ETV Bharat / sports

কোরোনার প্রভাব ! ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ কমল 230 কোটি টাকা - কেন্দ্রীয় বাজেট 2021

এই বাজেট টোকিয়ো অলিম্পিকসের প্রস্তুতিতে ধাক্কা তা মেনে নিচ্ছে ক্রীড়ামহল ৷

Government slashes 2021-22 sports budget by Rs 230.78 crore
Government slashes 2021-22 sports budget by Rs 230.78 crore
author img

By

Published : Feb 1, 2021, 9:57 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা প্যানডেমিকের প্রভাব পড়ল ক্রীড়াক্ষেত্রে ৷ 2021-22 অর্থবর্ষে ক্রীড়া খাতে বরাদ্দ কমল ৷ এবারের কেন্দ্রীয় বাজেটে ক্রীড়া খাতে 2596.14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ গতবারের তুলনায় 230.78 কোটি টাকা কম ৷ গতবারের বাজেটে ক্রীড়াক্ষেত্রে 2,826 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ৷ ফলে অলিম্পিকসের বছরে সমস্যায় পড়ল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷

তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনার মঞ্চ হল 'খেলো ইন্ডিয়া' ৷ ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ কমায় খেলো ইন্ডিয়ার মতো প্রকল্পেরও কাঁটছাট করা হয়েছে ৷ 2021-22 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল 890.42 কোটি টাকা ৷ তা কমিয়ে 657.71 কোটি টাকায় আনা হয়েছে ৷ অন্যদিকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বা সাইয়ের জন্য বরাদ্দ হয়েছে 660.41 কোটি টাকা ৷

আরও পড়ুন : নির্মলার বাজেট ভাষণে রাহানেদের ঐতিহাসিক জয়

তবে অলিম্পিকসের কথা মাথায় রেখেই হয়ত জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৷ গতবারের বাজেটে ফেডারেশনগুলির জন্য বরাদ্দ হয়েছিল 245 কোটি টাকা ৷ তবে 2021-22 অর্থবর্ষে ফেডারেশনগুলির ক্ষেত্রে গতবারের থেকে বরাদ্দ 35 কোটি টাকা বেড়ে হয়েছে 280 কোটি টাকা ৷ এছাড়া 2010 কমনওয়েলথ গেমস স্টেডিয়াম সংস্কার এবং রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ এবার কমিয়ে 66 কোটি করা হয়েছে ৷

কোরোনার কারণে গতবছর স্থগিত হয়ে যায় টোকিয়ো অলিম্পিকস ৷ চলতি বছরের জাপানের টোকিয়োতে 23 জুলাই হতে চলেছে অলিম্পিকস ৷ কোরোনা প্যানডেমিকের কারণে গতবছর ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ অর্থ কাজে লাগানো যায়নি ৷ সেই কারণেই হয়ত এবার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে ৷ তবে এতে অলিম্পিকসের প্রস্তুতি যে ধাক্কা খাবে তা মানছে দেশের ক্রীড়ামহল ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা প্যানডেমিকের প্রভাব পড়ল ক্রীড়াক্ষেত্রে ৷ 2021-22 অর্থবর্ষে ক্রীড়া খাতে বরাদ্দ কমল ৷ এবারের কেন্দ্রীয় বাজেটে ক্রীড়া খাতে 2596.14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ গতবারের তুলনায় 230.78 কোটি টাকা কম ৷ গতবারের বাজেটে ক্রীড়াক্ষেত্রে 2,826 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ৷ ফলে অলিম্পিকসের বছরে সমস্যায় পড়ল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷

তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনার মঞ্চ হল 'খেলো ইন্ডিয়া' ৷ ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ কমায় খেলো ইন্ডিয়ার মতো প্রকল্পেরও কাঁটছাট করা হয়েছে ৷ 2021-22 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল 890.42 কোটি টাকা ৷ তা কমিয়ে 657.71 কোটি টাকায় আনা হয়েছে ৷ অন্যদিকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বা সাইয়ের জন্য বরাদ্দ হয়েছে 660.41 কোটি টাকা ৷

আরও পড়ুন : নির্মলার বাজেট ভাষণে রাহানেদের ঐতিহাসিক জয়

তবে অলিম্পিকসের কথা মাথায় রেখেই হয়ত জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৷ গতবারের বাজেটে ফেডারেশনগুলির জন্য বরাদ্দ হয়েছিল 245 কোটি টাকা ৷ তবে 2021-22 অর্থবর্ষে ফেডারেশনগুলির ক্ষেত্রে গতবারের থেকে বরাদ্দ 35 কোটি টাকা বেড়ে হয়েছে 280 কোটি টাকা ৷ এছাড়া 2010 কমনওয়েলথ গেমস স্টেডিয়াম সংস্কার এবং রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ এবার কমিয়ে 66 কোটি করা হয়েছে ৷

কোরোনার কারণে গতবছর স্থগিত হয়ে যায় টোকিয়ো অলিম্পিকস ৷ চলতি বছরের জাপানের টোকিয়োতে 23 জুলাই হতে চলেছে অলিম্পিকস ৷ কোরোনা প্যানডেমিকের কারণে গতবছর ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ অর্থ কাজে লাগানো যায়নি ৷ সেই কারণেই হয়ত এবার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে ৷ তবে এতে অলিম্পিকসের প্রস্তুতি যে ধাক্কা খাবে তা মানছে দেশের ক্রীড়ামহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.