ETV Bharat / sports

Tokyo Olympics : মালেশ্বরীর ইতিহাস ফেরানোর টার্গেট নিয়ে টোকিয়ো গেলেন চানু

দেশের প্রথম ভারোত্তোলক হিসেবে টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেন সাইখম মীরাবাঈ চানু ৷ টোকিয়োতে পদক জয়ের অন্যতম দাবিদার তিনি ৷

tokyo olympics
tokyo olympics
author img

By

Published : Jul 16, 2021, 2:27 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : আমেরিকায় জোরদার প্রস্তুতি শুরু সেরেছেন ৷ সেখান থেকেই টোকিয়োর গেলেন দেশের তারকা ভারোত্তোলক সাইখম মীরাবাঈ চানু ৷ টোকিয়ো থেকে যে কজন অ্যাথলিটকে পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে তাঁদের মধ্যে অন্যতম মণিপুরের 26 বছরের মীরাবাঈ ৷ সেই 2000 সালে ভারোত্তোলনে অলিম্পিকস পদক জিতে চমকে দিয়েছিলেন কর্ণম মালেশ্বরী ৷ কুড়ি বছর পর মালেশ্বরীর ইতিহাস ফেরাতে মরিয়া মীরাবাঈ ৷

টোকিয়োয় 49 কেজি বিভাগে অংশ নেবেন মণিপুরী ওয়েটলিফটার ৷ টপস (টার্গেট অলিম্পিকস পোডিয়াম) স্কিম-এর অন্তর্গত মীরাবাঈ তার আগে আমেরিকায় 50 দিনের অনুশীলন সেরেছেন ৷ সঙ্গে ছিলেন জাতীয় কোচ বিজয় শর্মা এবং অ্যাসিস্টেন্ট কোচ সন্দীপ কুমার ৷ রিও অলিম্পিকসে মেয়েদের 48 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ কিন্তু ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনবারের চেষ্টাতেও ইভেন্ট শেষ করতে পারেননি ৷ রিও-র ব্যর্থতার পর নিজেকে বড় মঞ্চের জন্য তৈরি করতে নিংড়ে দিয়েছেন চানু ৷

16 মাস পর গত এপ্রিলে প্রথম প্রতিযোগিতামূলক ইভেন্টে নামেন মীরাবাঈ ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ বিভাগে তেমন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেননি ৷ অন্যদিকে পদকজয়ী চিনের দুই ভারোত্তোলক হউ জিহুই এবং হুইহুয়া তোলেন 96 কেজি এবং 89 কেজি তোলেন ৷ তবে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে জিহুই-এর বিশ্ব রেকর্ড ভেঙে দেন চানু ৷ ক্যাটাগরি হিসেবে অলিম্পিকসে বিশ্বের এক নম্বর ভারোত্তোলক জিহুই-এর বিরুদ্ধে খেলতে হবে তাঁকে ৷ তবে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ভাবতে চাইছেন না তিনি ৷ বলেছেন, "চাপ তো থাকবেই ৷ ফলাফল নিয়ে ভাবছি না ৷ প্রতিদ্বন্দ্বীদের কথা না ভেবে অনুশীলনে জোর দিয়েছি ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : জোকস নয়, টোকিয়ো অলিম্পিকসে দেখা যাবে জোকারকে

2018 গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে সোনা জেতেন চানু ৷ সেই সাফল্যের জন্য রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারে ভূষিত হন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথের পর চানুর লক্ষ্য অলিম্পিকস ৷ করোনার কারণে অনুশীলনে সাময়িক ব্যাঘাত ঘটলেও পদকের লক্ষ্যে ঝাঁপাতে পুরোপুরি তৈরি এই তারকা ভারোত্তোলক ৷ 29 কেজি বিভাগে সাইখম মীরাবাঈ চানু দেশের পদক জয়ের অন্যতম ভরসা ৷

নয়াদিল্লি, 16 জুলাই : আমেরিকায় জোরদার প্রস্তুতি শুরু সেরেছেন ৷ সেখান থেকেই টোকিয়োর গেলেন দেশের তারকা ভারোত্তোলক সাইখম মীরাবাঈ চানু ৷ টোকিয়ো থেকে যে কজন অ্যাথলিটকে পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে তাঁদের মধ্যে অন্যতম মণিপুরের 26 বছরের মীরাবাঈ ৷ সেই 2000 সালে ভারোত্তোলনে অলিম্পিকস পদক জিতে চমকে দিয়েছিলেন কর্ণম মালেশ্বরী ৷ কুড়ি বছর পর মালেশ্বরীর ইতিহাস ফেরাতে মরিয়া মীরাবাঈ ৷

টোকিয়োয় 49 কেজি বিভাগে অংশ নেবেন মণিপুরী ওয়েটলিফটার ৷ টপস (টার্গেট অলিম্পিকস পোডিয়াম) স্কিম-এর অন্তর্গত মীরাবাঈ তার আগে আমেরিকায় 50 দিনের অনুশীলন সেরেছেন ৷ সঙ্গে ছিলেন জাতীয় কোচ বিজয় শর্মা এবং অ্যাসিস্টেন্ট কোচ সন্দীপ কুমার ৷ রিও অলিম্পিকসে মেয়েদের 48 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ কিন্তু ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনবারের চেষ্টাতেও ইভেন্ট শেষ করতে পারেননি ৷ রিও-র ব্যর্থতার পর নিজেকে বড় মঞ্চের জন্য তৈরি করতে নিংড়ে দিয়েছেন চানু ৷

16 মাস পর গত এপ্রিলে প্রথম প্রতিযোগিতামূলক ইভেন্টে নামেন মীরাবাঈ ৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্ন্যাচ বিভাগে তেমন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেননি ৷ অন্যদিকে পদকজয়ী চিনের দুই ভারোত্তোলক হউ জিহুই এবং হুইহুয়া তোলেন 96 কেজি এবং 89 কেজি তোলেন ৷ তবে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে জিহুই-এর বিশ্ব রেকর্ড ভেঙে দেন চানু ৷ ক্যাটাগরি হিসেবে অলিম্পিকসে বিশ্বের এক নম্বর ভারোত্তোলক জিহুই-এর বিরুদ্ধে খেলতে হবে তাঁকে ৷ তবে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ভাবতে চাইছেন না তিনি ৷ বলেছেন, "চাপ তো থাকবেই ৷ ফলাফল নিয়ে ভাবছি না ৷ প্রতিদ্বন্দ্বীদের কথা না ভেবে অনুশীলনে জোর দিয়েছি ৷"

আরও পড়ুন : Tokyo Olympics : জোকস নয়, টোকিয়ো অলিম্পিকসে দেখা যাবে জোকারকে

2018 গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে সোনা জেতেন চানু ৷ সেই সাফল্যের জন্য রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারে ভূষিত হন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথের পর চানুর লক্ষ্য অলিম্পিকস ৷ করোনার কারণে অনুশীলনে সাময়িক ব্যাঘাত ঘটলেও পদকের লক্ষ্যে ঝাঁপাতে পুরোপুরি তৈরি এই তারকা ভারোত্তোলক ৷ 29 কেজি বিভাগে সাইখম মীরাবাঈ চানু দেশের পদক জয়ের অন্যতম ভরসা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.