ETV Bharat / sports

Asian Games 2023: হাঁটুর চোটে এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার ভিনেশ ফোগতের - ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

Antim Panghal Inclusion in Asian Games After Vinesh Phogat Exit: এশিয়ান গেমসের একমাসও বাকি নেই ৷ তার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগত ৷ হাঁটুর চোটের কারণে নিজের নাম প্রত্যাহার করে নিলেন গতবারের সোনাজয়ী কুস্তিগীর ৷

Asian Games 2023 ETV BHARAT
Asian Games 2023
author img

By

Published : Aug 15, 2023, 8:05 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: এশিয়ান গেমসে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ 2018 এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগীর মঙ্গলবার জানিয়েছেন, হাঁটুর চোটের কারণে তিনি চিনের হ্যাংজুতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না ৷ এর ফলে এশিয়ান গেমসে মহিলা কুস্তিগীরদের দলে অন্তিম পংঘাল দলে এলেন ৷ উল্লেখ্য, রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ভিনেশ ফোগতকে সরাসরি এবারের এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করেছিলেন ৷ যা নিয়ে একাংশ কুস্তিগীর প্রতিবাদ জানিয়েছিলেন ৷

ভিনেশ ফোগত তাঁর টুইটারে জানিয়েছেন, গত 13 অগস্ট তিনি অনুশীলনের সময় হাঁটুতে চোট পান ৷ যার ফলে আগামী 17 অগস্ট মুম্বইতে তাঁর হাঁটুর অস্ত্রোপচার রয়েছে ৷ সেই কারণে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ৷ এমনকি এও শোনা যাচ্ছে আগামী মাসে অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টেও খেলতে পারবেন না ভিনেশ ফোগত ৷ এই টুর্নামেন্টের ট্রায়াল আগামী সপ্তাহে 25-26 অগস্ট পাতিয়ালায় হবে ৷

ভিনেশ সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আমি আপনাদের একটা খুবই খারাপ খবর জানাচ্ছি ৷ কয়েকদিন আগে গত 13 অগস্ট 2023, অনুশীলনের সময় আমার বাঁ-পায়ের হাঁটুতে চোট পাই ৷ হাঁটুর স্ক্যান রিপোর্ট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট থেকে আমার সেরে ওঠার একমাত্র রাস্তা অস্ত্রোপচার ৷’’

আরও পড়ুন: ট্রায়ালে হেরে এশিয়াডে যাওয়া হচ্ছে না অলিম্পিক পদকজয়ীর, টিকিট পেলেন না সাক্ষী-সঙ্গীতাও

তিনি ওই পোস্টে লেখেন, ‘‘আগামী 17 অগস্ট মুম্বইতে আমার অস্ত্রোপচার হবে ৷ আমার স্বপ্ন ছিল যে ভারতের হয়ে 2018 সালে জার্কাতায় জেতা এশিয়ান গেমসের স্বর্ণপদক পুনরায় জেতা ৷ কিন্তু, এই মুহূর্তে চোটের কারণে দুর্ভাগ্যবশত আমাকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে ৷’’ উল্লেখ্য, ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়াকে সরাসরি এশিয়ান গেমসে সুযোগ করে দেওয়ায়, আদালতে মামলা করেন অন্তিম পংঘাল এবং সুজিত কলকল ৷ কিন্তু, আদালত তাঁদের সেই আবেদন নাকচ করে দিয়েছিল ৷ এবার ভিনেশ ফোগত চোটের কারণে ছিটকে যাওয়ায়, মেয়েদের দলে অন্তিম পংঘাল সুযোগ পেলেন ৷

নয়াদিল্লি, 15 অগস্ট: এশিয়ান গেমসে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ 2018 এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগীর মঙ্গলবার জানিয়েছেন, হাঁটুর চোটের কারণে তিনি চিনের হ্যাংজুতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না ৷ এর ফলে এশিয়ান গেমসে মহিলা কুস্তিগীরদের দলে অন্তিম পংঘাল দলে এলেন ৷ উল্লেখ্য, রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ভিনেশ ফোগতকে সরাসরি এবারের এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করেছিলেন ৷ যা নিয়ে একাংশ কুস্তিগীর প্রতিবাদ জানিয়েছিলেন ৷

ভিনেশ ফোগত তাঁর টুইটারে জানিয়েছেন, গত 13 অগস্ট তিনি অনুশীলনের সময় হাঁটুতে চোট পান ৷ যার ফলে আগামী 17 অগস্ট মুম্বইতে তাঁর হাঁটুর অস্ত্রোপচার রয়েছে ৷ সেই কারণে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ৷ এমনকি এও শোনা যাচ্ছে আগামী মাসে অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টেও খেলতে পারবেন না ভিনেশ ফোগত ৷ এই টুর্নামেন্টের ট্রায়াল আগামী সপ্তাহে 25-26 অগস্ট পাতিয়ালায় হবে ৷

ভিনেশ সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আমি আপনাদের একটা খুবই খারাপ খবর জানাচ্ছি ৷ কয়েকদিন আগে গত 13 অগস্ট 2023, অনুশীলনের সময় আমার বাঁ-পায়ের হাঁটুতে চোট পাই ৷ হাঁটুর স্ক্যান রিপোর্ট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট থেকে আমার সেরে ওঠার একমাত্র রাস্তা অস্ত্রোপচার ৷’’

আরও পড়ুন: ট্রায়ালে হেরে এশিয়াডে যাওয়া হচ্ছে না অলিম্পিক পদকজয়ীর, টিকিট পেলেন না সাক্ষী-সঙ্গীতাও

তিনি ওই পোস্টে লেখেন, ‘‘আগামী 17 অগস্ট মুম্বইতে আমার অস্ত্রোপচার হবে ৷ আমার স্বপ্ন ছিল যে ভারতের হয়ে 2018 সালে জার্কাতায় জেতা এশিয়ান গেমসের স্বর্ণপদক পুনরায় জেতা ৷ কিন্তু, এই মুহূর্তে চোটের কারণে দুর্ভাগ্যবশত আমাকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে ৷’’ উল্লেখ্য, ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়াকে সরাসরি এশিয়ান গেমসে সুযোগ করে দেওয়ায়, আদালতে মামলা করেন অন্তিম পংঘাল এবং সুজিত কলকল ৷ কিন্তু, আদালত তাঁদের সেই আবেদন নাকচ করে দিয়েছিল ৷ এবার ভিনেশ ফোগত চোটের কারণে ছিটকে যাওয়ায়, মেয়েদের দলে অন্তিম পংঘাল সুযোগ পেলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.