ETV Bharat / sports

ISL Final 2022-23: শ্বশুরমশাই সমর্থন না-করলে ক্ষমা করে দেব: সুনীল - বেঙ্গালুরু এফসি

আইএসএল ফাইনালে নামছেন সুনীল ছেত্রী ৷ সম্ভবত এটাই কিংবদন্তির শেষ ফাইনাল ৷ প্রতিপক্ষ মোহনবাগান ৷ শ্বশুর সুব্রত ভট্টাচার্য সেই ক্লাবেরই ঘরের ছেলে (Sunil Chhetri eyes to clinch Indian Super League) ৷ বিষয়গুলি বাড়তি চাপে রাখছে সুনীলকে ?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 18, 2023, 9:57 AM IST

মারগাও, 18 মার্চ: "সুনীলকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত আমার পক্ষে সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত ছিল ৷" বেঙ্গালুরু এফসির পোস্টার বয়কে নিয়ে এভাবেই নিজের সিদ্ধান্তের নেপথ্য কাহিনী শোনালেন সাইমন গ্রেসন । গোয়াতে চলতি আইএসএল ফাইনাল খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে তিনি যখন তথ্য ফাঁস করছেন তখন পাশে বসে সুনীল ছেত্রী । সম্ভবত চলতি আইএসএল ফাইনালটি হতে চলেছে তাঁর শেষ ফাইনাল (Sunil Chhetri eyes to clinch Indian Super League) । ইতিমধ্যেই সুনীল ছেত্রী যে ফুটবল জীবনের শেষের পাতা লিখতে আরম্ভ করেছেন তা ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচের কথায় ইঙ্গিত মিলেছে ।

আইএসএল ফাইনালের সরকারি সাংবাদিক সম্মেলনে সুনীল বলেন, "দল যা পারফরম্যান্স করেছে তা সত্যিই অসাধারণ । প্রথম ছ'য়ে ঢুকে পড়তে যেকটি জয় দরকার ছিল তার থেকেও বেশি ম্যাচ জিতেছি আমরা । দল হিসেবে যা অর্জন করেছি তা দুর্দান্ত । গত দশ বছরে ইতিহাসে এটিকে মোহনবাগান আমাদের কাছে অন্যতম কঠিনতম প্রতিপক্ষ । তবে ফাইনাল নতুন ম্যাচ । মোহনবাগানের মধ্যে আমি এবং আমাদের দল দাঁড়িয়ে রয়েছে । শেষ দশ-এগারোটা ম্যাচে আমরা একটা দল হিসেবে খেলেছি । অন্য ম্যাচগুলোর মতো ফাইনালেও কোচের মন্ত্র ও দিগনির্দেশ একই রয়েছে । মুম্বইকে মুম্বইয়ের মাটিতে হারানো বা চেন্নাইয়িনকে চেন্নাইয়ে কিংবা মোহনবাগানকে কলকাতায় হারানো সহজ নয় । তবে এই পর্যায়ে এসে আমরা ট্রফি জিততে না-পারলে যাবতীয় পারফরম্যান্স কেউ মনে রাখবে না ।"

একসময় মোহনবাগানের হাত ধরেই সুনীলের উত্থান । সেখান থেকেই জেসিটি'তে যাওয়া । শ্বশুর সুব্রত ভট্টাচার্য বাগানের ঘরের ছেলে । এই বিষয়গুলি কি চাপে রাখবে সুনীলকে ? প্রায় একই সঙ্গে এসেছে সুব্রত ভট্টাচার্যের সমর্থন পাওয়ার প্রসঙ্গও । সুনীল বলেন, "তিনি যদি আমাকে সমর্থন না-করেন তাহলে ক্ষমা করে দেব । উনি কিংবদন্তি । মোহনবাগান অন্তপ্রাণ । তাই আমাকে সমর্থন না-করলে কিছু মনে করব না । তবে আমার স্ত্রী সবসময় সমর্থন করে । যেখানেই খেলি ওর সমর্থন থাকে আমার জন্য ।"

আরও পড়ুন: টাইব্রেকার নয়, 90 মিনিটেই ম্যাচের ফলাফল চান ফেরান্দো

ইতিমধ্যেই ট্রফি জিততে মরিয়া বেঙ্গালুরু এফসি । গুরপ্রীত সিং, সন্দেশ ঝিঙ্গানদের কথার সুরেই সুনীল ছেত্রীর প্রতিধ্বনি । অন্যদিকে, মোহনবাগানের হুগো বুমোস, গ্লেন মার্টিন, কার্ল ম্যাকহিউ, মনবীরদের মুখে ট্রফি জয়ের শপথ । কোচ জুয়ান ফেরান্দো বলছেন, 'ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে, তাই ট্রফি ওদের প্রাপ্য ।'

এদিকে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস গোয়া যাচ্ছেন সবুজ-মেরুনকে সমর্থন করতে । আইএসএল ফাইনালে বিশেষ আমন্ত্রিত হিসেবে যাচ্ছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত । ময়দানের 'লজেন্স মাসি' যমুনা দাসও গোয়া যাচ্ছেন এটিকে মোহনবাগানের বিশেষ ব্যবস্থাপনায় । ইস্টবেঙ্গলের সমর্থক সুনীল ছেত্রীর ময়দানতুতো দিদি গলা ফাটাবেন ফুটবলের পক্ষে । যা আইএসএলের সেরা বিজ্ঞাপন ।

মারগাও, 18 মার্চ: "সুনীলকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত আমার পক্ষে সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত ছিল ৷" বেঙ্গালুরু এফসির পোস্টার বয়কে নিয়ে এভাবেই নিজের সিদ্ধান্তের নেপথ্য কাহিনী শোনালেন সাইমন গ্রেসন । গোয়াতে চলতি আইএসএল ফাইনাল খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে তিনি যখন তথ্য ফাঁস করছেন তখন পাশে বসে সুনীল ছেত্রী । সম্ভবত চলতি আইএসএল ফাইনালটি হতে চলেছে তাঁর শেষ ফাইনাল (Sunil Chhetri eyes to clinch Indian Super League) । ইতিমধ্যেই সুনীল ছেত্রী যে ফুটবল জীবনের শেষের পাতা লিখতে আরম্ভ করেছেন তা ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচের কথায় ইঙ্গিত মিলেছে ।

আইএসএল ফাইনালের সরকারি সাংবাদিক সম্মেলনে সুনীল বলেন, "দল যা পারফরম্যান্স করেছে তা সত্যিই অসাধারণ । প্রথম ছ'য়ে ঢুকে পড়তে যেকটি জয় দরকার ছিল তার থেকেও বেশি ম্যাচ জিতেছি আমরা । দল হিসেবে যা অর্জন করেছি তা দুর্দান্ত । গত দশ বছরে ইতিহাসে এটিকে মোহনবাগান আমাদের কাছে অন্যতম কঠিনতম প্রতিপক্ষ । তবে ফাইনাল নতুন ম্যাচ । মোহনবাগানের মধ্যে আমি এবং আমাদের দল দাঁড়িয়ে রয়েছে । শেষ দশ-এগারোটা ম্যাচে আমরা একটা দল হিসেবে খেলেছি । অন্য ম্যাচগুলোর মতো ফাইনালেও কোচের মন্ত্র ও দিগনির্দেশ একই রয়েছে । মুম্বইকে মুম্বইয়ের মাটিতে হারানো বা চেন্নাইয়িনকে চেন্নাইয়ে কিংবা মোহনবাগানকে কলকাতায় হারানো সহজ নয় । তবে এই পর্যায়ে এসে আমরা ট্রফি জিততে না-পারলে যাবতীয় পারফরম্যান্স কেউ মনে রাখবে না ।"

একসময় মোহনবাগানের হাত ধরেই সুনীলের উত্থান । সেখান থেকেই জেসিটি'তে যাওয়া । শ্বশুর সুব্রত ভট্টাচার্য বাগানের ঘরের ছেলে । এই বিষয়গুলি কি চাপে রাখবে সুনীলকে ? প্রায় একই সঙ্গে এসেছে সুব্রত ভট্টাচার্যের সমর্থন পাওয়ার প্রসঙ্গও । সুনীল বলেন, "তিনি যদি আমাকে সমর্থন না-করেন তাহলে ক্ষমা করে দেব । উনি কিংবদন্তি । মোহনবাগান অন্তপ্রাণ । তাই আমাকে সমর্থন না-করলে কিছু মনে করব না । তবে আমার স্ত্রী সবসময় সমর্থন করে । যেখানেই খেলি ওর সমর্থন থাকে আমার জন্য ।"

আরও পড়ুন: টাইব্রেকার নয়, 90 মিনিটেই ম্যাচের ফলাফল চান ফেরান্দো

ইতিমধ্যেই ট্রফি জিততে মরিয়া বেঙ্গালুরু এফসি । গুরপ্রীত সিং, সন্দেশ ঝিঙ্গানদের কথার সুরেই সুনীল ছেত্রীর প্রতিধ্বনি । অন্যদিকে, মোহনবাগানের হুগো বুমোস, গ্লেন মার্টিন, কার্ল ম্যাকহিউ, মনবীরদের মুখে ট্রফি জয়ের শপথ । কোচ জুয়ান ফেরান্দো বলছেন, 'ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে, তাই ট্রফি ওদের প্রাপ্য ।'

এদিকে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস গোয়া যাচ্ছেন সবুজ-মেরুনকে সমর্থন করতে । আইএসএল ফাইনালে বিশেষ আমন্ত্রিত হিসেবে যাচ্ছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত । ময়দানের 'লজেন্স মাসি' যমুনা দাসও গোয়া যাচ্ছেন এটিকে মোহনবাগানের বিশেষ ব্যবস্থাপনায় । ইস্টবেঙ্গলের সমর্থক সুনীল ছেত্রীর ময়দানতুতো দিদি গলা ফাটাবেন ফুটবলের পক্ষে । যা আইএসএলের সেরা বিজ্ঞাপন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.