ETV Bharat / sports

Sourav Ganguly: মাদ্রিদেও দাদাগিরি! বাংলা-লা লিগা মউ স্বাক্ষরের মঞ্চে মধ্যমণি মহারাজ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 10:25 AM IST

Updated : Sep 15, 2023, 11:04 AM IST

Sourav Ganguly Rules in Bengal and La Liga Football MOU: মাদ্রিদের অচেনা মাঠেও অধিনায়কচিত শাসন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ বাংলার ফুটবলকে তুলে ধরলেন স্প্যানিশ ফুটবলেৈর মঞ্চে ৷ লা লিগা সঙ্গে বাংলার ফুটবলের মউ স্বাক্ষরে বড় ভূমিকা নিলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ৷

Image Courtesy: Kunal Ghosh Twitter/X
Image Courtesy: Kunal Ghosh Twitter/X

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: মাঠে ব্যাট হাতে তাঁকে শাসন করতে দেখেছে দেশ তথা ক্রিকেট বিশ্ব ৷ এবার দেশ দেখল ফুটবল নিয়ে তাঁর প্যাশন ৷ এখানেও অনেকটা অধিনায়কচিত অবতারণা ৷ লা লিগা এবং পশ্চিমবঙ্গ সরকারের বৈঠকেও চেনা 'দাদাগিরি' সৌরভের ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে লা-লিগার বৈঠকের আগেই লন্ডন থেকে সরাসরি মাদ্রিদে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রিন্স অফ ক্যালকাটা ৷

মাদ্রিদে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন এই অনুষ্ঠানে ৷ চুক্তি স্বাক্ষরের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকাতেও দেখা যায় তাঁকে ৷ তিনি শুধু বাংলা নন, আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মুখ ৷ তাই লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকরে মঞ্চে তাঁকে হাজির করিয়েছিলেন মমতা ৷ আর সেখানেই বাংলার ফুটবলের গরিমার কথা লা লিগার কর্তাদের সামনে তুলে ধরতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি সৌরভ ৷

  • Bengal is the Mecca of Football, and emotions run deep in every Bengali for this beautiful sport.

    Today, Hon'ble CM @MamataOfficial held a productive meeting with La Liga Officials to explore investment prospects aimed at enhancing the beautiful game within our state. pic.twitter.com/FStFinPWNr

    — All India Trinamool Congress (@AITCofficial) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Bengal is the Mecca of Football, and emotions run deep in every Bengali for this beautiful sport.

Today, Hon'ble CM @MamataOfficial held a productive meeting with La Liga Officials to explore investment prospects aimed at enhancing the beautiful game within our state. pic.twitter.com/FStFinPWNr

— All India Trinamool Congress (@AITCofficial) September 14, 2023

সৌরভ বলেন, "সারা জীবন ক্রিকেট খেললেও আমার জীবনের সঙ্গে নানভাবে জড়িয়ে আছে ফুটবল ৷ আমি সারা জীবন ক্রিকেট খেলেছি ৷ এমনকী দেশের হয়ে অধিনায়কত্ব পর্যন্ত করেছি ৷ কিন্তু, আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে ফুটবল ৷ ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত আমি কলকাতার ময়দানে শুধু ফুটবল খেলাই দেখেছি ৷ আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷"

আরও পড়ুন: স্বাক্ষরিত মউ! পঁচিশে মাদ্রিদ বইমেলার থিম কান্ট্রি ভারত

এদিন কলকাতার ফুটবলকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেন সৌরভ ৷ সেটি লা লিগার সাহায্য পেলে তার হৃত গৌরব ফিরে পেতে পারে ৷ তাঁর মতে, লা লিগা এখানে ফুটবল অ্যাকাডেমি করলে মোহনবাগান-ইস্টবেঙ্গলের পাশাপাশি বাংলার অন্য ফুটবলারাও উপকৃত হবেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে স্প্যানিশ ফুটবল লিগ এবং সেখানকার ফুটবলের সংস্থার প্রশংসাও শোনা যায় ৷ তিনি বলেন, "এই দেশই মেসিকে তৈরি করেছে ৷ এই দেশের মাটি থেকেই উঠে এসেছেন ইনিয়েস্তা, জাভি, সের্জিও ব়্যামোস এবং পিকের মতো তারকারা । তাই এই দেশের সাহায্য পেলে বাংলার ফুটবলেরও উন্নতি হবে ৷"

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: মাঠে ব্যাট হাতে তাঁকে শাসন করতে দেখেছে দেশ তথা ক্রিকেট বিশ্ব ৷ এবার দেশ দেখল ফুটবল নিয়ে তাঁর প্যাশন ৷ এখানেও অনেকটা অধিনায়কচিত অবতারণা ৷ লা লিগা এবং পশ্চিমবঙ্গ সরকারের বৈঠকেও চেনা 'দাদাগিরি' সৌরভের ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে লা-লিগার বৈঠকের আগেই লন্ডন থেকে সরাসরি মাদ্রিদে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রিন্স অফ ক্যালকাটা ৷

মাদ্রিদে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন এই অনুষ্ঠানে ৷ চুক্তি স্বাক্ষরের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকাতেও দেখা যায় তাঁকে ৷ তিনি শুধু বাংলা নন, আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মুখ ৷ তাই লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকরে মঞ্চে তাঁকে হাজির করিয়েছিলেন মমতা ৷ আর সেখানেই বাংলার ফুটবলের গরিমার কথা লা লিগার কর্তাদের সামনে তুলে ধরতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি সৌরভ ৷

  • Bengal is the Mecca of Football, and emotions run deep in every Bengali for this beautiful sport.

    Today, Hon'ble CM @MamataOfficial held a productive meeting with La Liga Officials to explore investment prospects aimed at enhancing the beautiful game within our state. pic.twitter.com/FStFinPWNr

    — All India Trinamool Congress (@AITCofficial) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সৌরভ বলেন, "সারা জীবন ক্রিকেট খেললেও আমার জীবনের সঙ্গে নানভাবে জড়িয়ে আছে ফুটবল ৷ আমি সারা জীবন ক্রিকেট খেলেছি ৷ এমনকী দেশের হয়ে অধিনায়কত্ব পর্যন্ত করেছি ৷ কিন্তু, আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে ফুটবল ৷ ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত আমি কলকাতার ময়দানে শুধু ফুটবল খেলাই দেখেছি ৷ আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷"

আরও পড়ুন: স্বাক্ষরিত মউ! পঁচিশে মাদ্রিদ বইমেলার থিম কান্ট্রি ভারত

এদিন কলকাতার ফুটবলকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেন সৌরভ ৷ সেটি লা লিগার সাহায্য পেলে তার হৃত গৌরব ফিরে পেতে পারে ৷ তাঁর মতে, লা লিগা এখানে ফুটবল অ্যাকাডেমি করলে মোহনবাগান-ইস্টবেঙ্গলের পাশাপাশি বাংলার অন্য ফুটবলারাও উপকৃত হবেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে স্প্যানিশ ফুটবল লিগ এবং সেখানকার ফুটবলের সংস্থার প্রশংসাও শোনা যায় ৷ তিনি বলেন, "এই দেশই মেসিকে তৈরি করেছে ৷ এই দেশের মাটি থেকেই উঠে এসেছেন ইনিয়েস্তা, জাভি, সের্জিও ব়্যামোস এবং পিকের মতো তারকারা । তাই এই দেশের সাহায্য পেলে বাংলার ফুটবলেরও উন্নতি হবে ৷"

Last Updated : Sep 15, 2023, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.