রায়গঞ্জ, ১৯ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের সোলপাড়া গ্রাম ৷ কন্যাসন্তান জন্মালে যেখানকার বাসিন্দাদের এখনও কপালে ভাঁজ পড়ে ৷ সেই গ্রামেরই এক মেয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সোনা জিতে ফিরল ৷ দুবাইয়ে অনুষ্ঠিত কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হইচই ফেলে দিয়েছে হেনা নিহার ৷ হেনার লক্ষ্য এবার অলিম্পিক্সে দেশকে প্রতিনিধিত্ব করা ৷
কিক বক্সিংয়ের প্রতি ভালোবাসা ছোট থেকে ৷ তবে দেশের হয়ে সোনা জয় যে কতটা গর্বের তা জানত না হেনা ৷ প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা উত্তোলিত হতে দেখেছে ৷ দেশের হয়ে কিক বক্সিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয় হেনাকে ৷ ফাইনালে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীকে সাত পয়েন্টে হারিয়ে দেয় সে ৷ গোয়ালপোখরের মতো ছোট্ট জায়গার এক মেয়ের সাফল্যে এলাকাবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ আজই ঘরে ফিরেছে হেনা ৷ বাগডোগরা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিল হেনার স্কুল কর্তৃপক্ষ ৷ এসব দেখে অভিভূত হেনা সোনার জয়ের মর্যাদাটা ধীরে ধীরে উপলব্ধি করতে পেরেছে ৷ বাড়ি ফেরার পর স্কুল কর্তৃপক্ষ সোনাজয়ীকে সংবর্ধনাও দেয় ৷
মেয়ের বাড়ি ফেরার আগে গোটা বাড়ি সাজিয়ে তুলেছিলেন গোয়াগোও গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা হেনার মা পারভিন ববি । তিনি বলেন, "মেয়ে হলে অনেকে হতাশ হয়ে পড়ে । অথচ আমার মেয়ে দেশের হয়ে সোনা জিতে মুখ উজ্বল করেছে ।" ভবিষ্যতে আরও বড় জায়গায় প্রতিনিধিত্ব করবে হেনা, আশাবাদী তিনি । বাড়িতে খেলাধুলোর পরিবেশ নেই ৷ তা সত্ত্বেও মেয়ের এই সাফল্য অবাক করেছে হেনার বাবা মহম্মদ আখতারকে । আগামীদিনে মেয়ে যে প্রতিযোগিতাতেই অংশ নেবে, পরিবার তাকে সবরকম সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।