ETV Bharat / sports

টোকিয়ো অলিম্পিক কমিটির প্রধান পদে ইস্তফা মোরির !

জাপান অলিম্পিক কমিটির অনলাইন বৈঠকে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের জের ৷ পদত্যাগ করতে চলেছেন টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক আয়োজক কমিটি প্রধান ইয়োশিরো মোরি ৷

tokyo-olympics-chief- Yoshiro Mori-to-step-down-over-sexist-remarks
টোকিও অলিম্পিক কমিটির প্রধান পদে ইস্তফা দিচ্ছেন ইয়োশিরো মোরি
author img

By

Published : Feb 11, 2021, 5:15 PM IST

টোকিয়ো, 11 ফেব্রুয়ারি : লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের জেরে টোকিয়ো অলিম্পিক এবং প্যারা অলিম্পিক আয়োজক কমিটি প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ইয়োশিরো মোরি ৷ অভিযোগ তিনি মহিলাদের কথা বলা নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছিলেন ৷ বৃহস্পতিবার অলিম্পিক কমিটির একটি বিশ্বস্থ সূত্রে এ খবর জানানো হয়েছে ৷

গত 3 ফেব্রুয়ারি ইয়োশিরো মোরি বলেন, ‘‘আমি বিশ্বাস করি মহিলাদের মধ্যে অতিরিক্ত কথা বলার প্রবণতা রয়েছে এবং তাঁদের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ধারণা রয়েছে ৷’’ জাপান অলিম্পিক কমিটির অনলাইন বৈঠকে এই মন্তব্য করেছিলেন তিনি ৷ প্রসঙ্গত, জাপানের অলিম্পিক কমিটির বোর্ডের সদস্যদের মধ্যে লিঙ্গ বৈচিত্র্য বাড়ানো নিয়ে প্রশ্ন করা হয়েছিল ইয়োশিরো মোরিকে ৷ তার প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন ৷ তবে, এই মন্তব্যের একদিন পরেই তাঁকে ক্ষমা চান মোরি ৷ কিন্তু, জোর দিয়ে বলেছিলেন, তাঁর পদত্যাগের কোনও পরিকল্পনাই নেই ৷

আরও পড়ুন : আগামী বছর অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান : সুগা

‘‘ওটা আমার চিন্তা না করে বলা মন্তব্য এবং আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ মহিলাদের প্রতি আমার কোনও বৈষম্যমূলক আচরণের উদ্দেশ্য ছিল না,’’ বলে ক্ষমা চাইতে গিয়ে জানান মোরি ৷ প্রসঙ্গত, জাপান অলিম্পিক কমিটিতে বর্তমানে 25 জন সদস্য রয়েছেন ৷ যার মধ্যে 5 জন মহিলা সদস্য ৷

টোকিয়ো, 11 ফেব্রুয়ারি : লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যের জেরে টোকিয়ো অলিম্পিক এবং প্যারা অলিম্পিক আয়োজক কমিটি প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন ইয়োশিরো মোরি ৷ অভিযোগ তিনি মহিলাদের কথা বলা নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছিলেন ৷ বৃহস্পতিবার অলিম্পিক কমিটির একটি বিশ্বস্থ সূত্রে এ খবর জানানো হয়েছে ৷

গত 3 ফেব্রুয়ারি ইয়োশিরো মোরি বলেন, ‘‘আমি বিশ্বাস করি মহিলাদের মধ্যে অতিরিক্ত কথা বলার প্রবণতা রয়েছে এবং তাঁদের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ধারণা রয়েছে ৷’’ জাপান অলিম্পিক কমিটির অনলাইন বৈঠকে এই মন্তব্য করেছিলেন তিনি ৷ প্রসঙ্গত, জাপানের অলিম্পিক কমিটির বোর্ডের সদস্যদের মধ্যে লিঙ্গ বৈচিত্র্য বাড়ানো নিয়ে প্রশ্ন করা হয়েছিল ইয়োশিরো মোরিকে ৷ তার প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন ৷ তবে, এই মন্তব্যের একদিন পরেই তাঁকে ক্ষমা চান মোরি ৷ কিন্তু, জোর দিয়ে বলেছিলেন, তাঁর পদত্যাগের কোনও পরিকল্পনাই নেই ৷

আরও পড়ুন : আগামী বছর অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান : সুগা

‘‘ওটা আমার চিন্তা না করে বলা মন্তব্য এবং আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ মহিলাদের প্রতি আমার কোনও বৈষম্যমূলক আচরণের উদ্দেশ্য ছিল না,’’ বলে ক্ষমা চাইতে গিয়ে জানান মোরি ৷ প্রসঙ্গত, জাপান অলিম্পিক কমিটিতে বর্তমানে 25 জন সদস্য রয়েছেন ৷ যার মধ্যে 5 জন মহিলা সদস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.