কোয়ালালামপুর, 28 নভেম্বর : মালেশিয়া ওপেন স্কোয়াশে বিরল নজির গড়লেন বঙ্গসন্তান সৌরভ ঘোষাল (Sourav Ghoshal win PSA title in malesiyan championship) ৷ তিন বছর আগে শেষবার 2018 সালে কলকাতায় পিএসএ টাইটেল জিতে নিয়েছিলেন সৌরভ, তবে তারপর থেকে কার্যত খরা চলছিল এই স্কোয়াশ চাম্পিয়ানের ৷ তবে এবার বিশ্বের 12 নম্বরকে মাত্র 33 মিনিটেই মাঠ ছাড়া করলেন তিনি ৷ একই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে মালেশিয়ান ওপেন জয়ের নজিরও গড়ে ফেললেন এই বঙ্গসন্তান ৷
কলম্বিয়ার মিগুয়েল রডড্রিগেজকে ( Miguel Rodriguez) 11-7, 11-8 এবং 13-11 সেটে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি ৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে সৌরভ এই মুহূর্তে রয়েছেন 12তম স্থানে ৷ তাই স্বাভাবিকভাবেই এই জয়ে ভীষণ খুশি তিনি৷ তিনি বলেন, "ধারনা ছিল এটা খুবই কঠিন ম্যাচ হবে এবং তাই হয়েছে ৷ মনে রাখতে হবে আমি মিগুয়েলের বিরুদ্ধে খেলছিলাম ৷ এই সপ্তাহে উনি শীর্ষে ছিলেন ৷ "
নিজের পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে সৌরভ বলেন, "আমার প্ল্যান কাজে লেগেছে, সেই মুহূর্তে উনি আমার দিকে যে যে আক্রমণ শানিয়েছেন, আমি তার জবাব দেবার চেষ্টা করেছি ৷ আজ এই জয় পেয়ে ভাল লাগছে এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার প্রাক্তন কোচ ম্যালকম উইলস্ট্রপকে, (Malcolm Willstrop) যিনি এই বছরই প্রয়াত হয়েছেন ৷"