্রতিক্রিয়া কী হতে পারে ৷ পাশাপাশি জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তের স্বপক্ষে রীতিমতো কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে ভিক্টোরিয়ান সরকারের আইনজীবীকে ৷ যেখানে জকোভিচের করোনার টিকা না নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে সরকার ৷

আরও পড়ুন : Novak Djokovic Under Immigration Detention : অজি অভিবাসন বিভাগের হাতে আটক জকোভিচ, ভিসা নিয়ে চূড়ান্ত শুনানি রবিবার

বলা হয়েছে, নোভাক জকোভিচ একজন একজন তারকা এবং তার উপর তিনি স্পোর্টস পার্সন ৷ ফলে তাঁর নেওয়া প্রতিটি পদক্ষেপ অস্ট্রেলিয়া তথা বিশ্বের তরুণ সমাজকে প্রভাবিত করবে ৷ এনিয়ে ভিক্টোরিয়ান আইনজীবী বলেন, সেটা প্রমাণ করার জন্য অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীর তথ্য পেশ করার প্রয়োজন পড়বে না ৷ কারণ, নোভাক জকোভিচ তাঁর ভিসা বাতিলের ইস্যুতে মানুষকে যথেষ্ঠই প্রভাবিত করেছেন ৷ আর তাঁর ভিসা বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার অভিবাসী আইন মেনেই ৷ আর সেখানে মন্ত্রীর ক্ষমতা রয়েছে এমন একজনকে দেশে প্রবেশে বাধা দেওয়ার, যিনি হয়তো অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.