টোকিয়ো, 24 অগস্ট: বিশ্ব চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত (Srikanth loses in second round) ৷ বুধবার দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট গেম হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন গতবারের রানার্স ৷ বিশ্বের 32 নম্বর ঝাও জুন পেংয়ের কাছে হেরে গিয়েছেন শ্রীকান্ত ৷ অন্যদিকে, দুরন্ত খেলে প্রি-কোয়ার্টারে পৌঁছেছেন লক্ষ্য সেন (Lakshya sails into pre quarters) ৷
চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র 34 মিনিটেই বিদ্ধস্ত হয়ে কোর্ট ছাড়েন বিশ্বের 12 নম্বর ৷ ম্যাচের ফল 18-21, 17-21 । মাত্র 12 মিনিটেই এদিন প্রথম গেম পকেটে পোরেন ঝাও জুন ৷ দ্বিতীয় গেমে ম্যাচের ফেরার চেষ্টা করেন 29 বছরের শাটলার ৷ একসময় 16-14 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা ৷ সেখান থেকে ফের দ্রুত ম্যাচের দখল নেন ঝাও জুন ৷ শেষপর্যন্ত স্ট্রেট গেমে হেরে যান শ্রীকান্ত ৷
আরও পড়ুন : লক্ষ্য 'বধ' করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রীকান্ত
অন্য ম্যাচে, লক্ষ্যভেদের দিকে আরও এগিয়েছেন উত্তরাখণ্ডি শাটলার ৷ স্পেনের লুইস পেনালভারের বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন কমনওয়েলথ চ্যাম্পিয়ন । দ্বিতীয় রাউন্ডের ম্যাচে 21-17, 21-10 ব্যবধানে জিতেছেন লক্ষ্য, খেলা শেষ করতে সময় নিয়েছেন মাত্র 72 মিনিট ৷