কলকাতা, 6 মে: নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ করার চেষ্টা চলছে । তবে সবকিছু নির্ভর করবে কোরোনা ভাইরাসের কারণে সৃষ্ট গতিপ্রকৃতির উপর । বুধবার এমনটাই জানিয়েছেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত ।
এই মুহূর্তে ক্রীড়া দুনিয়া স্তব্ধ । টেবিল টেনিস সার্কিটও এই অবস্থার বাইরে নয় । ফলে এই মরশুমের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ভিডিয়ো কনফারেন্সে যোগ দিয়েছিলেন দেশের সবকটি রাজ্যের টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা । বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষে দুই সচিব শর্মি সেনগুপ্ত এবং মান্তু ঘোষ উপস্থিত ছিলেন । TT ফেডারেশনের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে কী করণীয় তা জানতে চাওয়া হয় । কারন পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতদিনে মরশুম শুরু হয়ে যেত । বৈঠকে আর্ন্তজাতিক টেবিল টেনিস সংস্থার নতুন ক্যালেন্ডার দেখে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 30 জুন আর্ন্তজাতিক ক্যালেন্ডার প্রকাশ হবে । সেই সূচি দেখে ফেডারেশন বাকি সময়ের সূচি নির্ধারণ করতে চায় । তবে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে পাঁচটি জোনালস টুর্নামেন্টের যে কোনওটাই করা সম্ভব হবে না সে ব্যাপারে সবাই একমত ।
মান্তু ঘোষ বলেছেন, "আশা করছি আমাদের এখানে পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হবে না । এই অবস্থা থাকলে হয়তো এক কিংবা দুটো স্টেজ থ্রি টুর্নামেন্ট করার চেষ্টা করব । না হলে উত্তরবঙ্গে রাজ্য চ্যাম্পিয়নশিপ করা ছাড়া অন্য পথ খোলা নেই ।" মান্তুর কথায় সুর মিলিয়ে আরেক যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, "আমি প্রথমে স্টেজ থ্রি টুর্নামেন্টের কথা ভেবেছিলাম । তারপরে স্টেট চ্যাম্পিয়নশিপ করব বলে ভাবি । কিন্তু এই অবস্থায় শুধু স্টেট চ্যাম্পিয়নশিপটাই হবে । নভেম্বরের প্রথম সপ্তাহে তা করার পরিকল্পনা করছি । এই অবস্থায় শুধু পরিকল্পনাই করতে পারি ।"
একটি টুর্নামেন্ট আয়োজনের অর্থ বহু মানুষের সমাগম । যার অনুমতি হয়তো পাওয়া যাবে না । তাই স্টেট চ্যাম্পিয়নশিপ তিন ভাগে ভাগ করে করার চিন্তা করা হচ্ছে । তবে যাবতীয় স্টেট চ্যাম্পিয়নশিপ জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টের আগে করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে । কারণ তা না হলে রাজ্যদল বাছা সম্ভব হবে না ।
খেলোয়াড়দের যাতে ক্ষতি না হয় সেদিকে জোর দিতে চান দুই সচিবই । যে সমস্ত খেলোয়াড় তাঁদের বয়স সীমার শেষ বছরে রয়েছেন তাদের এই বছরটি গণনায় না নেওয়ার অনুরোধ করেছেন শর্মি সেনগুপ্ত । মান্তু ঘোষও বিষয়টি নিয়ে চিন্তিত । তিনি বলেছেন, "আর্ন্তজাতিক ক্ষেত্রে আরও এক বছর হাতে পাচ্ছেন খেলোয়াড়রা । কিন্তু এই অবস্থায় আর্ন্তজাতিক টুর্নামেন্ট কীভাবে হবে তা অজানা । সেক্ষেত্রে খেলোয়াড়রা দেশীয় এবং আর্ন্তজাতিক দুই দিক থেকেই ক্ষতির মুখে ।" এখন টেবিল টেনিস বোর্ডে বল গড়ানোর জন্য আর্ন্তজাতিক ক্যালেন্ডারের অপেক্ষায় সবাই ।