ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত দীপক পুনিয়াসহ তিন কুস্তিগীর - কুস্তিগীর দীপক পুনিয়া

হরিয়ানার সোনেপতে SAI সেন্টারে ন্যাশনাল ক্যাম্প শুরুর আগে কুস্তিগীরদের কোরোনা পরীক্ষা করা হয় । যেখানে দীপক পুনিয়াসহ তিনজনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । দীপক গতবছর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন ।

দীপক পুনিয়া
দীপক পুনিয়া
author img

By

Published : Sep 3, 2020, 10:50 PM IST

সোনেপত, 3 সেপ্টেম্বর : ক্রীড়াজগতে কোরোনার হানা অব্যাহত । ভিনেশ ফোগতের পর এবার কোরোনায় আক্রান্ত হলেন দেশের প্রথম সারির কুস্তিগীর দীপক পুনিয়াসহ তিন মুষ্ঠিযোদ্ধা । নিশ্চিত করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ।

হরিয়ানার সোনেপতে SAI সেন্টারে ন্যাশনাল ক্যাম্প শুরুর আগে কুস্তিগীরদের কোরোনা পরীক্ষা করা হয় । যেখানে দীপক পুনিয়াসহ তিনজনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । দীপক গতবছর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন । দীপকের এই সাফল্য তাঁকে টোকিয়ো অলিম্পিকের টিকিট জোগাড় করে দেয় । টোকিয়ো অলিম্পিকে পুরুষদের কুস্তিতে দীপক পুনিয়াকে (86 কেজি) পদক জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে । কিন্তু কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁর অলিম্পিক প্রস্তুতি কিছুটা হলেও ধাক্কা খেল ।

পুনিয়া ছাড়াও নবীন (65 কেজি), কৃষ্ণণ (125 কেজি) নামে ন্যাশনাল ক্যাম্পে থাকা আরও দুই কুস্তিগীরও কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনজনকেই SAI এমপ্যানেলড হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে এই বিষয়ে কুস্তি ফেডারেশনের কাছে কোনও তথ্য নেই ৷

জাতীয় ক্যাম্পের জন্য 1 সেপ্টেম্বর সোনেপতের SAI সেন্টারে জড়ো হন রেসলাররা । প্রোটোকল অনুযায়ী, প্রত্যেক খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফের RT-PCR টেস্ট করা হয় । তার মধ্যে তিনজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারানটিনে থাকার পর রিপোর্ট নেগেটিভ এলে তবেই অনুশীলনে যোগ দিতে পারবেন তাঁরা ।

সোনেপত, 3 সেপ্টেম্বর : ক্রীড়াজগতে কোরোনার হানা অব্যাহত । ভিনেশ ফোগতের পর এবার কোরোনায় আক্রান্ত হলেন দেশের প্রথম সারির কুস্তিগীর দীপক পুনিয়াসহ তিন মুষ্ঠিযোদ্ধা । নিশ্চিত করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ।

হরিয়ানার সোনেপতে SAI সেন্টারে ন্যাশনাল ক্যাম্প শুরুর আগে কুস্তিগীরদের কোরোনা পরীক্ষা করা হয় । যেখানে দীপক পুনিয়াসহ তিনজনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । দীপক গতবছর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন । দীপকের এই সাফল্য তাঁকে টোকিয়ো অলিম্পিকের টিকিট জোগাড় করে দেয় । টোকিয়ো অলিম্পিকে পুরুষদের কুস্তিতে দীপক পুনিয়াকে (86 কেজি) পদক জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে । কিন্তু কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁর অলিম্পিক প্রস্তুতি কিছুটা হলেও ধাক্কা খেল ।

পুনিয়া ছাড়াও নবীন (65 কেজি), কৃষ্ণণ (125 কেজি) নামে ন্যাশনাল ক্যাম্পে থাকা আরও দুই কুস্তিগীরও কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনজনকেই SAI এমপ্যানেলড হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে এই বিষয়ে কুস্তি ফেডারেশনের কাছে কোনও তথ্য নেই ৷

জাতীয় ক্যাম্পের জন্য 1 সেপ্টেম্বর সোনেপতের SAI সেন্টারে জড়ো হন রেসলাররা । প্রোটোকল অনুযায়ী, প্রত্যেক খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফের RT-PCR টেস্ট করা হয় । তার মধ্যে তিনজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । নিয়ম অনুযায়ী 14 দিনের কোয়ারানটিনে থাকার পর রিপোর্ট নেগেটিভ এলে তবেই অনুশীলনে যোগ দিতে পারবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.