ETV Bharat / sports

Lionel Messi: ইন্টার মিয়ামিতে মেসির আগমনকে ঘিরে সাজো সাজো রব মেজর লিগে - মেজর লিগ সকার

খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে পৌঁছবেন লিওনেল মেসি ৷ আগামী কয়েক মরশুমে মেজর লিগ সকারে গোলাপি ও কালো জার্সিতে দেখা যাবে আর্জেন্তাইন মহাতারকাকে ৷ এবার তারই প্রস্তুতিতে মেতেছে ইন্টার মিয়ামির সমর্থকরা ৷

Lionel Messi ETV BHARTA
Lionel Messi
author img

By

Published : Jun 27, 2023, 12:30 PM IST

মিয়ামি, 27 জুন: মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে খেলতে খুব শীঘ্রই ইন্টার মিয়ামি দলের সঙ্গে যোগ দেবেন লিওনেল মেসি ৷ তার আগে সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে ঘিরে উৎসাহের পারদ উর্ধ্বমুখী ক্লাব সমর্থকদের মধ্যে ৷ গোলাপি ও কালো অর্থাৎ, ইন্টার মিয়ামির জার্সির রংয়ে মেসির কাট-আউট ও পোস্টারে ছেয়ে গিয়েছে পুরো মিয়ামি শহর ৷ এমনকি স্থানীয় আর্জেন্তাইন রেস্তোরাঁর প্রবেশদ্বারে 10 নম্বর আর্জেন্তাইন জার্সি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ৷

গত শনিবার 36 বছর পূরণ করেছেন মেসি ৷ তার আগে 7 জুন তিনি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন তিনি ৷ হাফ-ফুটবল মরশুমের মধ্যেই ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নিয়েছেন দুই মহাতারকা ৷ প্রথমে গত মরশুমের দ্বিতীয় অর্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং এবার নতুন মরশুমের শুরুতেই লিও মেসি ৷ তবে, মেসি ইউরোপ ছাড়লেও, খুশির জোয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ কিংবদন্তি ফুটবলারকে স্বাগত জানাতে সেজে উঠেছে মিয়ামি শহর ৷

মেসি ইন্টার মিয়ামির হয়ে তাঁর প্রথম সম্ভাব্য ম্যাচ খেলবেন আগামী 21 জুলাই ৷ কিন্তু, প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে ইন্টার মিয়ামিতে যাওয়ার যে অফিসিয়াল পদ্ধতি, তা এখনও বাকি রয়েছে ৷ মৌখিকভাবে সব ঠিকঠাক হয়ে গেলেও ৷ দু’তরফে চুক্তিপত্রে সই এখনও বাকি ৷ তবে, তা খুব দ্রুত শেষ হয়ে যাবে বলেই জানানো হয়েছে ইন্টার মিয়ামির তরফে ৷ তারপর 21 জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে কোনও সমস্যা থাকবে না বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: ঝুলিতে এবার কাঙ্খিত বিশ্বকাপ, সাফল্যের ঘড়া পূর্ণ করে সাঁইত্রিশে পা 'ম্যাজিশিয়ন' মেসির

2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে ৷ সেখানে মেসির মেজর লিগ সকারে যাওয়া মার্কিন ফুটবল নিয়ে খেলার অনুরাগীদের আগ্রহ বাড়াবে বলেই আশা করা হচ্ছে ৷ ইতিমধ্যে, ইন্টার মায়ামি ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে ৷ আর পুরোটাই মেসিকে কেন্দ্র করে ৷ মেসির এই নতুন সফর নিয়ে নর্থ ক্যারোলিনা মহিলা ফুটবল দলের কোচ অ্যানসন ডোব়্যান্স বলেন, ‘‘মেসি মার্কিন ফুটবল ও ইন্টার মিয়ামির হয়ে একটি সুন্দর ঐতিহ্য তৈরি করে দিয়ে যাবেন ৷ যা সময়ের সঙ্গে আর সুন্দর হয়ে উঠবে ৷’’ উল্লেখ্য, অ্যানসন ডোব়্যান্স গত 47 বছর ধরে নর্থ ক্যারোলিনা মহিলা ফুটবল দলের কোচিং করাচ্ছেন ৷

মিয়ামি, 27 জুন: মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে খেলতে খুব শীঘ্রই ইন্টার মিয়ামি দলের সঙ্গে যোগ দেবেন লিওনেল মেসি ৷ তার আগে সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে ঘিরে উৎসাহের পারদ উর্ধ্বমুখী ক্লাব সমর্থকদের মধ্যে ৷ গোলাপি ও কালো অর্থাৎ, ইন্টার মিয়ামির জার্সির রংয়ে মেসির কাট-আউট ও পোস্টারে ছেয়ে গিয়েছে পুরো মিয়ামি শহর ৷ এমনকি স্থানীয় আর্জেন্তাইন রেস্তোরাঁর প্রবেশদ্বারে 10 নম্বর আর্জেন্তাইন জার্সি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ৷

গত শনিবার 36 বছর পূরণ করেছেন মেসি ৷ তার আগে 7 জুন তিনি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন তিনি ৷ হাফ-ফুটবল মরশুমের মধ্যেই ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নিয়েছেন দুই মহাতারকা ৷ প্রথমে গত মরশুমের দ্বিতীয় অর্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং এবার নতুন মরশুমের শুরুতেই লিও মেসি ৷ তবে, মেসি ইউরোপ ছাড়লেও, খুশির জোয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ কিংবদন্তি ফুটবলারকে স্বাগত জানাতে সেজে উঠেছে মিয়ামি শহর ৷

মেসি ইন্টার মিয়ামির হয়ে তাঁর প্রথম সম্ভাব্য ম্যাচ খেলবেন আগামী 21 জুলাই ৷ কিন্তু, প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে ইন্টার মিয়ামিতে যাওয়ার যে অফিসিয়াল পদ্ধতি, তা এখনও বাকি রয়েছে ৷ মৌখিকভাবে সব ঠিকঠাক হয়ে গেলেও ৷ দু’তরফে চুক্তিপত্রে সই এখনও বাকি ৷ তবে, তা খুব দ্রুত শেষ হয়ে যাবে বলেই জানানো হয়েছে ইন্টার মিয়ামির তরফে ৷ তারপর 21 জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে কোনও সমস্যা থাকবে না বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: ঝুলিতে এবার কাঙ্খিত বিশ্বকাপ, সাফল্যের ঘড়া পূর্ণ করে সাঁইত্রিশে পা 'ম্যাজিশিয়ন' মেসির

2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে ৷ সেখানে মেসির মেজর লিগ সকারে যাওয়া মার্কিন ফুটবল নিয়ে খেলার অনুরাগীদের আগ্রহ বাড়াবে বলেই আশা করা হচ্ছে ৷ ইতিমধ্যে, ইন্টার মায়ামি ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে ৷ আর পুরোটাই মেসিকে কেন্দ্র করে ৷ মেসির এই নতুন সফর নিয়ে নর্থ ক্যারোলিনা মহিলা ফুটবল দলের কোচ অ্যানসন ডোব়্যান্স বলেন, ‘‘মেসি মার্কিন ফুটবল ও ইন্টার মিয়ামির হয়ে একটি সুন্দর ঐতিহ্য তৈরি করে দিয়ে যাবেন ৷ যা সময়ের সঙ্গে আর সুন্দর হয়ে উঠবে ৷’’ উল্লেখ্য, অ্যানসন ডোব়্যান্স গত 47 বছর ধরে নর্থ ক্যারোলিনা মহিলা ফুটবল দলের কোচিং করাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.