ETV Bharat / sports

Sourav to support Brazil: কাতারে সাম্বার তালেই 'সৌরভ' ছড়াবেন মারাদোনা ভক্ত মহারাজ - সৌরভ গঙ্গোপাধ্যায়

মারাদোনার জন্যই নীল-সাদা জার্সির প্রতি তাঁর অদম্য টান । সেই সৌরভই (Sourav Ganguly) এবার জানালেন, আসন্ন বিশ্বকাপে তিনি আদ্যপান্ত ব্রাজিল সমর্থক (Sourav Ganguly to support Barzil) । কাতারে (Qatar World Cup 2022) 'নেইমার অ্যান্ড কোং'য়েই ভরসা রাখছেন মহারাজ ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 26, 2022, 9:59 PM IST

কলকাতা, 26 অক্টোবর: দিয়েগো আর্মান্দো মারাদোনা । ফুটবলের রাজপুত্ররই অন্ধভক্ত ছিলেন ক্রিকেটের মহারাজ । একাধিকবার জানিয়েছিলেন, বাঁ-পায়ের জাদুকরের জন্যই নীল-সাদা জার্সির প্রতি তাঁর অদম্য টান । সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) এবার জানালেন, কাতারে তিনি আদ্যপান্ত ব্রাজিল সমর্থক (Qatar World Cup 2022) ।

কলকাতায় নবনির্মিত ক্রীড়া সাংবাদিক ক্লাব তাবুর উদ্বোধনে এসে স্মৃতির সরণিতে হাঁটলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । নিজের জীবনে সাংবাদিকদের বিচারে সেরা ক্রিকেটারের পুরস্কার কীভাবে পরবর্তী সময়ে উদ্বুদ্ধ করেছিল তা শোনালেন । একই সঙ্গে বোঝালেন ক্রীড়া সাংবাদিকদের কঠিন পরিশ্রমের সঙ্গে তিনি কতটা একাত্ম ।

কমনওয়েলথ গেমসে পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল, ভারোত্তোলক অচিন্ত্য শিউলি, ফুটবলার শৌভিক চক্রবর্তী, ক্রিকেটার মনোজ তিওয়ারি, ভলিবল খেলোয়াড় উমর ফারুক হালদার, অ্যাথলিট আলমাস কবীর, টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় , সাইক্লিষ্ট ত্রিয়াসা পাল, জিমন্যাস্ট প্রণতি নায়েক, শুট্যার মেহুলি ঘোষ, দাবাড়ু মিত্রাভ গুহ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন ।

আরও পড়ুন: সিএবি-র নয়া সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দাদাকে মসনদ ছেড়ে 'কিং-মেকার' সৌরভ

কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । পরের মাসেই বিশ্বকাপের আসর বসতে চলেছে । মেসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ । রোনাল্ডোর ক্ষেত্রেও সম্ভবত একই কথা প্রযোজ্য । সৌরভ বলেন, ''একটা জায়গায় এসে সবাইকেই থামতে হয় ।'' এবার ফুটবল বিশ্বকাপে তাঁর পছন্দের দল ব্রাজিল । বিশ্বকাপে নেইমারদেরই ফেভারিট হিসেবে ধরছেন সৌরভ । তিনি বলেন, ''আমি মেসির খেলা দেখতে খুব ভালোবাসি । ওর খেলা দেখতে কে না-ভালোবাসে ? তবে এবার আমি ব্রাজিলকেই সমর্থন করব (Sourav Ganguly to support Barzil) ।''

আরও পড়ুন: সৌরভে সমব্যথী, বিসিসিআই থেকে 'বাঙালি' বিদায়ে মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'

অন্যদিকে, মঙ্গলবার অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে রোহিত শর্মাদের মধ্যাহ্নভোজে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল । প্রাক্তন বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন, বিসিসিআই বিষয়টা দেখে নেবে ।''

কলকাতা, 26 অক্টোবর: দিয়েগো আর্মান্দো মারাদোনা । ফুটবলের রাজপুত্ররই অন্ধভক্ত ছিলেন ক্রিকেটের মহারাজ । একাধিকবার জানিয়েছিলেন, বাঁ-পায়ের জাদুকরের জন্যই নীল-সাদা জার্সির প্রতি তাঁর অদম্য টান । সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) এবার জানালেন, কাতারে তিনি আদ্যপান্ত ব্রাজিল সমর্থক (Qatar World Cup 2022) ।

কলকাতায় নবনির্মিত ক্রীড়া সাংবাদিক ক্লাব তাবুর উদ্বোধনে এসে স্মৃতির সরণিতে হাঁটলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । নিজের জীবনে সাংবাদিকদের বিচারে সেরা ক্রিকেটারের পুরস্কার কীভাবে পরবর্তী সময়ে উদ্বুদ্ধ করেছিল তা শোনালেন । একই সঙ্গে বোঝালেন ক্রীড়া সাংবাদিকদের কঠিন পরিশ্রমের সঙ্গে তিনি কতটা একাত্ম ।

কমনওয়েলথ গেমসে পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল, ভারোত্তোলক অচিন্ত্য শিউলি, ফুটবলার শৌভিক চক্রবর্তী, ক্রিকেটার মনোজ তিওয়ারি, ভলিবল খেলোয়াড় উমর ফারুক হালদার, অ্যাথলিট আলমাস কবীর, টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় , সাইক্লিষ্ট ত্রিয়াসা পাল, জিমন্যাস্ট প্রণতি নায়েক, শুট্যার মেহুলি ঘোষ, দাবাড়ু মিত্রাভ গুহ বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন ।

আরও পড়ুন: সিএবি-র নয়া সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দাদাকে মসনদ ছেড়ে 'কিং-মেকার' সৌরভ

কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । পরের মাসেই বিশ্বকাপের আসর বসতে চলেছে । মেসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ । রোনাল্ডোর ক্ষেত্রেও সম্ভবত একই কথা প্রযোজ্য । সৌরভ বলেন, ''একটা জায়গায় এসে সবাইকেই থামতে হয় ।'' এবার ফুটবল বিশ্বকাপে তাঁর পছন্দের দল ব্রাজিল । বিশ্বকাপে নেইমারদেরই ফেভারিট হিসেবে ধরছেন সৌরভ । তিনি বলেন, ''আমি মেসির খেলা দেখতে খুব ভালোবাসি । ওর খেলা দেখতে কে না-ভালোবাসে ? তবে এবার আমি ব্রাজিলকেই সমর্থন করব (Sourav Ganguly to support Barzil) ।''

আরও পড়ুন: সৌরভে সমব্যথী, বিসিসিআই থেকে 'বাঙালি' বিদায়ে মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'

অন্যদিকে, মঙ্গলবার অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে রোহিত শর্মাদের মধ্যাহ্নভোজে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল । প্রাক্তন বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন, বিসিসিআই বিষয়টা দেখে নেবে ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.