ETV Bharat / sports

Tokyo Olympics : গেমস ভিলেজে 'অ্যান্টি সেক্স বেড', করোনা ঠেকাতে অভিনব উপায় - সামার গেমস 2020

করোনা যুগের অলিম্পিকস অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা ৷ দর্শক প্রবেশে কড়াকড়ি, মেনে চলতে হবে কোভিড সংক্রান্ত নিয়মবিধি ৷

anti sex beds
anti sex beds
author img

By

Published : Jul 18, 2021, 4:33 PM IST

টোকিয়ো, 18 জুলাই : গেমস ভিলেজে ঢুকে পড়েছে করোনা ৷ অ্যাথলিট এবং নন অ্যাথলিটদের করোনা সংক্রমিত হওয়ার খবর সামনে এসেছে ৷ তার মধ্যে করোনা ঠেকাতে অভিনব উপায় বের করেছে অলিম্পিকস কর্তৃপক্ষ ৷ গেমস ভিলেজে দুটি বেডের মধ্যে দূরত্ব থাকছে অনেকটাই ৷ পাশাপাশি কার্ডবোর্ডের তৈরি বেডগুলি এমনভাবে তৈরি যা একজনের বেশি ভার বইতে পারবে না ৷ যে কারণে গেমস ভিলেজের বেডগুলিকে বলা হচ্ছে 'অ্যান্টি সেক্স বেড' ৷

বিষয়টি নিয়ে মজা করে টুইট করেন রিও অলিম্পিকসে রুপোজয়ী অ্যাথলিট পল চেলিমো ৷ তিনি লেখেন, "টোকিয়ো অলিম্পিকসে বেডগুলি কার্ডেবার্ডের তৈরি ৷ এটা অ্যাথলিটদের গেমস ভিলেজে অন্তরঙ্গ হওয়া থেকে বিরত থাকার বার্তা দিচ্ছে ৷ বেডগুলি শুধুমাত্র একটি মানুষেরই ভার সইতে পারবে ৷" কার্ডবোর্ডের তৈরি বেডগুলি 200 কিলোগ্রামের বেশি ভার সইতে পারবে না ৷ যেগুলিকে 'অ্যান্টি সেক্স বেড' বলা হচ্ছে ৷ এররকম 18 হাজার বেড এবং গদি তৈরি করা হয়েছে ৷ এগুলি পুনর্ব্যবহারযোগ্য ৷ অলিম্পিকস ও প্যারালিম্পিকস শেষ হওয়ার পর যেগুলি অন্য কাজে ব্যবহার করা যাবে ৷ বেডগুলি পেপার প্রোডাক্ট এবং গদিগুলি দিয়ে প্লাস্টিকের বস্তু তৈরি করা যাবে ৷

  • Beds to be installed in Tokyo Olympic Village will be made of cardboard, this is aimed at avoiding intimacy among athletes

    Beds will be able to withstand the weight of a single person to avoid situations beyond sports.

    I see no problem for distance runners,even 4 of us can do😂 pic.twitter.com/J45wlxgtSo

    — Paul Chelimo🇺🇸🥈🥉 (@Paulchelimo) July 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করোনা যুগের অলিম্পিকস অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা ৷ দর্শক প্রবেশে কড়াকড়ি, মেনে চলতে হবে কোভিড সংক্রান্ত নিয়মবিধি ৷ আগে অলিম্পিকসের গেমস ভিলেজে ঢোকার সময় অ্যাথলিটদের কন্ডোম দেওয়া হত ৷ কিন্তু এবার সেসবের বালাই নেই ৷ জাপানের 4টি কন্ডোম সংস্থার সঙ্গে চুক্তি ছিল সামার গেমস আয়োজকদের ৷ অ্যথলিটদের জন্য 1 লাখ 60 হাজার কন্ডোম তারা তৈরি করেছে ৷ কিন্তু কোভিড 19 প্রটোকল অনুযায়ী আয়োজকরা চাইছেন যতটা সম্ভব শারীরিক দূরত্ব বজায় থাকুক ৷ সেক্ষেত্রে গেমস ভিলেজে অ্যাথলিটদের যৌন মিলন থেকে বিরত রাখার চেষ্টা করছে আয়োজকরা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ে বক্সিংয়ের ‘নবরত্ন’-এর দিকে তাকিয়ে ভারত

তাহলে ওই 1 লাখ 60 হাজার কন্ডোমের কী হবে ? সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আয়োজক দলের এই সদস্য জানিয়েছেন, "এই কন্ডোমগুলি গেমস ভিলেজে থাকার সময় অ্যাথলিটদের ব্যবহার করার জন্য নয় ৷ ভিলেজ ছাড়ার সময় অ্যাথলিটদের হাতে ওই কন্ডোম তুলে দেওয়া হবে ৷ যাতে তাঁরা সেগুলি নিজেদের দেশে নিয়ে গিয়ে 'এইচআইভি এবং এইডস' সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারেন ৷" পাশাপাশি একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি অ্যাথলিটদের সতর্ক করেছে যে শারীরিক দূরত্ব সংক্রান্ত বিধি ভাঙলে তাঁদের ডিসকোয়ালিফাই করা হতে পারে ৷

টোকিয়ো, 18 জুলাই : গেমস ভিলেজে ঢুকে পড়েছে করোনা ৷ অ্যাথলিট এবং নন অ্যাথলিটদের করোনা সংক্রমিত হওয়ার খবর সামনে এসেছে ৷ তার মধ্যে করোনা ঠেকাতে অভিনব উপায় বের করেছে অলিম্পিকস কর্তৃপক্ষ ৷ গেমস ভিলেজে দুটি বেডের মধ্যে দূরত্ব থাকছে অনেকটাই ৷ পাশাপাশি কার্ডবোর্ডের তৈরি বেডগুলি এমনভাবে তৈরি যা একজনের বেশি ভার বইতে পারবে না ৷ যে কারণে গেমস ভিলেজের বেডগুলিকে বলা হচ্ছে 'অ্যান্টি সেক্স বেড' ৷

বিষয়টি নিয়ে মজা করে টুইট করেন রিও অলিম্পিকসে রুপোজয়ী অ্যাথলিট পল চেলিমো ৷ তিনি লেখেন, "টোকিয়ো অলিম্পিকসে বেডগুলি কার্ডেবার্ডের তৈরি ৷ এটা অ্যাথলিটদের গেমস ভিলেজে অন্তরঙ্গ হওয়া থেকে বিরত থাকার বার্তা দিচ্ছে ৷ বেডগুলি শুধুমাত্র একটি মানুষেরই ভার সইতে পারবে ৷" কার্ডবোর্ডের তৈরি বেডগুলি 200 কিলোগ্রামের বেশি ভার সইতে পারবে না ৷ যেগুলিকে 'অ্যান্টি সেক্স বেড' বলা হচ্ছে ৷ এররকম 18 হাজার বেড এবং গদি তৈরি করা হয়েছে ৷ এগুলি পুনর্ব্যবহারযোগ্য ৷ অলিম্পিকস ও প্যারালিম্পিকস শেষ হওয়ার পর যেগুলি অন্য কাজে ব্যবহার করা যাবে ৷ বেডগুলি পেপার প্রোডাক্ট এবং গদিগুলি দিয়ে প্লাস্টিকের বস্তু তৈরি করা যাবে ৷

  • Beds to be installed in Tokyo Olympic Village will be made of cardboard, this is aimed at avoiding intimacy among athletes

    Beds will be able to withstand the weight of a single person to avoid situations beyond sports.

    I see no problem for distance runners,even 4 of us can do😂 pic.twitter.com/J45wlxgtSo

    — Paul Chelimo🇺🇸🥈🥉 (@Paulchelimo) July 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করোনা যুগের অলিম্পিকস অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা ৷ দর্শক প্রবেশে কড়াকড়ি, মেনে চলতে হবে কোভিড সংক্রান্ত নিয়মবিধি ৷ আগে অলিম্পিকসের গেমস ভিলেজে ঢোকার সময় অ্যাথলিটদের কন্ডোম দেওয়া হত ৷ কিন্তু এবার সেসবের বালাই নেই ৷ জাপানের 4টি কন্ডোম সংস্থার সঙ্গে চুক্তি ছিল সামার গেমস আয়োজকদের ৷ অ্যথলিটদের জন্য 1 লাখ 60 হাজার কন্ডোম তারা তৈরি করেছে ৷ কিন্তু কোভিড 19 প্রটোকল অনুযায়ী আয়োজকরা চাইছেন যতটা সম্ভব শারীরিক দূরত্ব বজায় থাকুক ৷ সেক্ষেত্রে গেমস ভিলেজে অ্যাথলিটদের যৌন মিলন থেকে বিরত রাখার চেষ্টা করছে আয়োজকরা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ে বক্সিংয়ের ‘নবরত্ন’-এর দিকে তাকিয়ে ভারত

তাহলে ওই 1 লাখ 60 হাজার কন্ডোমের কী হবে ? সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আয়োজক দলের এই সদস্য জানিয়েছেন, "এই কন্ডোমগুলি গেমস ভিলেজে থাকার সময় অ্যাথলিটদের ব্যবহার করার জন্য নয় ৷ ভিলেজ ছাড়ার সময় অ্যাথলিটদের হাতে ওই কন্ডোম তুলে দেওয়া হবে ৷ যাতে তাঁরা সেগুলি নিজেদের দেশে নিয়ে গিয়ে 'এইচআইভি এবং এইডস' সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারেন ৷" পাশাপাশি একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি অ্যাথলিটদের সতর্ক করেছে যে শারীরিক দূরত্ব সংক্রান্ত বিধি ভাঙলে তাঁদের ডিসকোয়ালিফাই করা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.