ETV Bharat / sports

সাক্ষী-বজরংয়ের পর ভিনেশ! খেলরত্ন-অর্জুন ফেরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুস্তিগীরের

author img

By PTI

Published : Dec 26, 2023, 9:21 PM IST

Updated : Dec 26, 2023, 9:26 PM IST

Wrestling Controversy: দিন কয়েক আগে পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন বজরং পুনিয়া ৷ আর এ বার খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরাচ্ছেন ভিনেশ ফোগত ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভিনেশ।

খেলরত্ন-অর্জুন ফেরাচ্ছেন ভীনেশ
Wrestling Controversy

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: নিজের পুরস্কার ফেরাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভিনেশ ফোগত ৷ খেলরত্ন ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভিনেশ। ওই চিঠিতে তিনি লিখেছেন, খেলরত্ন ও অর্জুন পুরস্কার তিনি ফিরিয়ে দিচ্ছেন ৷

দিন কয়েক আগে কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ৷ তারপরেই তারকা রেসলার বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ৷ এবার কুস্তিগীরদের এই সিদ্ধান্তে ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-অনুগত সঞ্জয় সিং-এর নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করে সরকারকে তাঁর খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ৷

  • मैं अपना मेजर ध्यानचंद खेल रत्न और अर्जुन अवार्ड वापस कर रही हूँ।

    इस हालत में पहुँचाने के लिए ताकतवर का बहुत बहुत धन्यवाद 🙏 pic.twitter.com/KlhJzDPu9D

    — Vinesh Phogat (@Phogat_Vinesh) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুস্তিগীর ভিনেশ ফোগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন তা এক্সে (টুইট) শেয়ারও করেছেন ৷ ভিনেশ লিখেছেন, "আমি আমার মেজর ধ্যানচাঁদ খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছি ৷ তিনি জানিয়েছেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে এত দিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই আরও জানিয়েছে ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী, যুব বা সিনিয়র স্তরের কোনও প্রতিযোগিতার আয়োজন করার আগে এগজিকিউটিভ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পরে প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগীরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়।

সব থেকে কম 15 দিন সময় দিতে হয় প্রস্তুতির। সেই সব কোনও নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয়। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণে নতুন কমিটি সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রীড়া মন্ত্রক। তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সেই সময়ে একটি অ্যাড-হক কমিটি ভারতের কুস্তি চালাবে।

আরও পড়ুন:

  1. অমিত শাহর সঙ্গে বৈঠকে কুস্তি নিয়ে কথা হবে না, দাবি ব্রিজভূষণের
  2. নয়া কমিটি বরখাস্তের পরও 'পদ্মশ্রী ফেরত চান না', বদলে ন্যায়বিচার চাইলেন বজরং
  3. টালমাটাল কুস্তি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: নিজের পুরস্কার ফেরাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভিনেশ ফোগত ৷ খেলরত্ন ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভিনেশ। ওই চিঠিতে তিনি লিখেছেন, খেলরত্ন ও অর্জুন পুরস্কার তিনি ফিরিয়ে দিচ্ছেন ৷

দিন কয়েক আগে কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ৷ তারপরেই তারকা রেসলার বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ৷ এবার কুস্তিগীরদের এই সিদ্ধান্তে ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-অনুগত সঞ্জয় সিং-এর নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করে সরকারকে তাঁর খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ৷

  • मैं अपना मेजर ध्यानचंद खेल रत्न और अर्जुन अवार्ड वापस कर रही हूँ।

    इस हालत में पहुँचाने के लिए ताकतवर का बहुत बहुत धन्यवाद 🙏 pic.twitter.com/KlhJzDPu9D

    — Vinesh Phogat (@Phogat_Vinesh) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুস্তিগীর ভিনেশ ফোগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন তা এক্সে (টুইট) শেয়ারও করেছেন ৷ ভিনেশ লিখেছেন, "আমি আমার মেজর ধ্যানচাঁদ খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছি ৷ তিনি জানিয়েছেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে এত দিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই আরও জানিয়েছে ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী, যুব বা সিনিয়র স্তরের কোনও প্রতিযোগিতার আয়োজন করার আগে এগজিকিউটিভ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পরে প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগীরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়।

সব থেকে কম 15 দিন সময় দিতে হয় প্রস্তুতির। সেই সব কোনও নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয়। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণে নতুন কমিটি সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রীড়া মন্ত্রক। তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সেই সময়ে একটি অ্যাড-হক কমিটি ভারতের কুস্তি চালাবে।

আরও পড়ুন:

  1. অমিত শাহর সঙ্গে বৈঠকে কুস্তি নিয়ে কথা হবে না, দাবি ব্রিজভূষণের
  2. নয়া কমিটি বরখাস্তের পরও 'পদ্মশ্রী ফেরত চান না', বদলে ন্যায়বিচার চাইলেন বজরং
  3. টালমাটাল কুস্তি ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দ্রুত অ্যাড-হক কমিটি তৈরির নির্দেশ কেন্দ্রের
Last Updated : Dec 26, 2023, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.