ETV Bharat / sports

UEFA Champions League: পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ - এমবাপে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich into quarterfinals) ৷ বুধবার বার্লিনের অ্যালিয়াঞ্জ এরিনায় পিএসজি-কে হারিয়ে এই লিগের পরের ধাপের পৌঁছাল এই জার্মান ফুটবল ক্লাব ৷

UEFA Champions League
UEFA Champions League
author img

By

Published : Mar 9, 2023, 12:50 PM IST

বার্লিন (জার্মানি), 9 মার্চ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে পৌঁছাল বায়ার্ন মিউনিখ ৷ বুধবার শেষ ষোলোর লড়াইয়ের সেকেন্ডে লেগে প্যারিস সেন্ট জার্মেইন বা পিএসজিকে 2-0 গোলে হারিয়ে (Bayern Munich beat PSG) তারা ইউরোপের ক্লাব ফুটবলের এই লিগে পরের ধাপে পৌঁছাল ৷ প্রথম লেগে জার্মান ক্লাবটি 1-0 তে জিতেছিল ৷ ফলে দুই ম্যাচ মিলিয়ে দুই দলের গোলের পার্থক্য 3-0 ৷ বুধবারের ম্যাচে বায়ার্নের হয়ে গোল করেন এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং ও সার্জ গ্যানাব্রির ৷

ফ্রান্সের এই ঐতিহ্যশালী ক্লাব পিএসজি ইদানীংকালে বেশি পরিচিত মেসি-এমবাপেদের জন্য৷ ম্যাচের শুরুতেই এমবাপে (Kylian Mbappe) ভয়ঙ্কর হয়ে উঠেছিল ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাঁদিক থেকে উঠে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন বায়ার্নের গোলরক্ষক ইয়ান সোমারকে ৷ প্রতি আক্রমণে বায়ার্নও গোল করার পরিস্থিতি তৈরি করেছিল ৷ সেই পরিস্থিতিতে দু’দলই রক্ষণাত্মক পন্থা অবলম্বন করতে শুরু করে ৷

বায়ার্নের কাছে গোল করার প্রথম সুযোগ আসে 15 মিনিটে ৷ লিওন গোরেটজকার শট আটকে দেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুমা ৷ 38 মিনিটে পালটা গোলের সুযোগ এসেছিল পিএসজির কাছে ৷ কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে তারা ব্যর্থ হয় ৷

প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয় ৷ দ্বিতীয়ার্ধের 54 মিনিটে গোলের সুযোগ তৈরি হয় ৷ গোলও করেন বায়ার্নের এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং ৷ কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয় ৷ সাত মিনিট আবার সুযোগ পান এরিক ৷ এবার আর অফ সাইড ছিল না ৷ ফলে বায়ার্নকে 1-0 গোলে এগিয়ে দেন তিনি ৷

বার্লিনের সেই বিখ্যাত অ্যালিয়াঞ্জ এরিনায় পিএসজি-র পারফরম্যান্সও মন্দ ছিল না ৷ গোলের অনেক সুযোগ তৈরি করে মেসি-এমবাপেদের দল ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারেননি কেউই ৷ 82তম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে সের্জিও রামোস প্রায় গোল করে ফেলেছিলেন ৷ কিন্তু বায়ার্ন গোলরক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি ৷ তার কয়েক মিনিটের মধ্যে বায়ার্নকে আরও এক গোলে এগিয়ে দেন সার্জ গ্যানাব্রির ৷

শেষপর্যন্ত 2-0 গোলে ম্যাচ জিতে নেয় বায়ার্ন মিউনিখ ৷ এর ফলে তারা পৌঁছে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে (UEFA Champions League quarterfinals) ৷

আরও পড়ুন: হাফ-ডজন গোলে সমর্থকদের ক্রিসমাস গিফট ম্যান সিটি-র

বার্লিন (জার্মানি), 9 মার্চ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে পৌঁছাল বায়ার্ন মিউনিখ ৷ বুধবার শেষ ষোলোর লড়াইয়ের সেকেন্ডে লেগে প্যারিস সেন্ট জার্মেইন বা পিএসজিকে 2-0 গোলে হারিয়ে (Bayern Munich beat PSG) তারা ইউরোপের ক্লাব ফুটবলের এই লিগে পরের ধাপে পৌঁছাল ৷ প্রথম লেগে জার্মান ক্লাবটি 1-0 তে জিতেছিল ৷ ফলে দুই ম্যাচ মিলিয়ে দুই দলের গোলের পার্থক্য 3-0 ৷ বুধবারের ম্যাচে বায়ার্নের হয়ে গোল করেন এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং ও সার্জ গ্যানাব্রির ৷

ফ্রান্সের এই ঐতিহ্যশালী ক্লাব পিএসজি ইদানীংকালে বেশি পরিচিত মেসি-এমবাপেদের জন্য৷ ম্যাচের শুরুতেই এমবাপে (Kylian Mbappe) ভয়ঙ্কর হয়ে উঠেছিল ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাঁদিক থেকে উঠে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন বায়ার্নের গোলরক্ষক ইয়ান সোমারকে ৷ প্রতি আক্রমণে বায়ার্নও গোল করার পরিস্থিতি তৈরি করেছিল ৷ সেই পরিস্থিতিতে দু’দলই রক্ষণাত্মক পন্থা অবলম্বন করতে শুরু করে ৷

বায়ার্নের কাছে গোল করার প্রথম সুযোগ আসে 15 মিনিটে ৷ লিওন গোরেটজকার শট আটকে দেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুমা ৷ 38 মিনিটে পালটা গোলের সুযোগ এসেছিল পিএসজির কাছে ৷ কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে তারা ব্যর্থ হয় ৷

প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয় ৷ দ্বিতীয়ার্ধের 54 মিনিটে গোলের সুযোগ তৈরি হয় ৷ গোলও করেন বায়ার্নের এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং ৷ কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয় ৷ সাত মিনিট আবার সুযোগ পান এরিক ৷ এবার আর অফ সাইড ছিল না ৷ ফলে বায়ার্নকে 1-0 গোলে এগিয়ে দেন তিনি ৷

বার্লিনের সেই বিখ্যাত অ্যালিয়াঞ্জ এরিনায় পিএসজি-র পারফরম্যান্সও মন্দ ছিল না ৷ গোলের অনেক সুযোগ তৈরি করে মেসি-এমবাপেদের দল ৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারেননি কেউই ৷ 82তম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে সের্জিও রামোস প্রায় গোল করে ফেলেছিলেন ৷ কিন্তু বায়ার্ন গোলরক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি ৷ তার কয়েক মিনিটের মধ্যে বায়ার্নকে আরও এক গোলে এগিয়ে দেন সার্জ গ্যানাব্রির ৷

শেষপর্যন্ত 2-0 গোলে ম্যাচ জিতে নেয় বায়ার্ন মিউনিখ ৷ এর ফলে তারা পৌঁছে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে (UEFA Champions League quarterfinals) ৷

আরও পড়ুন: হাফ-ডজন গোলে সমর্থকদের ক্রিসমাস গিফট ম্যান সিটি-র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.