ETV Bharat / sports

Sunil on Asian Cup 2024: কোচের সুরে এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরের পক্ষে সওয়াল সুনীলের - ঈগর স্টিমাচ

এশিয়ান কাপের আগে একমাসের প্রস্তুতি শিবিরের দাবি জানিয়েছেন ভারতীয় কোচ ঈগর স্টিমাচ ৷ এবার সেই সুরে সুর মেলালেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ৷ পাশাপাশি, টুর্নামেন্ট ও ম্যাচ ধরে এগনোর পক্ষে সওয়াল করলেন সুনীল ৷

Sunil on Asian Cup 2024 ETV BHARAT
Sunil on Asian Cup 2024
author img

By

Published : Jul 9, 2023, 10:40 PM IST

Updated : Jul 9, 2023, 11:09 PM IST

কলকাতা, 9 জুলাই: বড় মঞ্চে প্রস্তুতির জন্য দীর্ঘ সময়ের প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন সুনীল ছেত্রী ৷ কোচ ঈগর স্টিমাচের 4 সপ্তাহের প্রস্তুতি শিবিরের দাবিকে সমর্থন করলেন সুনীল ছেত্রী ৷ জানালেন অস্ট্রেলিয়া উজবেকিস্তান সিরিয়ার মত দলের বিরুদ্ধে এশিয়ান কাপের মঞ্চে খেলার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি ৷ সেই সঙ্গে শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পক্ষেও সওয়াল করেছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ উল্লেখ্য, ভারতীয় কোচ ঈগর স্টিমাচ আইএসএল বন্ধ রেখে এশিয়ান কাপের জন্য 4 সপ্তাহের প্রস্তুতি শিবিরের প্রস্তাব দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ৷

সাফ কাপ জয়ের রেশ এখনও কাটেনি। কিন্তু ভারতীয় ফুটবল দল আত্মতুষ্ট হওয়ার বদলে সামনে তাকাতে চায় ৷ সেই লক্ষ্যে সফল হতে প্রয়োজনীয় প্রস্তুতিতে জোর দেওয়ার কথাও বলছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ভারতীয় দল আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে কিংস কাপ এবং অক্টোবরে মালয়েশিয়াতে মারডেকা কাপ খেলবে ৷ মালয়েশিয়া থেকেই এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হবে ব্লু টাইগার্সের ৷ ইতিমধ্যে ট্রাই নেশন কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ জিতে হ্যাটট্রিক করে ভারতীয় ফুটবল দল আশা জাগাতে শুরু করেছে ৷

শেষ এগারোটি ম্যাচে অপরাজিত সুনীলরা ৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম একশোতে দাঁড়িয়ে ভারত ৷ এএফসি এশিয়ান কাপে ভারত গ্রুপ বি-তে রয়েছে ৷ এই গ্রুপের বাকি তিনটি দল অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া ৷ সামনে তিনটি টুর্নামেন্টের কথা মাথায় রেখেই ভারত অধিনায়ক সুনীল বলেছেন, “যখনই আপনি জিততে শুরু করবেন, তখনই আপনার মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আসবে ৷ কিংস কাপে আমরা ইরাকের বিরুদ্ধে খেলব ৷ এই ম্যাচের পারফরম্যান্স আমাদের অবস্থান বুঝিয়ে দেবে ৷ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি ৷ আর কোথায় উন্নতি দরকার তা বুঝতে পারব ৷ যা এশিয়ান কাপের আগে প্রয়োজন ৷”

আরও পড়ুন: তিনটি লক্ষ্যপূরণ করতে বাগানে আনোয়ার আলি, সবুজ-মেরুনের তরফে এল সরকারি ঘোষণা

তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যে লেবানন এবং কুয়েতের বিরুদ্ধে খেলেছি ৷ ফলে সিরিয়ার বিরুদ্ধে নামার আগে আমার দলের পরিস্থিতি কী ? সেটা বোঝা গিয়েছে ৷ কারণ সিরিয়া ব়্যাঙ্কিংয়ে আমাদের থেকে খুব বেশি দূরে নেই ৷” সুনীলের মতে ইরাক ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁরা বুঝতে পারবেন উজবেকিস্তানের বিরুদ্ধে কী করতে হবে ৷ এর পর জাপান, দক্ষিণ কোরিয়া ও ইরানের বিরুদ্ধে ম্যাচ খেলে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুত হবে বলে জানিয়েছেন সুনীলের ৷

তবে, কাতারে 2014 সালের এশিয়ান কাপের জন্য এখনই পরিকল্পনা সাজাতে নারাজ ভারত অধিনায়ক ৷ বদলে ধাপে ধাপে এগোনোর কথা বলছেন তিনি ৷ সুনীল বলেন, “আমি এশিয়ান কাপ বা বিশ্বকাপ কোয়ালিফায়ারের বিষয়ে জানি না ৷ কী প্রত্যাশা করা হচ্ছে, তা অজানা ৷ তবে ছোট ছোট স্টেপে এগোনোর কথা পুরো দলকে বলেছি ৷ তার জন্য লড়াই করতে হবে সেটাও জানিয়েছি ৷” আপাতত কিংস কাপ এবং মারডেকা কাপ খেলার পরে ভারতীয় দলের ফুটবলাররা তাঁদের নিজের ক্লাবের হয়ে আইএসএল এবং সুপার কাপ খেলবেন ৷

আরও পড়ুন: ঘরোয়া পুজোয় সম্পন্ন হল সুনীল-ঘরনির সাধের অনুষ্ঠান, ভিডিয়ো শেয়ার করলেন সাহেব

এর পাশাপাশি কোনও কোনও ফুটবলার আবার ক্লাবের হয়ে এএফসি কাপে খেলবে ৷ সব কিছুর শেষে ফের দীর্ঘ শিবির নিঃসন্দেহে ক্লান্তিকর ৷ তবুও বড় আর্ন্তজাতিক টুর্নামেন্টের আগে দীর্ঘ শিবিরের পক্ষে সুনীল ছেত্রী ৷ ভারত অধিনায়কের কথায়, “অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার মতো দলের বিরুদ্ধে এশিয়ান কাপের মঞ্চে খেলার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি ৷ দীর্ঘ শিবিরের পাশাপাশি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ৷” কোচ ঈগর স্টিমাচও ভারতীয় দলের প্রস্তুতির জন্য আইএসএল বন্ধ রেখে শিবিরের প্রস্তাব দিয়েছেন ৷ তবে, ভারতীয় ফুটবল ফেডেরেশন সেই প্রস্তাব মানতে চায়নি ৷ এবার কোচের সঙ্গে সহমত পোষণ করলেন অধিনায়কও ৷ এবার এআইএফএফ কী করে, সেটাই দেখার ৷

কলকাতা, 9 জুলাই: বড় মঞ্চে প্রস্তুতির জন্য দীর্ঘ সময়ের প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন সুনীল ছেত্রী ৷ কোচ ঈগর স্টিমাচের 4 সপ্তাহের প্রস্তুতি শিবিরের দাবিকে সমর্থন করলেন সুনীল ছেত্রী ৷ জানালেন অস্ট্রেলিয়া উজবেকিস্তান সিরিয়ার মত দলের বিরুদ্ধে এশিয়ান কাপের মঞ্চে খেলার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি ৷ সেই সঙ্গে শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পক্ষেও সওয়াল করেছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ উল্লেখ্য, ভারতীয় কোচ ঈগর স্টিমাচ আইএসএল বন্ধ রেখে এশিয়ান কাপের জন্য 4 সপ্তাহের প্রস্তুতি শিবিরের প্রস্তাব দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ৷

সাফ কাপ জয়ের রেশ এখনও কাটেনি। কিন্তু ভারতীয় ফুটবল দল আত্মতুষ্ট হওয়ার বদলে সামনে তাকাতে চায় ৷ সেই লক্ষ্যে সফল হতে প্রয়োজনীয় প্রস্তুতিতে জোর দেওয়ার কথাও বলছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ভারতীয় দল আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে কিংস কাপ এবং অক্টোবরে মালয়েশিয়াতে মারডেকা কাপ খেলবে ৷ মালয়েশিয়া থেকেই এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হবে ব্লু টাইগার্সের ৷ ইতিমধ্যে ট্রাই নেশন কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ জিতে হ্যাটট্রিক করে ভারতীয় ফুটবল দল আশা জাগাতে শুরু করেছে ৷

শেষ এগারোটি ম্যাচে অপরাজিত সুনীলরা ৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম একশোতে দাঁড়িয়ে ভারত ৷ এএফসি এশিয়ান কাপে ভারত গ্রুপ বি-তে রয়েছে ৷ এই গ্রুপের বাকি তিনটি দল অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া ৷ সামনে তিনটি টুর্নামেন্টের কথা মাথায় রেখেই ভারত অধিনায়ক সুনীল বলেছেন, “যখনই আপনি জিততে শুরু করবেন, তখনই আপনার মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আসবে ৷ কিংস কাপে আমরা ইরাকের বিরুদ্ধে খেলব ৷ এই ম্যাচের পারফরম্যান্স আমাদের অবস্থান বুঝিয়ে দেবে ৷ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি ৷ আর কোথায় উন্নতি দরকার তা বুঝতে পারব ৷ যা এশিয়ান কাপের আগে প্রয়োজন ৷”

আরও পড়ুন: তিনটি লক্ষ্যপূরণ করতে বাগানে আনোয়ার আলি, সবুজ-মেরুনের তরফে এল সরকারি ঘোষণা

তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যে লেবানন এবং কুয়েতের বিরুদ্ধে খেলেছি ৷ ফলে সিরিয়ার বিরুদ্ধে নামার আগে আমার দলের পরিস্থিতি কী ? সেটা বোঝা গিয়েছে ৷ কারণ সিরিয়া ব়্যাঙ্কিংয়ে আমাদের থেকে খুব বেশি দূরে নেই ৷” সুনীলের মতে ইরাক ম্যাচের পারফরম্যান্স দেখে তাঁরা বুঝতে পারবেন উজবেকিস্তানের বিরুদ্ধে কী করতে হবে ৷ এর পর জাপান, দক্ষিণ কোরিয়া ও ইরানের বিরুদ্ধে ম্যাচ খেলে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুত হবে বলে জানিয়েছেন সুনীলের ৷

তবে, কাতারে 2014 সালের এশিয়ান কাপের জন্য এখনই পরিকল্পনা সাজাতে নারাজ ভারত অধিনায়ক ৷ বদলে ধাপে ধাপে এগোনোর কথা বলছেন তিনি ৷ সুনীল বলেন, “আমি এশিয়ান কাপ বা বিশ্বকাপ কোয়ালিফায়ারের বিষয়ে জানি না ৷ কী প্রত্যাশা করা হচ্ছে, তা অজানা ৷ তবে ছোট ছোট স্টেপে এগোনোর কথা পুরো দলকে বলেছি ৷ তার জন্য লড়াই করতে হবে সেটাও জানিয়েছি ৷” আপাতত কিংস কাপ এবং মারডেকা কাপ খেলার পরে ভারতীয় দলের ফুটবলাররা তাঁদের নিজের ক্লাবের হয়ে আইএসএল এবং সুপার কাপ খেলবেন ৷

আরও পড়ুন: ঘরোয়া পুজোয় সম্পন্ন হল সুনীল-ঘরনির সাধের অনুষ্ঠান, ভিডিয়ো শেয়ার করলেন সাহেব

এর পাশাপাশি কোনও কোনও ফুটবলার আবার ক্লাবের হয়ে এএফসি কাপে খেলবে ৷ সব কিছুর শেষে ফের দীর্ঘ শিবির নিঃসন্দেহে ক্লান্তিকর ৷ তবুও বড় আর্ন্তজাতিক টুর্নামেন্টের আগে দীর্ঘ শিবিরের পক্ষে সুনীল ছেত্রী ৷ ভারত অধিনায়কের কথায়, “অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার মতো দলের বিরুদ্ধে এশিয়ান কাপের মঞ্চে খেলার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি ৷ দীর্ঘ শিবিরের পাশাপাশি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ৷” কোচ ঈগর স্টিমাচও ভারতীয় দলের প্রস্তুতির জন্য আইএসএল বন্ধ রেখে শিবিরের প্রস্তাব দিয়েছেন ৷ তবে, ভারতীয় ফুটবল ফেডেরেশন সেই প্রস্তাব মানতে চায়নি ৷ এবার কোচের সঙ্গে সহমত পোষণ করলেন অধিনায়কও ৷ এবার এআইএফএফ কী করে, সেটাই দেখার ৷

Last Updated : Jul 9, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.