টোকিয়ো, 30 অগস্ট : জিতেও ব্রোঞ্জ পদক হাতছাড়া হল প্যারা ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমারের ৷ গতকাল প্যারালিম্পিকসে পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ফাইনালে ব্রোঞ্জ জেতেন 41 বছরের বিনোদ ৷ কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার শ্রেণিবিন্যাস সংক্রান্ত বিতর্কের জেরে পদক দেওয়া হয়নি তাঁকে ৷ অন্য এক প্রতিযোগী ডিসকাস থ্রোয়ের F52 বিভাগে বিনোদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ অভিযোগ পেয়ে প্যারালিম্পিকস কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, পদক দেওয়ার আগে বিষয়টি পর্যালোচনা করা হবে ৷ সোমবারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা বলেছিল কর্তৃপক্ষ ৷ সেইমতো আজ তারা জানিয়েছে, ডিসকাস থ্রোয়ের F52 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই বিনোদের ৷ তাই ব্রোঞ্জ পদক পাচ্ছেন না তিনি ৷
টোকিয়ো প্যারালিম্পিকসের আসর থেকে লাগাতার খুশির খবর আসছে ৷ প্রায় প্রতিদিনই একের পর এক ভারতীয় খেলোয়াড় পদক জিতছেন ৷ আজ ইতিহাস গড়ে দেশের প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিকসে সোনা জিতেছেন অবনী লেখারা ৷ জ্যাভলিন থেকে সোনা, রূপো, ব্রোঞ্জ তিনটিই এসেছে ৷ কিন্তু এই খুশির আবহের ভাটা পড়ল ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমারের পদক কেড়ে নেওয়ার ঘটনায় ৷ এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতো সোমবার বিকেলের প্যারালিম্পিকস কমিটি জানিয়ে দেয় প্রতিবন্ধকতার শ্রেণিবিন্যাস সংক্রান্ত পর্যালোচনার পর পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ52 বিভাগে বিনোদ কুমারের জেতা পদক কেড়ে নেওয়া হয়েছে ৷
বিতর্কটা কোথায়
এফ52 বিভাগে তাঁরাই অংশ নিতে পারেন যাঁদের মাংসপেশী দুর্বল, হাঁটাচলায় সমস্যা, হাতে সমস্যা রয়েছে বা দুটি পায়ের দৈর্ঘ্য অসমান ৷ এছাড়া মেরুদণ্ডের সমস্যা, ঘাড়ের সমস্যা, অঙ্গহানি ঘটলে তবেই এফ52 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ মেলে ৷ সেই বিভাগেই ব্রোঞ্জ জেতেন বিনোদ কুমার ৷ যদিও এক বা একধিক দেশের প্রতিযোগীদের অভিযোগ, উপোরক্ত সমস্যাগুলির কোনওটাই নেই বিনোদ কুমারের ৷