দোহা, 2 ডিসেম্বর: রিকার্ডো হোর্তার গোলে এদিন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পর্তুগাল যখন এগিয়ে যায় তখন ম্যাচের বয়স মাত্র পাঁচ মিনিট। কিন্তু সময় যত এগিয়েছে ততই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছে পর্তুগাল ৷ প্রত্যাঘাত হেনে ম্যাচের 27 মিনিটে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া ৷ কিম ইয়ং গোন এশীয়ার দলটিকে সমতায় ফেরান। তার আগে 18 মিনিটে দক্ষিণ কোরিয়ার গোল অফসাইডের কারণে বাতিল হয়। দু'দলই প্রথমার্ধের বাকি সময়জুড়ে আক্রমন শানালেও তা গোল করার পরিস্থিতি তৈরি করতে পারেনি।
64 মিনিট মাঠে থাকলেও দাগ কাটতে ব্যর্থ পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোরিয়ান ডিফেন্ডারদের পায়ের ভিড়ে কার্যত বন্দি হয়ে রইলেন তিনি। পরের পর্বে যেতে জিততেই হবে। তাই সমতা ফেরানোর পর কাজটা শক্ত হলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান সন মিনরা ৷ কিন্তু দ্বিতীয়বার গোলমুখ খুলছিলই না ৷ শেষ পর্যন্ত পরিবর্ত হিসেবে মাঠে নেমে হোয়াং হি চ্যান গোল করে দক্ষিণ কোরিয়াকে কাঙ্খিত জয় এনে দেন (South Korea beat Portugal 2-1)। অঘটনের বিশ্বকাপে পর্তুগালও পরাজয়ের ধাক্কা এড়াতে পারল না এশীয় শক্তির কাছে। যদিও তাদের শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়ে আগেই ৷ আর রোনাল্ডোদের বিরুদ্ধে জয় দক্ষিণ কোরিয়াকে পৌঁছে দিল পরের রাউন্ডে (South Korea beat Portugal to qualify for round of 16) ৷
আরও পড়ুন: মেসি নামে মুগ্ধ অজিরা, তবুও কোয়ার্টারের লড়াইয়ে জমি না-ছাড়ার বার্তা
অন্যদিকে ঘানার বিরুদ্ধে 2010 বিশ্বকাপে হারের বদলা নিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল ঊরুগুয়ে (Uruguay knocked out from Qatar WC)। জোড়া গোল করেও ট্র্যাজিক হিরো হয়ে রইলেন জর্জিয়ান ৷ সংযুক্তি সময়ের গোলে দক্ষিণ কোরিয়ার নাটকীয় জয় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে দিল প্রথম বিশ্বচ্যাম্পিয়নদের।