ETV Bharat / sports

FIFA World Cup 2022: শুধুই নয় আলবিলেস্তে, লুসেইলে আজ '90 ফাইনালের যোগ সাইডলাইনেও - Tomasz Listkiewicz

1990 ইতালির স্তাদিও অলিম্পিকো আর রবিবাসরীয় কাতারের লুসেইলকে কোথাও গিয়ে এক সুতোয় গাঁথতে চলেছেন ফিফা রেফারি টমাস লিস্টকিউইজ (Tomasz Listkiewicz) ৷ রবিবাসরীয় মহারণে লিও মেসি-কিলিয়ান এমবাপেদের সঙ্গে সাইডলাইনে দৌড়বেন তিনিও ৷ কিন্তু কীভাবে মেলাবেন, আসুন জেনে নিই ৷

FIFA Worls Cup 2022
ফিফা রেফারি টমাস লিস্টকিউইজ আজ ফাইনালে লাইন্সম্যানের দায়িত্বে
author img

By

Published : Dec 18, 2022, 5:44 PM IST

দোহা, 18 ডিসেম্বর: যদি প্রশ্ন করা হয় 1990 বিশ্বকাপ ফাইনাল আর 2022 বিশ্বকাপের মিল কোথায়? বিন্দুমাত্র না-ভেবে যে কোনও ফুটবলপ্রেমী সঙ্গে সঙ্গে বলে দেবেন উত্তরটা ৷ সেবার ইতালির স্তাদিও অলিম্পিকো আর রবিবার কাতারের লুসেইলের 'কমন ফাইনালিস্ট' আর্জেন্তিনা ৷ তবে এর বাইরে গিয়েও এই দুই ফাইনালকে কোথাও এক সুতোয় গাঁথতে চলেছেন ফিফা রেফারি টমাস লিস্টকিউইজ (Tomasz Listkiewicz) ৷ রবিবাসরীয় মহারণে লিও মেসি-কিলিয়ান এমবাপেদের সঙ্গে সাইডলাইনে দৌড়বেন তিনিও ৷ কিন্তু সাইডলাইনে দৌড়ে কীভাবে দুই বিশ্বকাপকে মেলাবেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তো ?

আসলে 1990 আর্জেন্তিনা-জার্মানি হাইভোল্টেজ ফাইনালে লাইন্সম্যানের দায়িত্বে ছিলেন টমাসের পিতা সিনিয়র লিস্টকিউইজ ৷ সেবার লোথার ম্যাথাউজ, জুর্গেন ক্লিনসম্যান, জর্জ বুরুচাগা, দিয়েগো মারাদোনা সমৃদ্ধ ফাইনালে গুরুদায়িত্ব সামলেছিলেন বাবা ৷ 32 বছর পর এসে সেই পোলিশ লাইন্সম্যানের সুযোগ্য পুত্রই আজ লুসেইলে সামলাবেন আরও এক তারকাসমৃদ্ধ ফাইনাল (Tomasz Listkiewicz son of Ex FIFA referee Michał Listkiewicz will be on the pitch on todays final) ৷

সেবার আন্দ্রেস ব্রেহমের গোলে লা আলবিসেলেস্তে-কে হারিয়ে কাঙ্খিত ট্রফি নিয়ে ফিরেছিল পশ্চিম জার্মানি ৷ টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ে ঠোঁট আর কাপের দূরত্বটা রয়েই গিয়েছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার ৷ 32 বছর পর এসে নীল-সাদা শিবিরে বিগ্রহের নাম লিওনেল মেসি ৷ ফ্রান্সকে হারিয়ে জয়ের নৌকোয় পাল তুলে দিয়েগোর সমকক্ষ হয়ে যান মেসি ৷ তাহলে হয়তো তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনও প্রশ্ন থাকবে না ৷ চাইছে তাঁর আপামর ভক্তকুল ৷

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে দল, সমালোচকদের জবাব ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ স্কালোনির

যদিও মেসির কাজটা সহজ হবে না ৷ কারণ ফরাসি শিবির আলো করে রয়েছেন বছর তেইশের এমবাপে ৷ ইতিমধ্যেই একবার বিশ্বজয়ের স্বাদ পেয়ে যাওয়া স্ট্রাইকার এবার আরও বেশি ক্ষুধার্ত ৷ তাঁর দৌড় থামাতে ব্লু-বোর্ডে বাড়তি সময় ব্যয় করতে হয়েছে স্কালোনিকে ৷ এখন দেখার, মেসির নৈপুণ্য না এমবাপের দৌড়, শেষ হাসি কে হাসে ৷

দোহা, 18 ডিসেম্বর: যদি প্রশ্ন করা হয় 1990 বিশ্বকাপ ফাইনাল আর 2022 বিশ্বকাপের মিল কোথায়? বিন্দুমাত্র না-ভেবে যে কোনও ফুটবলপ্রেমী সঙ্গে সঙ্গে বলে দেবেন উত্তরটা ৷ সেবার ইতালির স্তাদিও অলিম্পিকো আর রবিবার কাতারের লুসেইলের 'কমন ফাইনালিস্ট' আর্জেন্তিনা ৷ তবে এর বাইরে গিয়েও এই দুই ফাইনালকে কোথাও এক সুতোয় গাঁথতে চলেছেন ফিফা রেফারি টমাস লিস্টকিউইজ (Tomasz Listkiewicz) ৷ রবিবাসরীয় মহারণে লিও মেসি-কিলিয়ান এমবাপেদের সঙ্গে সাইডলাইনে দৌড়বেন তিনিও ৷ কিন্তু সাইডলাইনে দৌড়ে কীভাবে দুই বিশ্বকাপকে মেলাবেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তো ?

আসলে 1990 আর্জেন্তিনা-জার্মানি হাইভোল্টেজ ফাইনালে লাইন্সম্যানের দায়িত্বে ছিলেন টমাসের পিতা সিনিয়র লিস্টকিউইজ ৷ সেবার লোথার ম্যাথাউজ, জুর্গেন ক্লিনসম্যান, জর্জ বুরুচাগা, দিয়েগো মারাদোনা সমৃদ্ধ ফাইনালে গুরুদায়িত্ব সামলেছিলেন বাবা ৷ 32 বছর পর এসে সেই পোলিশ লাইন্সম্যানের সুযোগ্য পুত্রই আজ লুসেইলে সামলাবেন আরও এক তারকাসমৃদ্ধ ফাইনাল (Tomasz Listkiewicz son of Ex FIFA referee Michał Listkiewicz will be on the pitch on todays final) ৷

সেবার আন্দ্রেস ব্রেহমের গোলে লা আলবিসেলেস্তে-কে হারিয়ে কাঙ্খিত ট্রফি নিয়ে ফিরেছিল পশ্চিম জার্মানি ৷ টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ে ঠোঁট আর কাপের দূরত্বটা রয়েই গিয়েছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার ৷ 32 বছর পর এসে নীল-সাদা শিবিরে বিগ্রহের নাম লিওনেল মেসি ৷ ফ্রান্সকে হারিয়ে জয়ের নৌকোয় পাল তুলে দিয়েগোর সমকক্ষ হয়ে যান মেসি ৷ তাহলে হয়তো তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনও প্রশ্ন থাকবে না ৷ চাইছে তাঁর আপামর ভক্তকুল ৷

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে দল, সমালোচকদের জবাব ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ স্কালোনির

যদিও মেসির কাজটা সহজ হবে না ৷ কারণ ফরাসি শিবির আলো করে রয়েছেন বছর তেইশের এমবাপে ৷ ইতিমধ্যেই একবার বিশ্বজয়ের স্বাদ পেয়ে যাওয়া স্ট্রাইকার এবার আরও বেশি ক্ষুধার্ত ৷ তাঁর দৌড় থামাতে ব্লু-বোর্ডে বাড়তি সময় ব্যয় করতে হয়েছে স্কালোনিকে ৷ এখন দেখার, মেসির নৈপুণ্য না এমবাপের দৌড়, শেষ হাসি কে হাসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.