বেঙ্গালুরু, 12 মার্চ : জাতীয় দলের মতোই আইপিএলেও আরসিবি-র নেতৃত্বের দায়িত্ব ঝেড়ে ফেলেছেন বিরাট কোহলি ৷ দীর্ঘসময় ধরে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়ার পর গতবছরই দায়িত্ব থেকে অব্যাহতির কথা ঘোষণা করেন ৷ বিরাটের জুতোয় কে পা গলাবেন তা নিয়ে ব্যপক আগ্রহ ছিল ক্রিকেট জনতার ৷ বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষেও এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না ৷ আগামী 26 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন ৷ তার আগে অবশ্য নেতা বেছে নিল আরসিবি কর্তৃপক্ষ ৷ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক, 37 বছরের অভিজ্ঞ ফাফ ডুপ্লেসিকের উপরই নেতৃত্বভার তুলে দিল তারা (Faf du Plessis appointed as RCB captain) ৷
-
“I absolutely love it and the moment I wore it, I felt something special. I can definitely say, this is my most favourite RCB jersey, EVER!” 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
King Kohli loves the new #RCBJersey for #IPL2022 and so do we!❤️@imVkohli #PlayBold #RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/hIuLquniHh
">“I absolutely love it and the moment I wore it, I felt something special. I can definitely say, this is my most favourite RCB jersey, EVER!” 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
King Kohli loves the new #RCBJersey for #IPL2022 and so do we!❤️@imVkohli #PlayBold #RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/hIuLquniHh“I absolutely love it and the moment I wore it, I felt something special. I can definitely say, this is my most favourite RCB jersey, EVER!” 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
King Kohli loves the new #RCBJersey for #IPL2022 and so do we!❤️@imVkohli #PlayBold #RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/hIuLquniHh
আইপিএলের মঞ্চে দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ফাফ ৷ 2012 সাল থেকে 2015 পর্যন্ত হলুদ জার্সি গায়ে আইপিএলের মঞ্চ মাতান ৷ এরপর কিছুদিনের জন্য রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেললেও 2018 সাল থেকে ফের চেন্নাইয়ে ফিরে আসেন ৷ চারবারের আইপিএল বিজয়ী, 37 বছর বয়সী ডু প্লেসি এখনও পর্যন্ত 100টি আইপিএল ম্যাচ খেলেছেন ৷ তাঁর রান সংখ্যা 2935 । গতবছর সিএসকে-র হয়ে 633 রান করেছিলেন তিনি ৷ তবে ফেব্রুয়ারির মেগা নিলামে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ককে 7 কোটি টাকায় দলে নেয় আরসিবি ৷ আইপিএলের ট্রফি খরা কাটানোর লক্ষ্যে নতুনভাবে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ আর সেই লক্ষ্যে ডুপ্লেসিকেই নেতা বেছে নিয়েছে কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন : IND vs SL DN Test : গোলাপি টেস্টে একাকুম্ভ শ্রেয়স, 252 রানে গুটিয়ে গেল ভারত
আজ আরসিবির টুইটার হ্যান্ডেলে ডুপ্লেসিকে অধিনায়ক হিসেবে নিয়োগ করার কথা ঘোষণা করা হয় ৷ এই ঘোষণার অব্যবহিত পরেই বিরাট কোহলির শুভেচ্ছা বার্তা ভেসে ওঠে ৷ প্রাক্তন অধিনায়ক বলেন, "নেতৃত্বের ব্যাটন ফাফের হাতে যাওয়ায় খুব খুশি ৷ ওর সঙ্গে জুটি বেঁধে এবং ওর অধীনে খেলার জন্য মুখিয়ে রয়েছি ৷" আরসিবির নয়া নেতাও বিরাটের উদ্দেশে বার্তা দিয়েছেন ৷ বলেছেন, বিরাট কোহলির এনার্জি আমাদের দলের খুব প্রয়োজন ৷