ETV Bharat / sports

CWG 2022: শ্যুট-আউটে টাইমার চালু করতে ভুললেন রেফারি, সবিতাদের হারে পক্ষপাতিত্বের অভিযোগে সরব সেহওয়াগরা - CWG 2022

নিয়েই সরব প্রাক্তন হকি তারকা বীরেন রাসকুইনহা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ৷ পক্ষপাতিত্বের অভিযোগে সরব সকলেই (Virender Sehwag condemns FIH over umpiring bias in India-Australia SF at CWG) ৷

CWG 2022
সবিতাদের হারে পক্ষপাতিত্বের অভিযোগে সরব সেহওয়াগরা
author img

By

Published : Aug 6, 2022, 4:18 PM IST

বার্মিংহ্যাম, 6 অগস্ট: কমনওয়েলথ গেমসের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ ভারতের মহিলা হকি দলের ৷ শ্যুট-আউটে অস্ট্রেলিয়ার কাছে 0-3 ব্যবধানে হেরে হৃদয় ভেঙেছে সবিতা পুনিয়াদের ৷ তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে শিরোনামে এখন শ্যুট-আউট বিতর্ক ৷ প্রথম প্রয়াসে রোসি মালোনে গোল করতে ব্যর্থ হলেও আম্পায়ারের বদান্যতায় পুনরায় সুযোগ পান তিনি ৷ দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য জালে বল জড়াতে ভুল করেননি তিনি ৷ কিন্তু যে কারণে মিস করার পরেও পুনরায় সুযোগ পেলেন মালোনে, তা একেবারেই গ্রহণযোগ্য হয়নি অনুরাগীদের কাছে ৷ আর তা নিয়েই সরব প্রাক্তন হকি তারকা বীরেন রাসকুইনহা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ৷ পক্ষপাতিত্বের অভিযোগে সরব সকলেই (Virender Sehwag condemns FIH over umpiring bias in India-Australia SF at CWG) ৷

অস্ট্রেলিয়ার প্রথম শ্যুট-আউটের সময় নাকি ক্লক অপারেট করতেই ভুলে গিয়েছিলেন আম্পায়ার ৷ আর সে কারণেই মিস করেও পুনরায় সুযোগ পেয়ে যান মালোনে ৷ ম্যাচের পর বিতর্কের অভিঘাত এতোটাই যে, আন্তর্জাতিক হকি ফেডারেশেন ক্ষমা চেয়েও নিয়েছে গোটা বিষয়ে ৷ এমনকী বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলেও এক বিবৃতিতে আশ্বাস দিয়েছে এফআইএইচ ৷

তবে বিশ্ব হকির গভর্নিং বডির সমালোচনায় থেকে পিছপা হননি তারকারা ৷ বীরেন্দ্র সেহওয়াগ টুইটে লেখেন, "পেনাল্টি মিস হল অস্ট্রেলিয়ার আর আম্পায়ার বলছেন ক্লক চালু করা হয়নি ৷ ভারত ক্রিকেটে সুপারপাওয়ার হয়ে ওঠার আগে অস্ট্রেলিয়ার প্রতি এমন ভুরি-ভুরি পক্ষপাতিত্ব হয়েছে ৷ হকিতেও খুব শীঘ্রই আমরা সুপারপাওয়ার হয়ে উঠব ৷ তখন সব ঘড়ি সময়েই চালু হবে ৷ আমাদের মেয়েদের জন্য গর্বিত ৷"

  • Penalty miss hua Australia se and the Umpire says, Sorry Clock start nahi hua. Such biasedness used to happen in cricket as well earlier till we became a superpower, Hockey mein bhi hum jald banenge and all clocks will start on time. Proud of our girls 🇮🇳pic.twitter.com/mqxJfX0RDq

    — Virender Sehwag (@virendersehwag) August 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সোনার 'হ্যাটট্রিক' করলেন বজরং-সাক্ষী-দীপক! কমনওয়েলথে রাজ ভারতীয় 'পালোয়ান'দের

প্রাক্তন জাতীয় অধিনায়ক বীরেন রাসকুইনহা লেখেন, "টাইমার বেসিক একটা বিষয় ৷ এটা কোনও স্কুল টুর্নামেন্ট চলছে না ৷ বড় প্রতিযোগিতায় চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার এমনটা ঘটল ৷ হকি ক্রমেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ৷" ভারত অধিনায়ক তথা শট স্টপার সবিতা যদিও বিষয়টিকে খেলার অংশ হিসেবেই নিয়েছেন ম্যাচ শেষে ৷ তাঁর কথায়, "সিদ্ধান্তটা আমার জন্য কঠিন ছিল ৷ তবে এসব খেলার অঙ্গ ৷ আমাদের এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে হবে ৷"

বার্মিংহ্যাম, 6 অগস্ট: কমনওয়েলথ গেমসের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ ভারতের মহিলা হকি দলের ৷ শ্যুট-আউটে অস্ট্রেলিয়ার কাছে 0-3 ব্যবধানে হেরে হৃদয় ভেঙেছে সবিতা পুনিয়াদের ৷ তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে শিরোনামে এখন শ্যুট-আউট বিতর্ক ৷ প্রথম প্রয়াসে রোসি মালোনে গোল করতে ব্যর্থ হলেও আম্পায়ারের বদান্যতায় পুনরায় সুযোগ পান তিনি ৷ দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য জালে বল জড়াতে ভুল করেননি তিনি ৷ কিন্তু যে কারণে মিস করার পরেও পুনরায় সুযোগ পেলেন মালোনে, তা একেবারেই গ্রহণযোগ্য হয়নি অনুরাগীদের কাছে ৷ আর তা নিয়েই সরব প্রাক্তন হকি তারকা বীরেন রাসকুইনহা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ৷ পক্ষপাতিত্বের অভিযোগে সরব সকলেই (Virender Sehwag condemns FIH over umpiring bias in India-Australia SF at CWG) ৷

অস্ট্রেলিয়ার প্রথম শ্যুট-আউটের সময় নাকি ক্লক অপারেট করতেই ভুলে গিয়েছিলেন আম্পায়ার ৷ আর সে কারণেই মিস করেও পুনরায় সুযোগ পেয়ে যান মালোনে ৷ ম্যাচের পর বিতর্কের অভিঘাত এতোটাই যে, আন্তর্জাতিক হকি ফেডারেশেন ক্ষমা চেয়েও নিয়েছে গোটা বিষয়ে ৷ এমনকী বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলেও এক বিবৃতিতে আশ্বাস দিয়েছে এফআইএইচ ৷

তবে বিশ্ব হকির গভর্নিং বডির সমালোচনায় থেকে পিছপা হননি তারকারা ৷ বীরেন্দ্র সেহওয়াগ টুইটে লেখেন, "পেনাল্টি মিস হল অস্ট্রেলিয়ার আর আম্পায়ার বলছেন ক্লক চালু করা হয়নি ৷ ভারত ক্রিকেটে সুপারপাওয়ার হয়ে ওঠার আগে অস্ট্রেলিয়ার প্রতি এমন ভুরি-ভুরি পক্ষপাতিত্ব হয়েছে ৷ হকিতেও খুব শীঘ্রই আমরা সুপারপাওয়ার হয়ে উঠব ৷ তখন সব ঘড়ি সময়েই চালু হবে ৷ আমাদের মেয়েদের জন্য গর্বিত ৷"

  • Penalty miss hua Australia se and the Umpire says, Sorry Clock start nahi hua. Such biasedness used to happen in cricket as well earlier till we became a superpower, Hockey mein bhi hum jald banenge and all clocks will start on time. Proud of our girls 🇮🇳pic.twitter.com/mqxJfX0RDq

    — Virender Sehwag (@virendersehwag) August 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সোনার 'হ্যাটট্রিক' করলেন বজরং-সাক্ষী-দীপক! কমনওয়েলথে রাজ ভারতীয় 'পালোয়ান'দের

প্রাক্তন জাতীয় অধিনায়ক বীরেন রাসকুইনহা লেখেন, "টাইমার বেসিক একটা বিষয় ৷ এটা কোনও স্কুল টুর্নামেন্ট চলছে না ৷ বড় প্রতিযোগিতায় চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার এমনটা ঘটল ৷ হকি ক্রমেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ৷" ভারত অধিনায়ক তথা শট স্টপার সবিতা যদিও বিষয়টিকে খেলার অংশ হিসেবেই নিয়েছেন ম্যাচ শেষে ৷ তাঁর কথায়, "সিদ্ধান্তটা আমার জন্য কঠিন ছিল ৷ তবে এসব খেলার অঙ্গ ৷ আমাদের এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে হবে ৷"

For All Latest Updates

TAGGED:

CWG 2022
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.