কলকাতা, 10 মে: জুলাইয়ে ডুরান্ড কাপ দিয়ে আগামী মরশুম শুরু ভারতীয় ফুটবলে ৷ তার আগে হাতে সময় মাস দু'য়েকের মত ৷ এখনই তো দলবদলের বাজারে ঝড় ওঠার সময় ৷ সেই দলবদলের বাজারে বুধবার বিকেলে বড়সড় ধাক্কা খেল আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। দল ছাড়লেন গত কয়েক মরশুমে রক্ষণের অন্যতম ভরসা তিরি ৷ স্প্যানিয়ার্ডের বাগান ছাড়ার বিষয়টি সরকারিভাবে ঘোষণা না-হলেও টুইটারে নিজেই দল ছাড়ার কথা জানালেন তিনি ৷
বছর একত্রিশের এই স্প্যানিশ ডিফেন্ডার টুইটারে লিখলেন, "গত তিনটে মরশুমের জন্য মোহনবাগানকে ধন্যবাদ ৷ সমর্থকদের ধন্যবাদ তাদের ভালোবাসার জন্য ৷ হয়তো অন্যভাবে বিদায়টা চেয়েছিলাম ৷ কিন্তু জীবনে কিছু জিনিস দ্রুত ঘটে এবং সিদ্ধান্তও দ্রুত নিতে হয় ৷ তখন নতুন সুযোগে বিশ্বাস রাখতে হয় ৷ ধন্যবাদ ৷" আবেগঘন ক্যাপশনের সঙ্গে টুইটারে একটি ভিডিয়োও পোস্ট করেছেন স্প্যানিশ ডিফেন্ডার ৷ তবে তিরির লেখায় পরিষ্কার, অন্য কোনও ক্লাবের লোভনীয় প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি এবং সেটা খুব কম সময়ের মধ্যে ৷ তাহলে তিরির গন্তব্য কি আইএসএলেরই কোনও ক্লাব ? এ বিষয়ে যদিও কোনও আভাস মেলেনি ৷
-
Thanks @atkmohunbaganfc for these 3 years!🙏🏼 Thanks to the fans for all your love towards me! I would have liked to say goodbye in a different way, but things happened quickly and in life you have to make decisions and believe in new opportunities! i will miss you!♥️Thank you…🙏🏼 pic.twitter.com/3KfCvfAUtx
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) May 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thanks @atkmohunbaganfc for these 3 years!🙏🏼 Thanks to the fans for all your love towards me! I would have liked to say goodbye in a different way, but things happened quickly and in life you have to make decisions and believe in new opportunities! i will miss you!♥️Thank you…🙏🏼 pic.twitter.com/3KfCvfAUtx
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) May 10, 2023Thanks @atkmohunbaganfc for these 3 years!🙏🏼 Thanks to the fans for all your love towards me! I would have liked to say goodbye in a different way, but things happened quickly and in life you have to make decisions and believe in new opportunities! i will miss you!♥️Thank you…🙏🏼 pic.twitter.com/3KfCvfAUtx
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) May 10, 2023
তবে দলবদলের বাজারে কানাঘুষো শোনা যাচ্ছে, মুম্বই সিটি এফসিতে যোগদান করতে চলেছেন তিরি ৷ যদিও সরকারি ঘোষণা না-আসা পর্যন্ত নিশ্চিত নয় কিছুই ৷ আইএসএল কেরিয়ারে 110টি ম্যাচ খেলে ফেলা তিরির গত তিন মরশুম দুর্দান্ত কেটেছে বাগানের জার্সিতে। নিখুত পাসিংয়ের জন্য খ্যাতি রয়েছে স্প্যানিয়ার্ডের। শতকরা হিসেবে তা 75.11%। ডিফেন্ডার হয়েও নামের পাশে রয়েছে 3 গোল। মাঠ এবং মাঠের বাইরে একজন দক্ষ টিমম্যান হিসেবে পরিচিত তিরি গত মরশুমে চোট-আঘাতে ভুগেছেন ভালোই। যদিও সুস্থ হয়ে আসন্ন মরশুমে ফের সবুজ-মেরুন জার্সিতে নিজেকে উজাড় করে দেওয়ার সংকল্প নিয়েছিলেন ৷
আরও পড়ুন: বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন মেসি
তিন ক্ষেপে এটিকে এবং এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়েছেন তিরি ৷ 2015 যোগ দিয়েছিলেন এটিকে'তে । পরের বছর তিরি ফিরে যান স্পেনে। ফের 2016 সালের ডিসেম্বর মাসে তাঁকে ফিরিয়ে আনে এটিকে ম্যানেজমেন্ট। কিন্তু তারপর ফের দলত্য়াগ ৷ যোগ দেন স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব মার্বেলাতে। 2019 এদেশে প্রত্যাবর্তনে তিরি জামশেদপুর এফসি'তে সই করেছিলেন। পরের বছর অর্থাৎ, 2020 এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। তারপর থেকেই সবুজ-মেরুন রক্ষণের স্তম্ভ হয়ে উঠেছিলেন স্প্যানিশ ডিফেন্ডারটি। ব্র্যান্ডন হামিলও থাকছেন না আগামী মরশুমে ৷ এরপর তিরি ছেড়ে দেওয়ায় বাগান ম্যানেজমেন্টকে দলবদলের বাজারে নতুন করে ভাবতে হবে বৈকি ৷