ETV Bharat / sports

WB TT Championship 2022: রাজ্য টিটিতে সেরা সুতীর্থা ও অনির্বাণ - অনির্বাণ ঘোষ

রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে (WB TT Championship 2022) ব্যক্তিগত ইভেন্টে খেতাব পেলেন সুতীর্থা মুখোপাধ্যায় ও অনির্বাণ ঘোষ ৷ ফাইনালে প্রাপ্তি সেনকে পরাজিত করেন সুতীর্থা (Sutirtha Mukherjee) ৷ অন্যদিকে আকাশ পালকে 4-2 ব্যবধানে পরাজিত করেন অনির্বাণ ঘোষ ৷

WB TT Championship 2022
রাজ্য টিটিতে সেরা সুতীর্থা ও অনির্বাণ
author img

By

Published : Dec 4, 2022, 8:41 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের (State Level TT Championship) পুরুষ এবং মহিলাদের খেতাব জিতলেন অনির্বাণ ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee) ৷ ছ'বছর পরে বাংলার হয়ে খেলতে নেমে মহিলাদের ফাইনালে সুতীর্থা মুখোপাধ্যায় 4-1 ব্যবধানে প্রাপ্তি সেনকে পরাজিত করেন। ম্যাচের ফল 11-4, 11-5, 11-5, 10-12, 12-10। পুরুষদের ফাইনালে আকাশ পালকে 4-2 ব্যবধানে পরাজিত করে জয়ের খেতাব ছিনিয়ে নেন অনির্বাণ ঘোষ। ম্যাচের ফল 9-11, 11-4, 12-10, 12-10, 6-11, 11-4 ।

অনুর্ধ্ব-19 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন বোধিসত্ত্ব চৌধুরী । তিনি ফাইনালে 4-2 ব্যবধানে শঙ্খদীপ দাসকে পরাজিত করে । ম্যাচের ফল 11-9, 9-11, 11-9, 5-11, 11-8, 11-5 । এই বিভাগের মেয়েদের খেতাব ঐশিকী জোয়ারদারের । তিনি ফাইনালে স্নেহা ভৌমিককে 4-2 ব্যবধানে পরাজিত করেন । ম্যাচের ফল 11-1, 14-16, 9-11, 11-8, 11-8, 11-6।

আরও পড়ুন: টিটিতে রাজ্য সেরা উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয় দক্ষিণ কলকাতা

অনুর্ধ্ব-17 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন শঙ্খদীপ দাস । সে ফাইনালে ঐশিক ঘোষকে 4-0 ব্যবধানে পরাজিত করে । ম্যাচের ফল 14-12, 11-4, 11-6, 11-4। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন নন্দিনী সাহা । সে ফাইনালে সাংভি রায়কে 4-2 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 11-8, 11-8, 9-11, 11-9, 6-11, 11-3।

অনুর্ধ্ব-15 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রূপম সর্দার। সে ফাইনালে সোহম মুখোপাধ্যায়কে 4-2 ব্যবধানে পরাজিত করে । ম্যাচের ফল 10-12, 11-6, 11-8, 11-8, 7-11, 11-7। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস। সে ফাইনালে 4-1 ব্যবধানে পরাজিত করে নন্দিনী সাহাকে। ম্যাচের ফল 11-2, 9-11, 11-3, 11-7, 11-9।

অনুর্ধ্ব-13 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন আদিত্য দাস । সে ফাইনালে শ্রেষ্ঠ চক্রবর্তীকে 4-3 ব্যবধানে পরাজিত করে । ম্যাচের ফল 11-13, 11-8, 8-11, 11-7, 10-12, 11-7, 11-5। এই বিভাগে মেয়েদের চ্যাম্পিয়ন অঙ্কলিকা চক্রবর্তী । সে অহনা রায়কে 4-1 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 10-12, 11-3, 11-5, 12-10, 11-9।

আরও পড়ুন: রাজ্য টিটি-র ফাইনালে সুতীর্থা, প্রতিপক্ষ প্রাপ্তি

অনুর্ধ্ব-11 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ঋষাণ চট্টোপাধ্যায় । সে ফাইনালে হিমন মণ্ডলকে 3-0 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 11-5, 11-7, 11-9। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন সারিকা শাহিদ। ফাইনালে শত্রুয্য বন্দ্যোপাধ্যায়কে 3-0 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 13-11, 11-5, 11-8 ।

কলকাতা, 4 ডিসেম্বর: রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের (State Level TT Championship) পুরুষ এবং মহিলাদের খেতাব জিতলেন অনির্বাণ ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee) ৷ ছ'বছর পরে বাংলার হয়ে খেলতে নেমে মহিলাদের ফাইনালে সুতীর্থা মুখোপাধ্যায় 4-1 ব্যবধানে প্রাপ্তি সেনকে পরাজিত করেন। ম্যাচের ফল 11-4, 11-5, 11-5, 10-12, 12-10। পুরুষদের ফাইনালে আকাশ পালকে 4-2 ব্যবধানে পরাজিত করে জয়ের খেতাব ছিনিয়ে নেন অনির্বাণ ঘোষ। ম্যাচের ফল 9-11, 11-4, 12-10, 12-10, 6-11, 11-4 ।

অনুর্ধ্ব-19 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন বোধিসত্ত্ব চৌধুরী । তিনি ফাইনালে 4-2 ব্যবধানে শঙ্খদীপ দাসকে পরাজিত করে । ম্যাচের ফল 11-9, 9-11, 11-9, 5-11, 11-8, 11-5 । এই বিভাগের মেয়েদের খেতাব ঐশিকী জোয়ারদারের । তিনি ফাইনালে স্নেহা ভৌমিককে 4-2 ব্যবধানে পরাজিত করেন । ম্যাচের ফল 11-1, 14-16, 9-11, 11-8, 11-8, 11-6।

আরও পড়ুন: টিটিতে রাজ্য সেরা উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয় দক্ষিণ কলকাতা

অনুর্ধ্ব-17 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন শঙ্খদীপ দাস । সে ফাইনালে ঐশিক ঘোষকে 4-0 ব্যবধানে পরাজিত করে । ম্যাচের ফল 14-12, 11-4, 11-6, 11-4। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন নন্দিনী সাহা । সে ফাইনালে সাংভি রায়কে 4-2 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 11-8, 11-8, 9-11, 11-9, 6-11, 11-3।

অনুর্ধ্ব-15 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রূপম সর্দার। সে ফাইনালে সোহম মুখোপাধ্যায়কে 4-2 ব্যবধানে পরাজিত করে । ম্যাচের ফল 10-12, 11-6, 11-8, 11-8, 7-11, 11-7। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস। সে ফাইনালে 4-1 ব্যবধানে পরাজিত করে নন্দিনী সাহাকে। ম্যাচের ফল 11-2, 9-11, 11-3, 11-7, 11-9।

অনুর্ধ্ব-13 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন আদিত্য দাস । সে ফাইনালে শ্রেষ্ঠ চক্রবর্তীকে 4-3 ব্যবধানে পরাজিত করে । ম্যাচের ফল 11-13, 11-8, 8-11, 11-7, 10-12, 11-7, 11-5। এই বিভাগে মেয়েদের চ্যাম্পিয়ন অঙ্কলিকা চক্রবর্তী । সে অহনা রায়কে 4-1 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 10-12, 11-3, 11-5, 12-10, 11-9।

আরও পড়ুন: রাজ্য টিটি-র ফাইনালে সুতীর্থা, প্রতিপক্ষ প্রাপ্তি

অনুর্ধ্ব-11 ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ঋষাণ চট্টোপাধ্যায় । সে ফাইনালে হিমন মণ্ডলকে 3-0 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 11-5, 11-7, 11-9। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন সারিকা শাহিদ। ফাইনালে শত্রুয্য বন্দ্যোপাধ্যায়কে 3-0 ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ফল 13-11, 11-5, 11-8 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.