ETV Bharat / sports

Sunil Chhetri: এখন সুনীলের সামনে শুধুই মেসি - সুনীল ছেত্রী

2-0 গোলে কম্বোডিয়াকে ভারত হারানোর পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ম্যাচের নায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)৷ শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে আরও দর্শক চাইছেন তিনি (AFC Asian Cup qualification)৷

Sunil Chhetri reaction after India wins against Cambodia in AFC Asian Cup qualification
কেন বকা খাওয়ার শঙ্কার কথা বললেন সুনীল ছেত্রী ?
author img

By

Published : Jun 9, 2022, 3:44 PM IST

কলকাতা, 9 জুন: সপ্তাহের মাঝে গতকাল ভারত খেলেছে কম্বোডিয়ার বিরুদ্ধে । 27 হাজার দর্শকের চিৎকার সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) উৎসাহ দিয়ে গিয়েছে । 2-0 গোলে কম্বোডিয়াকে হারিয়ে দিয়েছে ভারত । এর পরে ভারত খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে । শনিবারের এই ম্যাচে আরও দর্শক আসুক, চাইছেন ম্যাচের নায়ক সুনীল । জোড়া গোল করে যুবভারতীর মিক্সড জোনে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় সুনীল বলেন, ''কলকাতার ফুটবলপ্রেমীরা তো এমনই । যে ম্যাচই হোক না কেন, উন্মাদনা ছড়িয়ে পড়ে । অনেকদিন বাদে যুবভারতীতে গোল করলাম, সত্যি ভাল লাগছে ।''

সুনীলের জোড়া গোল দারুণ তৃপ্তি দিয়েছে দর্শকদের (AFC Asian Cup qualification)। তবে অনেকেই মনে করছিলেন অন্তত চার গোলে ভারতের ম্যাচটা জেতা উচিত ছিল । যদিও প্রশ্ন শুনে ড্রেসিংরুমে যাওয়ার আগে সুনীল বলেন, ''তা হলে কী টিম মিটিংয়ে আমাদের বকবে ? বুঝতে পারছি না ।'' সুনীলের কথা শুনে হেসে ফেলেন সাংবাদিকরাই । এরপর তিনি যোগ করেন, ''সাত দিনে তিনটে ম্যাচ । এমন কঠিন সময়ে প্রথম ম্যাচটা জেতা খুব জরুরি । আমরা সেটা করতে পেরেছি । এতেই খুশি ।''

জোড়া গোল করলেও রেকর্ডের কথা মাথায় রাখতে নারাজ সুনীল (India win against Cambodia)। তিনি বলেন, ''আমি খেলার সময় এ সব ভাবি না।'' গোটা দলকেই এই দুই গোল উৎসর্গ করতে চান সুনীল (AFC Asian Cup qualification)। তিনি বলেন, ''এটা গোটা দলের কৃতিত্ব । আমি বেশি করে বলব, জুনিয়র ছেলেদের কথা । ভাল খেলেছে আনোয়ার, রোশন, সুরেশরা । সকলে ভাল খেলেছি বলেই দল জিতেছে ।''

আরও পড়ুন: AFC Asian Cup qualification: সুনীলের জোড়া গোলে কম্বোডিয়াকে হেলায় হারাল ভারত

সুনীল ছেত্রী 14 মিনিটে পেনাল্টি স্পট থেকে এবং তারপর 60 মিনিটে হেডার থেকে গোল করে ভারতীয় দলকে জয় এনে দেন । এই দুটি গোলের সঙ্গে সঙ্গেই সুনীল ছেত্রী 127টি আন্তর্জাতিক ম্যাচে 82 গোল করে ফেললেন । একই সময়ে, ছেত্রী এখন আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ।

সক্রিয় ফুটবলারদের মধ্যে ছেত্রীর চেয়ে এগিয়ে আছেন শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) এবং লিওনেল মেসি (আর্জেন্টিনা)। রোনাল্ডো 188 ম্যাচে 117 গোল করেছেন এবং মেসি 86 (162ম্যাচে)।

কলকাতা, 9 জুন: সপ্তাহের মাঝে গতকাল ভারত খেলেছে কম্বোডিয়ার বিরুদ্ধে । 27 হাজার দর্শকের চিৎকার সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) উৎসাহ দিয়ে গিয়েছে । 2-0 গোলে কম্বোডিয়াকে হারিয়ে দিয়েছে ভারত । এর পরে ভারত খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে । শনিবারের এই ম্যাচে আরও দর্শক আসুক, চাইছেন ম্যাচের নায়ক সুনীল । জোড়া গোল করে যুবভারতীর মিক্সড জোনে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় সুনীল বলেন, ''কলকাতার ফুটবলপ্রেমীরা তো এমনই । যে ম্যাচই হোক না কেন, উন্মাদনা ছড়িয়ে পড়ে । অনেকদিন বাদে যুবভারতীতে গোল করলাম, সত্যি ভাল লাগছে ।''

সুনীলের জোড়া গোল দারুণ তৃপ্তি দিয়েছে দর্শকদের (AFC Asian Cup qualification)। তবে অনেকেই মনে করছিলেন অন্তত চার গোলে ভারতের ম্যাচটা জেতা উচিত ছিল । যদিও প্রশ্ন শুনে ড্রেসিংরুমে যাওয়ার আগে সুনীল বলেন, ''তা হলে কী টিম মিটিংয়ে আমাদের বকবে ? বুঝতে পারছি না ।'' সুনীলের কথা শুনে হেসে ফেলেন সাংবাদিকরাই । এরপর তিনি যোগ করেন, ''সাত দিনে তিনটে ম্যাচ । এমন কঠিন সময়ে প্রথম ম্যাচটা জেতা খুব জরুরি । আমরা সেটা করতে পেরেছি । এতেই খুশি ।''

জোড়া গোল করলেও রেকর্ডের কথা মাথায় রাখতে নারাজ সুনীল (India win against Cambodia)। তিনি বলেন, ''আমি খেলার সময় এ সব ভাবি না।'' গোটা দলকেই এই দুই গোল উৎসর্গ করতে চান সুনীল (AFC Asian Cup qualification)। তিনি বলেন, ''এটা গোটা দলের কৃতিত্ব । আমি বেশি করে বলব, জুনিয়র ছেলেদের কথা । ভাল খেলেছে আনোয়ার, রোশন, সুরেশরা । সকলে ভাল খেলেছি বলেই দল জিতেছে ।''

আরও পড়ুন: AFC Asian Cup qualification: সুনীলের জোড়া গোলে কম্বোডিয়াকে হেলায় হারাল ভারত

সুনীল ছেত্রী 14 মিনিটে পেনাল্টি স্পট থেকে এবং তারপর 60 মিনিটে হেডার থেকে গোল করে ভারতীয় দলকে জয় এনে দেন । এই দুটি গোলের সঙ্গে সঙ্গেই সুনীল ছেত্রী 127টি আন্তর্জাতিক ম্যাচে 82 গোল করে ফেললেন । একই সময়ে, ছেত্রী এখন আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ।

সক্রিয় ফুটবলারদের মধ্যে ছেত্রীর চেয়ে এগিয়ে আছেন শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) এবং লিওনেল মেসি (আর্জেন্টিনা)। রোনাল্ডো 188 ম্যাচে 117 গোল করেছেন এবং মেসি 86 (162ম্যাচে)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.