ETV Bharat / sports

Sourav on EB Investor Speculation : লাল-হলুদে রেড ডেভিলস যোগের সম্ভাবনায় সিলমোহর দিলেন সৌরভ - East Bengal Investor problem will be solved soon

সৌরভের হাত ধরেই ইনভেস্টর সমস্যা মিটতে চলেছে পদ্মাপাড়ের ক্লাবে (East Bengal Investor problem will be solved soon) ৷ উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা ৷

Sourav Ganguly on East bengal
10-12 দিনেই বিনিয়োগ আসছে ইস্টবেঙ্গলে
author img

By

Published : May 24, 2022, 2:06 PM IST

Updated : May 24, 2022, 4:22 PM IST

কলকাতা, 24 মে : আর মাত্র 10-12 দিন ৷ তার মধ্যেই মিটে যাবে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংক্রান্ত যাবতীয় সমস্যা ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে লাল-হলুদে যুক্ত হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ দিনকয়েক ধরেই গুঞ্জন ময়দানে ৷ মঙ্গলবার সেই খবরেই কার্যত সিলমোহর পড়ে গেল ৷ আর সিলমোহর দিলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট ৷ মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ জানান, আগামী দশ-বারো দিনের মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে (Sourav Ganguly says East Bengal investor problem will be solved soon) ৷ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে কথা চলছে। যার মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে বলেও ইঙ্গিত দেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ যা শুনে একরাশ স্বস্তি লাল-হলুদ জনতার।

ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কে হবে ? হরিমোহন বাঙ্গুরের সংস্থা ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ব ফিরিয়ে দেওয়ার পর এটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল লাল-হলুদ ক্লাব কর্তা ও সমর্থকদের কাছে ৷ সম্প্রতি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, তাঁরা অন্তত পাঁচটি কোম্পানির সঙ্গে কথা বলছেন বিনিয়োগের বিষয়ে ৷ যে তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদের মত আন্তর্জাতিক নাম রয়েছে ৷ আর শীর্ষকতার সুরেই বললেন, "কিছু চূড়ান্ত এখনও হয়নি ৷ তবে কথা যে চলছে সেটা ঠিক ৷ দশ-বারো দিনে পরিষ্কার হয়ে যাবে সবকিছু ৷" ম্যান ইউ কীভাবে সংযুক্ত হবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ? সৌরভ জানান, মালিক হিসেবে ৷

ইস্টবেঙ্গলের ইনভেস্টর নিয়ে যা বললেন সৌরভ

আরও পড়ুন : ইস্টবেঙ্গলে বিনিয়োগ নিয়ে 5 সংস্থার সঙ্গে চলছে আলোচনা : দেবব্রত সরকার

কয়েকদিন আগে বাংলাদেশের বহুজাতিক সংস্থা বসুন্ধরা ক্লাবের সঙ্গে লাল-হলুদ কর্তাদের ঘনিষ্ঠতা ইস্টবেঙ্গলে ওপার বাংলার লগ্নি আসার সম্ভাবনা জোরাল করেছিল ৷ বসুন্ধরার আমন্ত্রণে চুক্তির খসড়া সাজিয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে এসেছেন দেবব্রত সরকাররা ৷ এবার স্বয়ং সৌরভের থেকে সবুজ সঙ্কেত আসায় উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা ৷

কলকাতা, 24 মে : আর মাত্র 10-12 দিন ৷ তার মধ্যেই মিটে যাবে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংক্রান্ত যাবতীয় সমস্যা ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে লাল-হলুদে যুক্ত হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ দিনকয়েক ধরেই গুঞ্জন ময়দানে ৷ মঙ্গলবার সেই খবরেই কার্যত সিলমোহর পড়ে গেল ৷ আর সিলমোহর দিলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট ৷ মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ জানান, আগামী দশ-বারো দিনের মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে (Sourav Ganguly says East Bengal investor problem will be solved soon) ৷ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে কথা চলছে। যার মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে বলেও ইঙ্গিত দেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ যা শুনে একরাশ স্বস্তি লাল-হলুদ জনতার।

ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা কে হবে ? হরিমোহন বাঙ্গুরের সংস্থা ইস্টবেঙ্গলকে ক্রীড়াস্বত্ব ফিরিয়ে দেওয়ার পর এটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল লাল-হলুদ ক্লাব কর্তা ও সমর্থকদের কাছে ৷ সম্প্রতি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, তাঁরা অন্তত পাঁচটি কোম্পানির সঙ্গে কথা বলছেন বিনিয়োগের বিষয়ে ৷ যে তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদের মত আন্তর্জাতিক নাম রয়েছে ৷ আর শীর্ষকতার সুরেই বললেন, "কিছু চূড়ান্ত এখনও হয়নি ৷ তবে কথা যে চলছে সেটা ঠিক ৷ দশ-বারো দিনে পরিষ্কার হয়ে যাবে সবকিছু ৷" ম্যান ইউ কীভাবে সংযুক্ত হবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ? সৌরভ জানান, মালিক হিসেবে ৷

ইস্টবেঙ্গলের ইনভেস্টর নিয়ে যা বললেন সৌরভ

আরও পড়ুন : ইস্টবেঙ্গলে বিনিয়োগ নিয়ে 5 সংস্থার সঙ্গে চলছে আলোচনা : দেবব্রত সরকার

কয়েকদিন আগে বাংলাদেশের বহুজাতিক সংস্থা বসুন্ধরা ক্লাবের সঙ্গে লাল-হলুদ কর্তাদের ঘনিষ্ঠতা ইস্টবেঙ্গলে ওপার বাংলার লগ্নি আসার সম্ভাবনা জোরাল করেছিল ৷ বসুন্ধরার আমন্ত্রণে চুক্তির খসড়া সাজিয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে এসেছেন দেবব্রত সরকাররা ৷ এবার স্বয়ং সৌরভের থেকে সবুজ সঙ্কেত আসায় উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা ৷

Last Updated : May 24, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.