ETV Bharat / sports

আইসোলেশনে ফুটবল দক্ষতা ঝালিয়ে নিলেন বোল্ট - বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস

টয়লেট পেপার দিয়ে বল বানিয়ে ঘরের মধ্যে খেলতে দেখা গেল উসেইন বোল্টকে ৷ ধরা পড়ল তাঁর ফুটবল স্কিলের ঝলক ৷ সেই ভিডিয়ো টুইট করেন তিনি ৷ হ্যাশট্যাগ স্টে-অ্যাটহোম চ্যালেঞ্জও দিয়েছেন তিনি ৷

image
ফুটবল স্কিল ঝালিয়ে নিলেন বোল্ট
author img

By

Published : Mar 21, 2020, 5:45 PM IST

জামাইকা, 21 মার্চ : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ৷ প্রভাব থেকে বাঁচতে আইসোলেশন ভরসা মানুষের ৷ এই মারণ ভাইরাসকে রুখতে এক প্রকার বাধ্য হয়েই কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে মানুষকে ৷ এই পরিস্থিতিতে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন পৃথিবীর দ্রুততম মানুষ উসেইন বোল্ট ৷

বিশ্বের সব প্রান্তের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয় স্থগিত নয়তো বাতিল করতে হয়েছে আয়োজকদের ৷ ঘরের মধ্যে বন্দী থাকা অবস্থায় সময় কাটানোর অভিনব পন্থা বের করলেন দৌড়বিদ উসেইন বোল্ট ৷ টয়লেট পেপার দিয়ে বল বানিয়ে ঘরের মধ্যেই খেলতে দেখা গেল তাঁকে ৷ ধরা পড়ল তাঁর ফুটবল স্কিলের ঝলক ৷ সেই ভিডিয়ো টুইট করেন তিনি ৷ হ্যাশট্যাগ স্টে অ্যাট হোম চ্যালেঞ্জও দিয়েছেন তিনি ৷

বোল্টের এই পদক্ষেপ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ৷ কোরোনা প্রতিরোধে আইসোলেশনে মানুষ কীভাবে সময় কাটাবেন তার এক অভিনব পন্থা বের করে দিলেন বোল্ট ৷ এখন দেখার বোল্টের এই নতুন চ্যালেঞ্জ কতটা জনপ্রিয় হয় আইসোলেশনে থাকা মানুষদের মধ্যে ৷

জামাইকা, 21 মার্চ : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা ভাইরাস ৷ প্রভাব থেকে বাঁচতে আইসোলেশন ভরসা মানুষের ৷ এই মারণ ভাইরাসকে রুখতে এক প্রকার বাধ্য হয়েই কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে মানুষকে ৷ এই পরিস্থিতিতে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন পৃথিবীর দ্রুততম মানুষ উসেইন বোল্ট ৷

বিশ্বের সব প্রান্তের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয় স্থগিত নয়তো বাতিল করতে হয়েছে আয়োজকদের ৷ ঘরের মধ্যে বন্দী থাকা অবস্থায় সময় কাটানোর অভিনব পন্থা বের করলেন দৌড়বিদ উসেইন বোল্ট ৷ টয়লেট পেপার দিয়ে বল বানিয়ে ঘরের মধ্যেই খেলতে দেখা গেল তাঁকে ৷ ধরা পড়ল তাঁর ফুটবল স্কিলের ঝলক ৷ সেই ভিডিয়ো টুইট করেন তিনি ৷ হ্যাশট্যাগ স্টে অ্যাট হোম চ্যালেঞ্জও দিয়েছেন তিনি ৷

বোল্টের এই পদক্ষেপ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ৷ কোরোনা প্রতিরোধে আইসোলেশনে মানুষ কীভাবে সময় কাটাবেন তার এক অভিনব পন্থা বের করে দিলেন বোল্ট ৷ এখন দেখার বোল্টের এই নতুন চ্যালেঞ্জ কতটা জনপ্রিয় হয় আইসোলেশনে থাকা মানুষদের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.