ETV Bharat / sports

AFC Asian Cup Qualifier : জয়ের হ্যাটট্রিকে পুসকাসকে স্পর্শ সুনীলের - India beat Hong Kong by 4 0 in AFC Asian Cup Qualifier

মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এশিয়ান কাপে যোগ্যতা-অর্জন ৷ তবু হংকং'য়ের বিরুদ্ধে এদিন ভারতের জয় এল 4-0 গোলে (India beat Hong Kong by 4-0 in AFC Asian Cup Qualifier) ৷

AFC Asian Cup Qualifier
জয়ের হ্যাটট্রিকে পুসকাসকে স্পর্শ সুনীলের
author img

By

Published : Jun 14, 2022, 11:07 PM IST

কলকাতা, 14 জুন : ক্রীড়াবিদদের জীবনে একটা সময় আসে যখন তাঁদের প্রতিটি পারফরম্যান্স 'নজিরের প্রিজম'-এর মধ্যে দিয়ে যায়। সুনীল ছেত্রী তার ফুটবলার জীবনের এমন একটি সন্ধিক্ষনে যেখানে দেশের হয়ে তার প্রতিটি গোল বিশ্বমঞ্চের একেকটি মাইলস্টোন পার করে দিচ্ছে। আফগানিস্তান ম্যাচের পর মঙ্গলবার হংকং ম্যাচেও সেটপিস থেকে গোল করলেন ভারত অধিনায়ক ৷ এদিন বিরতির এক মিনিট আগে জিকসন সিং'য়ের ফ্রি-কিক থেকে দলের দ্বিতীয় গোলটি করলেন সুনীল ছেত্রী। যা তাঁকে হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে একাসনে বসিয়ে দিল।

দেশের জার্সিতে এখন পুসকাসের সমসংখ্যক (84) গোল সুনীলের নামের পাশে (Sunil Chhetri equals Ferenc Puskas record)। মঙ্গলবার রাতেই হাঙ্গেরির কিংবদন্তিকে টপকে যেতে পারতেন যদি না-হংকং গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হতেন তিনি ৷ এদিন পঁচাত্তর মিনিট মাঠে থেকে দলের আক্রমণের ব্যাটন অধিনায়কোচিত ঢং'য়ে বহন করলেন সুনীল ৷ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তিন ম্যাচে 4 গোল করে এবার মেসির গোলের রেকর্ড টপকানোর লক্ষ্যে ভারত অধিনায়ক।

হংকং'য়ের বিরুদ্ধে নামার আগেই 2023 এশিয়ান কাপের ছাড়পত্র পেয়ে গিয়েছিল দল ৷ তাই প্রথম একাদশে জোড়া বদল নিয়ে এদিন যুবভারতীতে নেমেছিলেন ইগর স্টিম্যাচ ৷ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এগারোয় থাকা লিস্টন কোলাসো এবং মনবীর সিংয়ের বদলে উদান্তা সিং এবং আব্দুল সাহাল শুরু করেছিলেন একাদশে ৷ চলতি টুর্নামেন্টে ভারতীয় দলের প্রতিটি ফুটবলার যেন একে অপরের পরিপূরক। ফুটবলার বদল হলেও তাই পারফরম্যান্সে ঘাটতি পড়েনি এতটুকু। বরং আরও তীক্ষ্ণ হয়েছে ৷ হংকংয়ের বিরুদ্ধে এদিন ভারতের 4-0 গোলে জয় সেই ক্ষুরধার পারফরম্যান্সের হাতে গরম উদাহরণ (India beat Hong Kong by 4-0 in AFC Asian Cup Qualifier)।

আরও পড়ুন : হংকং'য়ের বিরুদ্ধে নামার আগেই এশিয়ান কাপের মূলপর্বে সুনীলরা

এই নিয়ে এশিয়ান কাপে টানা দু'বার কোয়ালিফাই করল ভারত। হংকংয়ের বিরুদ্ধে 56 সেকেণ্ডে প্রথম গোল এল আনোয়ার আলির থেকে ৷ আকাশ শর্মার কর্নার থেকে জিকসনের বাড়ানো বলে পা ছুঁইয়ে সিনিয়র পর্যায়ে প্রথম আন্তর্জাতিক গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। শেষবেলায় দলের তৃতীয় চতুর্থ গোল এল পরিবর্ত মনবীর সিং এবং ঈশান পাণ্ডিতার পা থেকে। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও খেলা দেখতে আসা দর্শকদের কষ্ট লাঘব করল ভারতের এই পারফরম্যান্স।

কলকাতা, 14 জুন : ক্রীড়াবিদদের জীবনে একটা সময় আসে যখন তাঁদের প্রতিটি পারফরম্যান্স 'নজিরের প্রিজম'-এর মধ্যে দিয়ে যায়। সুনীল ছেত্রী তার ফুটবলার জীবনের এমন একটি সন্ধিক্ষনে যেখানে দেশের হয়ে তার প্রতিটি গোল বিশ্বমঞ্চের একেকটি মাইলস্টোন পার করে দিচ্ছে। আফগানিস্তান ম্যাচের পর মঙ্গলবার হংকং ম্যাচেও সেটপিস থেকে গোল করলেন ভারত অধিনায়ক ৷ এদিন বিরতির এক মিনিট আগে জিকসন সিং'য়ের ফ্রি-কিক থেকে দলের দ্বিতীয় গোলটি করলেন সুনীল ছেত্রী। যা তাঁকে হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে একাসনে বসিয়ে দিল।

দেশের জার্সিতে এখন পুসকাসের সমসংখ্যক (84) গোল সুনীলের নামের পাশে (Sunil Chhetri equals Ferenc Puskas record)। মঙ্গলবার রাতেই হাঙ্গেরির কিংবদন্তিকে টপকে যেতে পারতেন যদি না-হংকং গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হতেন তিনি ৷ এদিন পঁচাত্তর মিনিট মাঠে থেকে দলের আক্রমণের ব্যাটন অধিনায়কোচিত ঢং'য়ে বহন করলেন সুনীল ৷ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তিন ম্যাচে 4 গোল করে এবার মেসির গোলের রেকর্ড টপকানোর লক্ষ্যে ভারত অধিনায়ক।

হংকং'য়ের বিরুদ্ধে নামার আগেই 2023 এশিয়ান কাপের ছাড়পত্র পেয়ে গিয়েছিল দল ৷ তাই প্রথম একাদশে জোড়া বদল নিয়ে এদিন যুবভারতীতে নেমেছিলেন ইগর স্টিম্যাচ ৷ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এগারোয় থাকা লিস্টন কোলাসো এবং মনবীর সিংয়ের বদলে উদান্তা সিং এবং আব্দুল সাহাল শুরু করেছিলেন একাদশে ৷ চলতি টুর্নামেন্টে ভারতীয় দলের প্রতিটি ফুটবলার যেন একে অপরের পরিপূরক। ফুটবলার বদল হলেও তাই পারফরম্যান্সে ঘাটতি পড়েনি এতটুকু। বরং আরও তীক্ষ্ণ হয়েছে ৷ হংকংয়ের বিরুদ্ধে এদিন ভারতের 4-0 গোলে জয় সেই ক্ষুরধার পারফরম্যান্সের হাতে গরম উদাহরণ (India beat Hong Kong by 4-0 in AFC Asian Cup Qualifier)।

আরও পড়ুন : হংকং'য়ের বিরুদ্ধে নামার আগেই এশিয়ান কাপের মূলপর্বে সুনীলরা

এই নিয়ে এশিয়ান কাপে টানা দু'বার কোয়ালিফাই করল ভারত। হংকংয়ের বিরুদ্ধে 56 সেকেণ্ডে প্রথম গোল এল আনোয়ার আলির থেকে ৷ আকাশ শর্মার কর্নার থেকে জিকসনের বাড়ানো বলে পা ছুঁইয়ে সিনিয়র পর্যায়ে প্রথম আন্তর্জাতিক গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। শেষবেলায় দলের তৃতীয় চতুর্থ গোল এল পরিবর্ত মনবীর সিং এবং ঈশান পাণ্ডিতার পা থেকে। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও খেলা দেখতে আসা দর্শকদের কষ্ট লাঘব করল ভারতের এই পারফরম্যান্স।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.