ETV Bharat / sports

ISL 2022-23: এলিয়ান্দ্রো ফিট হচ্ছেন, লিমার চোট গুরুতর নয়; স্বস্তিতে কনস্ট্যানটাইন - স্টিফেন কনস্ট্যান্টাইন

এলিয়ান্দ্রোর চোট সেরে ওঠার পথে বলে জানালেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine on East Bengal) ৷ সেই সঙ্গে এও জানালেন, অ্যালেক্স লিমার চোট গুরুতর নয় ৷ তবে, নর্থ-ইস্ট ইউনাইটেডের (North-East United) বিরুদ্ধে তাঁরা খেলতে পারবেন না ৷

stephen-constantine-on-east-bengal-team-preparation
stephen-constantine-on-east-bengal-team-preparation
author img

By

Published : Oct 18, 2022, 7:22 PM IST

কলকাতা, 18 অক্টোবর: অ্যালেক্স লিমার চোট গুরুতর নয় ৷ নর্থ-ইস্টের বিরুদ্ধে নামার আগে যা স্বস্তি দিচ্ছে স্টিফেন কনস্ট্যানটাইনকে ৷ সেই সঙ্গে এলিয়ান্দ্রোও চোট সারিয়ে সুস্থতার পথে ৷ অনুশীলনে যোগও দিয়েছেন তিনি ৷ যদিও এই দুই ফুটবলার 20 অক্টোবর নর্থ-ইস্ট ইউনাইটেডের (North-East United) বিরুদ্ধে নামতে পারবেন না ৷ তবে যেহেতু ইস্টবেঙ্গল কোচ লিমার চোট নিয়ে চিন্তায় ছিলেন ৷ শেষ পর্যন্ত সেই চোট গুরুতর না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তিনি (Stephen Constantine on East Bengal) ৷

বুধবার সকালে প্র্যাকটিস সেরে বিকেল সাড়ে তিনটের বিমানে গুয়াহাটির উদ্দেশে উড়ে যাবে লাল-হলুদ ৷ আইএসএলের প্রথম দুই ম্যাচ হেরে চাপে রয়েছে স্টিফেনের দল ৷ যদিও গোলরক্ষক কমলজিৎ সিংকে পাশে বসিয়ে ব্রিটিশ কোচ জানিয়েছেন, শেষ দু'টো ম্যাচে হারলেও খেলায় উন্নতি হয়েছে ৷ যা ইতিবাচক দিক ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই ইতিবাচক অগ্রগতির গ্রাফ আরও উঁচুতে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর ৷ বিশেষ করে এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে যে মানের ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল, তারই পুনরাবৃত্তি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চাইছেন কনস্ট্যানটাইন ৷

আরও আক্রমণাত্মক ফুটবল খেলার কথা ইভান-জেরিদের কোচের মুখে ৷ চোট-আঘাতের সমস্যার পাশাপাশি, বোঝাপড়ার অভাব, মাঝমাঠে মিস পাসের সমস্যা বড় হয়ে দেখা দিয়েছে ৷ প্র্যাকটিস ম্যাচে ইস্টবেঙ্গলের গোল স্কোরিং ক্ষমতা আশা জাগিয়েছিল, তা আইএসএলের মঞ্চে বাস্তবায়ন হচ্ছে না ৷ যা ভীষণই উদ্বেগের ৷

আরও পড়ুন: তোমার সঙ্গ ভালো লাগে বস, গুরু অ্যালেক্সের প্রতি শ্রদ্ধাবনত রোনাল্ডো

স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, “আমি আগেও বলেছি চার সপ্তাহের ট্রেনিং যথেষ্ট নয় ৷ পুরো দল হিসেবে গড়ে উঠতে ম্যাচ প্র্যাকটিস দরকার ৷ প্রস্তুতি ম্যাচ যাদের সঙ্গে খেলেছি, তাদের তুলনায় আইএসএলের প্রতিপক্ষ অনেক শক্তিশালী ৷ তাই গত দু’টো ম্যাচে আমাদের উন্নতি হয়েছে ৷ আশা করছি সামনের ম্যাচ আরও উন্নতি হবে ৷ শুধুমাত্র সুমিত পাসি বা কোনও একজনকে কাঠগড়ায় তোলা উচিত নয় ৷ আমার দলের 27 জন ফুটবলারের সামগ্রিক উন্নতি দরকার এবং সেটা হচ্ছেও ৷”

কলকাতা, 18 অক্টোবর: অ্যালেক্স লিমার চোট গুরুতর নয় ৷ নর্থ-ইস্টের বিরুদ্ধে নামার আগে যা স্বস্তি দিচ্ছে স্টিফেন কনস্ট্যানটাইনকে ৷ সেই সঙ্গে এলিয়ান্দ্রোও চোট সারিয়ে সুস্থতার পথে ৷ অনুশীলনে যোগও দিয়েছেন তিনি ৷ যদিও এই দুই ফুটবলার 20 অক্টোবর নর্থ-ইস্ট ইউনাইটেডের (North-East United) বিরুদ্ধে নামতে পারবেন না ৷ তবে যেহেতু ইস্টবেঙ্গল কোচ লিমার চোট নিয়ে চিন্তায় ছিলেন ৷ শেষ পর্যন্ত সেই চোট গুরুতর না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তিনি (Stephen Constantine on East Bengal) ৷

বুধবার সকালে প্র্যাকটিস সেরে বিকেল সাড়ে তিনটের বিমানে গুয়াহাটির উদ্দেশে উড়ে যাবে লাল-হলুদ ৷ আইএসএলের প্রথম দুই ম্যাচ হেরে চাপে রয়েছে স্টিফেনের দল ৷ যদিও গোলরক্ষক কমলজিৎ সিংকে পাশে বসিয়ে ব্রিটিশ কোচ জানিয়েছেন, শেষ দু'টো ম্যাচে হারলেও খেলায় উন্নতি হয়েছে ৷ যা ইতিবাচক দিক ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই ইতিবাচক অগ্রগতির গ্রাফ আরও উঁচুতে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর ৷ বিশেষ করে এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে যে মানের ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল, তারই পুনরাবৃত্তি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চাইছেন কনস্ট্যানটাইন ৷

আরও আক্রমণাত্মক ফুটবল খেলার কথা ইভান-জেরিদের কোচের মুখে ৷ চোট-আঘাতের সমস্যার পাশাপাশি, বোঝাপড়ার অভাব, মাঝমাঠে মিস পাসের সমস্যা বড় হয়ে দেখা দিয়েছে ৷ প্র্যাকটিস ম্যাচে ইস্টবেঙ্গলের গোল স্কোরিং ক্ষমতা আশা জাগিয়েছিল, তা আইএসএলের মঞ্চে বাস্তবায়ন হচ্ছে না ৷ যা ভীষণই উদ্বেগের ৷

আরও পড়ুন: তোমার সঙ্গ ভালো লাগে বস, গুরু অ্যালেক্সের প্রতি শ্রদ্ধাবনত রোনাল্ডো

স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, “আমি আগেও বলেছি চার সপ্তাহের ট্রেনিং যথেষ্ট নয় ৷ পুরো দল হিসেবে গড়ে উঠতে ম্যাচ প্র্যাকটিস দরকার ৷ প্রস্তুতি ম্যাচ যাদের সঙ্গে খেলেছি, তাদের তুলনায় আইএসএলের প্রতিপক্ষ অনেক শক্তিশালী ৷ তাই গত দু’টো ম্যাচে আমাদের উন্নতি হয়েছে ৷ আশা করছি সামনের ম্যাচ আরও উন্নতি হবে ৷ শুধুমাত্র সুমিত পাসি বা কোনও একজনকে কাঠগড়ায় তোলা উচিত নয় ৷ আমার দলের 27 জন ফুটবলারের সামগ্রিক উন্নতি দরকার এবং সেটা হচ্ছেও ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.