দিল্লি, 22 মে : কোরোনার জেরে দু'মাসেরও বেশি সময় পর ফের প্রশিক্ষণ শুরু করতে চলেছে ভারতীয় অ্যাথলিটরা । কিন্তু তার আগে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে তাঁদের । এই চুক্তি অনুযায়ী, প্রশিক্ষণের সময় ক্যাম্পে কোনও অ্যাথলিট কোরোনায় সংক্রমিত হলে তার দয় স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার নয়(SAI) ।
দেশের সমস্ত স্টেডিয়াম ও খেলার জায়গাগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । তার উপর ভিত্তি করেই গতকাল ভারতীয় অ্যাথলিটদের প্রশিক্ষণ পুনরায় চালু করার জন্য SAI তাদের সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের গাইডলাইন প্রকাশ করে । পাশাপাশি সকলকে চমকে SAI-র তরফে একটি চুক্তি স্বাক্ষরের কথা বলা হয় । জানানো হয়, যে অ্যাথলিটরা প্রশিক্ষণ চালু করতে ইচ্ছুক তাঁদের এই চুক্তি স্বাক্ষর করতে হবে । যার অর্থ ক্যাম্পে কোনও অ্যাথলিট সংক্রমিত হলে তার দায় SAI-র নয় ।
চুক্তিতে লেখা, "কোরোনা পরিস্থিতিতে ক্যাম্পে প্রশিক্ষণ পুনরায় চালু করার ক্ষেত্রে বিপদের বিষয়ে আমি অবগত । কেন্দ্রের ঘোষিত স্বাস্থ্যবিধি ও নিয়ম প্রয়োগের মাধ্যমে যে প্রশিক্ষণকেন্দ্র কোরোনা সংক্রমণের আশঙ্কা সম্পূর্ণভাবে দূর করতে সক্ষম নয় সেবিষয়েও আমি অবগত । এই সবকিছু জানার পরেও কারও প্রভাব ছাড়া আমি নিজের ইচ্ছায় প্রশিক্ষণ পুনরায় চালু করতে চাইছি । "
SAI-র এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । প্রথমত, যদি অ্যাথলিটদের সুরক্ষাই না করতে পারে তহালে SAI কেন স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রয়োগ করছে ? SAI কেন অ্যাথলিটদের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না ? আর সব থেকে বড় প্রশ্ন হল, প্রশিক্ষণকেন্দ্রগুলিকে কোরোনা থেকে মুক্ত রাখতে যদি SAI সক্ষম না হয় তাহলে কেন প্রশিক্ষণ পুনরায় চালু করা হচ্ছে ?
অ্যাথলিটদের সুরক্ষা সম্প্রকি অনিশ্চিত থাকা সত্ত্বেও SAI-এর প্রশিক্ষণ পুনরায় চালু করার পিছনের কারণ হয়তো খানিকটা বোধগম্য । আর সেটা হল টোকিও অলিম্পিক । কিন্তু জীবনের থেকে কি বেশি গুরুত্বপূর্ণ খেলা ?
অ্যাথলটিদের জীবনকে বিপদে ফেলে দেওয়া কি অবাস্তব নয় ? এই অ্যাথলিটরাই যখন অলিম্পিকে পদক জিতে ফেরে তখন গোটা দেশ গর্ববোধ করে । অথচ সেই অ্যাথলিটদেরই সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না ।