ETV Bharat / sports

Aroop Biswas stands by IFA: বাংলার ফুটবল ও আইএফএ-র পাশে ক্রীড়ামন্ত্রী - অরূপ বিশ্বাস

বাংলার ফুটবল এবং আইএফএ-এর পাশে থাকার আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas stands by IFA)। ক্রীড়ামন্ত্রক প্রয়োজনে আর্থিক সাহায‍্যও করবে বলে জানিয়েছেন তিনি ৷

Sports minister Aroop Biswas stands by Bengal football and IFA
বাংলার ফুটবল ও আইএফএ-র পাশে ক্রীড়ামন্ত্রী
author img

By

Published : Jun 29, 2022, 3:13 PM IST

Updated : Jun 29, 2022, 8:04 PM IST

কলকাতা, 29 জুন: বাংলার ফুটবল এবং এই রাজ্যে ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-এর পাশে থাকার আশ্বাস দিলেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas stands by IFA)। জেলা থেকে স্কুলস্তরের ফুটবল, মাঠ সমস‍্যা এমনকী আর্থিক সাহায‍্যও করবে রাজ‍্যের ক্রীড়াদফতর (Indian football association)।

মঙ্গলবার আইএফএ-এর নব নির্বাচিত প্রতিনিধিদের নিজের দফতরে আমন্ত্রণ জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । তাঁদের উষ্ণ অভ‍্যর্থনা জানান মন্ত্রী । সেখানে আইএফএ সচিব অনির্বাণ দত্ত ছাড়াও চেয়ারম‍্যান সুব্রত দত্ত এবং তিন সহ-সভাপতি ও কোষাধ‍্যক্ষ উপস্থিত ছিলেন ।

সাক্ষাতের সময় ক্রীড়ামন্ত্রী আইএফএ কর্তাদের বলেন, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে রাজ‍্য ক্রীড়া দফতর সাহায‍্য করবে । মন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ কর্তাদের আশ্বস্ত করে বলেন, মাঠ সংক্রান্ত সমস‍্যা নিয়ে চিন্তা করতে হবে না । লিগটা ভালো ভাবে আয়োজন করার দিকে মন দিতে বলেন তিনি । আসন্ন ডুরান্ড কাপে যাতে মাঠ সমস‍্যা না হয়, তার জন‍্যও মন্ত্রী আশ্বস্ত করেছেন বলে খবর । বেশ কিছু মাঠের ব‍্যবস্থা ইতিমধ‍্যেই করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । শুধু মাঠের সমস‍্যা নয়, জেলায় জেলায় ফুটবল, স্কুল, কলেজ ফুটবল টুর্নামেন্টকে রাজ‍্য ক্রীড়া দফতর সাহায‍্য করবে । প্রয়োজনে আর্থিক সাহায‍্য করা হবে বলে অরূপ বিশ্বাস জানিয়েছেন (Sports minister Aroop Biswas stands by Bengal football and IFA)।

আরও পড়ুন: আইএফএ'র নতুন সচিব পদে কে ? সিদ্ধান্ত সোমবার

বাংলার পুরুষ ও মহিলা ফুটবল দলের জন‍্য সব রকম ভাবে রাজ‍্য ক্রীড়াদফতর পাশে থাকবে বলে জানিয়েছে । ক‍্যাম্প চলাকালীন নির্বাচিত ফুটবলারদের জন‍্য থাকা, খাওয়া-সহ সব সুযোগ সুবিধা পাবেন ফুটবলাররা । উল্লেখ‍্য, কয়েক মাস আগে, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে রাজি হয়ে জেলার ফুটবলারদের কলকাতায় থাকার ব‍্যবস্থা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস । দূরের জেলার যে সমস্ত ফুটবলাররা কলকাতা লিগে খেলবেন, এ বার থেকে তাঁরা যুবভারতী ক্রীড়াঙ্গণের যুব আবাসে থাকতে পারবেন ।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার ফুটবল ও আইএফএ-র পাশে যেভাবে সাহায‍্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তা দেখে আপ্লুত আইএফএ সচিব অনির্বাণ দত্ত । তিনি বলেন,"বাংলার ফুটবলের জন‍্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে এগিয়ে আসছেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় । তাঁকে ধন‍্যবাদ দিয়ে ছোট করতে চাই না । আমাদের যা যা পরিকল্পনা আছে সব ক্ষেত্রেই রাজ‍্য ক্রীড়া দফতর সাহায‍্য করবে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন । রাজ‍্যের সামগ্রিক ফুটবলের উন্নয়নে রাজ‍্য ক্রীড়া দফতরের সাহায‍্য খুব দরকার । ক্রীড়ামন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকছেন । আশা করছি, সুষ্ঠুভাবে বাংলার ফুটবল এগিয়ে যাবে ।"

কলকাতা, 29 জুন: বাংলার ফুটবল এবং এই রাজ্যে ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-এর পাশে থাকার আশ্বাস দিলেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas stands by IFA)। জেলা থেকে স্কুলস্তরের ফুটবল, মাঠ সমস‍্যা এমনকী আর্থিক সাহায‍্যও করবে রাজ‍্যের ক্রীড়াদফতর (Indian football association)।

মঙ্গলবার আইএফএ-এর নব নির্বাচিত প্রতিনিধিদের নিজের দফতরে আমন্ত্রণ জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । তাঁদের উষ্ণ অভ‍্যর্থনা জানান মন্ত্রী । সেখানে আইএফএ সচিব অনির্বাণ দত্ত ছাড়াও চেয়ারম‍্যান সুব্রত দত্ত এবং তিন সহ-সভাপতি ও কোষাধ‍্যক্ষ উপস্থিত ছিলেন ।

সাক্ষাতের সময় ক্রীড়ামন্ত্রী আইএফএ কর্তাদের বলেন, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে রাজ‍্য ক্রীড়া দফতর সাহায‍্য করবে । মন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ কর্তাদের আশ্বস্ত করে বলেন, মাঠ সংক্রান্ত সমস‍্যা নিয়ে চিন্তা করতে হবে না । লিগটা ভালো ভাবে আয়োজন করার দিকে মন দিতে বলেন তিনি । আসন্ন ডুরান্ড কাপে যাতে মাঠ সমস‍্যা না হয়, তার জন‍্যও মন্ত্রী আশ্বস্ত করেছেন বলে খবর । বেশ কিছু মাঠের ব‍্যবস্থা ইতিমধ‍্যেই করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । শুধু মাঠের সমস‍্যা নয়, জেলায় জেলায় ফুটবল, স্কুল, কলেজ ফুটবল টুর্নামেন্টকে রাজ‍্য ক্রীড়া দফতর সাহায‍্য করবে । প্রয়োজনে আর্থিক সাহায‍্য করা হবে বলে অরূপ বিশ্বাস জানিয়েছেন (Sports minister Aroop Biswas stands by Bengal football and IFA)।

আরও পড়ুন: আইএফএ'র নতুন সচিব পদে কে ? সিদ্ধান্ত সোমবার

বাংলার পুরুষ ও মহিলা ফুটবল দলের জন‍্য সব রকম ভাবে রাজ‍্য ক্রীড়াদফতর পাশে থাকবে বলে জানিয়েছে । ক‍্যাম্প চলাকালীন নির্বাচিত ফুটবলারদের জন‍্য থাকা, খাওয়া-সহ সব সুযোগ সুবিধা পাবেন ফুটবলাররা । উল্লেখ‍্য, কয়েক মাস আগে, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে রাজি হয়ে জেলার ফুটবলারদের কলকাতায় থাকার ব‍্যবস্থা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস । দূরের জেলার যে সমস্ত ফুটবলাররা কলকাতা লিগে খেলবেন, এ বার থেকে তাঁরা যুবভারতী ক্রীড়াঙ্গণের যুব আবাসে থাকতে পারবেন ।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার ফুটবল ও আইএফএ-র পাশে যেভাবে সাহায‍্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তা দেখে আপ্লুত আইএফএ সচিব অনির্বাণ দত্ত । তিনি বলেন,"বাংলার ফুটবলের জন‍্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে এগিয়ে আসছেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয় । তাঁকে ধন‍্যবাদ দিয়ে ছোট করতে চাই না । আমাদের যা যা পরিকল্পনা আছে সব ক্ষেত্রেই রাজ‍্য ক্রীড়া দফতর সাহায‍্য করবে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন । রাজ‍্যের সামগ্রিক ফুটবলের উন্নয়নে রাজ‍্য ক্রীড়া দফতরের সাহায‍্য খুব দরকার । ক্রীড়ামন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকছেন । আশা করছি, সুষ্ঠুভাবে বাংলার ফুটবল এগিয়ে যাবে ।"

Last Updated : Jun 29, 2022, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.