ETV Bharat / sports

Achinta Sheuli Felicitation অচিন্ত্য শিউলিকে সংবর্ধনা রাজ্যের, উপহার 5 লক্ষ টাকা - অচিন্ত্য শিউলি

পদক নয়, প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনই এখন পাখির চোখ কমনওয়েলথে (Commonwealth Games) সোনাজয়ী অচিন্ত্য শিউলির (Achinta Sheuli Felicitation)৷ তাঁকে খেলা হবে দিবসে সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার (State Govt felicitates Achinta Sheuli)৷

state-govt-felicitates-commonwealth-games-gold-winner-achinta-sheuli
পদক নয়, প্যারিসের যোগ্যতা অর্জনই এখন পাখির চোখ অচিন্ত্য শিউলির
author img

By

Published : Aug 17, 2022, 4:15 PM IST

কলকাতা, 17 অগস্ট: 'খেলা হবে দিবস' উদযাপন উপলক্ষে কমলওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনাজয়ী অচিন্ত্য শিউলি ও সৌরভ ঘোষালকে সংবর্ধনা দিল রাজ্য সরকার । নেতাজি ইনডোর স্টেডিয়ামে অচিন্ত্য শিউলিকে (Achinta Sheuli Felicitation) সংবর্ধনা দেন মন্ত্রী অরূপ বিশ্বাস । ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালের অনুপস্থিতিতে তাঁর বাবার হাতে সংবর্ধনা স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয় (State Govt felicitates Achinta Sheuli)৷

অচিন্ত্য শিউলির হাতে উপহার স্বরূপ 5 লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস । সৌরভ ঘোষালের অনুপস্থিতিতে তাঁর বাবা রাজেন্দ্র ঘোষালের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি । আসন্ন অলিম্পিকে অচিন্ত্য শিউলিকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়ে অরূপ বলেন, "2 বছর পর অলিম্পিক । তার জন্য যা সাহায্য করার দরকার করা হবে । তুমি এগিয়ে যাও । বাংলার মুখ উজ্জ্বল করো ।" চেষ্টার খামতি রাখবেন না বলে জানিয়েছেন হাওড়ার পাঁচলার ছেলে অচিন্ত্য শিউলি । তবে পদক জয়ের দৌড়ের চেয়ে আপাতত অলিম্পিকে যোগ্যতা অর্জনকে পাখির চোখ করতে চান তিনি । ধাপে ধাপে এগিয়ে প্যারিস অলিম্পিকে বাজিমাতের চেষ্টা চালাবেন ৷

আরও পড়ুন: বার্মিংহ্যাম টু দেউলপুর, বাড়ি ফিরেই মায়ের কাছে কড়াইশুঁটির কচুরির আবদার অচিন্ত্যর

এ দিকে প্রতি বছরের ন্যায় 16 অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএফএ'র সৌজন্যে সংগঠিত হল ফুটবলপ্রেমী দিবস । রক্তদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দিন পালন করে আইএফএ । রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্রের সই করা শংসাপত্র দেওয়া হয় । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিওএ-এর সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়, তিন প্রধানের কর্তা দেবাশিস দত্ত, দেবব্রত সরকার, মহম্মদ কামারউদ্দিন-সহ প্রচুর প্রাক্তন ফুটবলার উপস্থিত হয়েছিলেন । আইএফএ সচিব অনির্বাণ দত্ত নিজেও এ দিন রক্তদান করেন ।

কলকাতা, 17 অগস্ট: 'খেলা হবে দিবস' উদযাপন উপলক্ষে কমলওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনাজয়ী অচিন্ত্য শিউলি ও সৌরভ ঘোষালকে সংবর্ধনা দিল রাজ্য সরকার । নেতাজি ইনডোর স্টেডিয়ামে অচিন্ত্য শিউলিকে (Achinta Sheuli Felicitation) সংবর্ধনা দেন মন্ত্রী অরূপ বিশ্বাস । ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালের অনুপস্থিতিতে তাঁর বাবার হাতে সংবর্ধনা স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয় (State Govt felicitates Achinta Sheuli)৷

অচিন্ত্য শিউলির হাতে উপহার স্বরূপ 5 লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস । সৌরভ ঘোষালের অনুপস্থিতিতে তাঁর বাবা রাজেন্দ্র ঘোষালের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি । আসন্ন অলিম্পিকে অচিন্ত্য শিউলিকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়ে অরূপ বলেন, "2 বছর পর অলিম্পিক । তার জন্য যা সাহায্য করার দরকার করা হবে । তুমি এগিয়ে যাও । বাংলার মুখ উজ্জ্বল করো ।" চেষ্টার খামতি রাখবেন না বলে জানিয়েছেন হাওড়ার পাঁচলার ছেলে অচিন্ত্য শিউলি । তবে পদক জয়ের দৌড়ের চেয়ে আপাতত অলিম্পিকে যোগ্যতা অর্জনকে পাখির চোখ করতে চান তিনি । ধাপে ধাপে এগিয়ে প্যারিস অলিম্পিকে বাজিমাতের চেষ্টা চালাবেন ৷

আরও পড়ুন: বার্মিংহ্যাম টু দেউলপুর, বাড়ি ফিরেই মায়ের কাছে কড়াইশুঁটির কচুরির আবদার অচিন্ত্যর

এ দিকে প্রতি বছরের ন্যায় 16 অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএফএ'র সৌজন্যে সংগঠিত হল ফুটবলপ্রেমী দিবস । রক্তদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দিন পালন করে আইএফএ । রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্রের সই করা শংসাপত্র দেওয়া হয় । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিওএ-এর সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়, তিন প্রধানের কর্তা দেবাশিস দত্ত, দেবব্রত সরকার, মহম্মদ কামারউদ্দিন-সহ প্রচুর প্রাক্তন ফুটবলার উপস্থিত হয়েছিলেন । আইএফএ সচিব অনির্বাণ দত্ত নিজেও এ দিন রক্তদান করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.