ETV Bharat / sports

India vs Vietnam: তিন গোলের লজ্জা, ভিয়েতনামে সুনীলদের ভরাডুবি - Vietnam wins Hung Thinh friendly tournament

প্রথম ম্যাচে হারের পর মনে করা হয়েছিল ভারতীয় দল ঘুরে দাঁড়াবে (Vietnam beats India)। কিন্তু তিনকাঠির নিচে এদিন গুরপ্রীত সিং সান্ধু অপ্রতিরোধ্য না-হলে হারের ব্যবধান আরও বাড়ত (Vietnam wins Hung Thinh friendly tournament) ।

Etv Bharat
তিন গোলের লজ্জা
author img

By

Published : Sep 27, 2022, 9:48 PM IST

হো চি মিন সিটি, 27 সেপ্টেম্বর: ভিয়েতনামে ভারতীয় দলের ভরাডুবি । মঙ্গলবার হো চি মিন সিটির থং নাহাত স্টেডিয়ামে ভিয়েতনামের বিরুদ্ধে 3-0 গোলে পরাজিত সুনীল ছেত্রীরা । এই হারের ফলে হাং থিন টুর্নামেন্টের (Hung Thinh friendly tournament) দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারাল ইগর স্টিম্যাচের দল । সিঙ্গাপুরের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করার পরে ভিয়েতনামের বিরুদ্ধে 3 গোলে পরাজয় ।

প্রথম ম্যাচে হারের পর মনে করা হয়েছিল ভারতীয় দল ঘুরে দাঁড়াবে । কিন্তু তেকাঠির নীচে এদিন গুরপ্রীত সিং সান্ধু অপ্রতিরোধ্য না-হলে হারের ব্যবধান আরও বাড়ত । প্রথম দশ মিনিটেই পিছিয়ে পড়ে ভারত । ফিফা তালিকায় 97 নম্বরে থাকা ভিয়েতনামের হয়ে প্রথম গোল ফ্যান ভান ডুকের । সিঙ্গাপুর ম্যাচের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছিলেন স্টিম্যাচ । কিন্তু প্রতিপক্ষের গতির কাছে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারতীয় দল ।

আরও পড়ুন: বড় পর্দায় আসছেন 'মিডফিল্ড জেনারেল', পরিচালনায় বাপ্পা

আশিক কুরুনিয়ানকে সামনে রেখে সুনীল ছেত্রীকে পিছন থেকে ব্যবহার করেছিলেন স্টিম্যাচ । লিস্টন কোলাসোকে পরিবর্ত হিসেবে ব্যবহার করেন । কিন্তু তার কৌশল যে ব্যর্থ, তা স্কোরবোর্ডেই প্রতিফলিত । বিশেষ করে মাঝমাঠ এবং রক্ষনের দুর্বলতা ধরা পড়েছে নব্বই মিনিটে । পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করেছিল ভারত । আশিক কুরুনিয়ান সুনীল ছেত্রীর চেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় । বিরতির পরে ফের এগিয়ে যায় ভিয়েতনাম । 49 মিনিটে দ্বিতীয় গোলটি করেন ভ্যান তোয়ান । 71 মিনিটে তিন নম্বর গোল ভ্যান কুয়েতের । ভারতীয় দল গঠন নিয়ে অনেক বিতর্ক ছিল । এই ব্যর্থতা সেই দিকে আরও প্রকট করল । একইসঙ্গে স্টিম্যাচ সম্পর্কে মোহভঙ্গের মাত্রাও বাড়ল ।

হো চি মিন সিটি, 27 সেপ্টেম্বর: ভিয়েতনামে ভারতীয় দলের ভরাডুবি । মঙ্গলবার হো চি মিন সিটির থং নাহাত স্টেডিয়ামে ভিয়েতনামের বিরুদ্ধে 3-0 গোলে পরাজিত সুনীল ছেত্রীরা । এই হারের ফলে হাং থিন টুর্নামেন্টের (Hung Thinh friendly tournament) দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারাল ইগর স্টিম্যাচের দল । সিঙ্গাপুরের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করার পরে ভিয়েতনামের বিরুদ্ধে 3 গোলে পরাজয় ।

প্রথম ম্যাচে হারের পর মনে করা হয়েছিল ভারতীয় দল ঘুরে দাঁড়াবে । কিন্তু তেকাঠির নীচে এদিন গুরপ্রীত সিং সান্ধু অপ্রতিরোধ্য না-হলে হারের ব্যবধান আরও বাড়ত । প্রথম দশ মিনিটেই পিছিয়ে পড়ে ভারত । ফিফা তালিকায় 97 নম্বরে থাকা ভিয়েতনামের হয়ে প্রথম গোল ফ্যান ভান ডুকের । সিঙ্গাপুর ম্যাচের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছিলেন স্টিম্যাচ । কিন্তু প্রতিপক্ষের গতির কাছে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারতীয় দল ।

আরও পড়ুন: বড় পর্দায় আসছেন 'মিডফিল্ড জেনারেল', পরিচালনায় বাপ্পা

আশিক কুরুনিয়ানকে সামনে রেখে সুনীল ছেত্রীকে পিছন থেকে ব্যবহার করেছিলেন স্টিম্যাচ । লিস্টন কোলাসোকে পরিবর্ত হিসেবে ব্যবহার করেন । কিন্তু তার কৌশল যে ব্যর্থ, তা স্কোরবোর্ডেই প্রতিফলিত । বিশেষ করে মাঝমাঠ এবং রক্ষনের দুর্বলতা ধরা পড়েছে নব্বই মিনিটে । পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করেছিল ভারত । আশিক কুরুনিয়ান সুনীল ছেত্রীর চেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় । বিরতির পরে ফের এগিয়ে যায় ভিয়েতনাম । 49 মিনিটে দ্বিতীয় গোলটি করেন ভ্যান তোয়ান । 71 মিনিটে তিন নম্বর গোল ভ্যান কুয়েতের । ভারতীয় দল গঠন নিয়ে অনেক বিতর্ক ছিল । এই ব্যর্থতা সেই দিকে আরও প্রকট করল । একইসঙ্গে স্টিম্যাচ সম্পর্কে মোহভঙ্গের মাত্রাও বাড়ল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.