ETV Bharat / sports

Sourav Ganguly on Derby: যুবভারতীর ভিআইপি বক্সে বসে বাগানের জয় উপভোগ মহারাজের - Sourav Ganguly delighted with ATK Mohun Bagan win

এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর্সে ফিরতে চলা সৌরভ এদিন যুবভারতীর গ্যালারিতে বসেছিলেন এটিকে মোহনবাগান বোর্ডের অন্যতম কর্তা উৎসব পারেখের সঙ্গেই ৷ ম্য়াচ শেষে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি (Sourav Ganguly delighted with ATK Mohun Bagan win) ৷

Etv Bharat
কথামতো বড় ম্যাচ দেখতে যুবভারতীর ভিআইপি বক্সে মহারাজ
author img

By

Published : Oct 29, 2022, 11:05 PM IST

কলকাতা, 29 অক্টোবর: ডুরান্ড হোক বা আইএসএল, কলকাতা ডার্বিতে তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা ৷ আইএসএলে টানা পাঁচ ম্যাচ আর সবমিলিয়ে টানা সাতটি ডার্বি ম্যাচে হার লাল-হলুদের ৷ শনিবাসরীয় যুবভারতীতে আইএসএলের প্রথম বড় ম্যাচে মশাল নেভালেন হুগো বুমোস-মনবীর সিংরা ৷ আর গ্যালারি থেকে সেই ম্যাচ তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ ফের এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর্সে ফিরতে চলা সৌরভ এদিন যুবভারতীর গ্যালারিতে বসেছিলেন এটিকে মোহনবাগান বোর্ডের অন্যতম কর্তা উৎসব পারেখের সঙ্গেই ৷ ম্য়াচ শেষে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি (Sourav Ganguly delighted with ATK Mohun Bagan win) ৷

বিসিসিআই'য়ের ডিরেক্টর পদ খোয়া গিয়েছে সদ্য ৷ রাজ্য ক্রিকেট সংস্থার মসনদে বসার সুযোগ থাকলেও পদ ছেড়েছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ৷ দিনকয়েক আগে কর্তাদের আমন্ত্রণে বাগান তাঁবু পরিদর্শনে গিয়ে সৌরভ তাই জানিয়েছিলেন, হাতে এখন অফুরান সময় ৷ আগামিদিনে কাতারে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন ৷ একইসঙ্গে 29 অক্টোবর ডার্বি দেখতে যাবেন বলেও জানিয়েছিলেন মহারাজ ৷ সেইমতোই এদিন ভিআইপি বক্সে বসে এটিকে মোহনবাগানের জয় দেখলেন সৌরভ ৷

স্বার্থ সংঘাতের জেরে মাঝে কিছুদিনের জন্য এটিকে মোহনবাগানের ডিরেক্টর্স পদ থেকে সরলেও আইএসএলের শুরু থেকে এটিকে ফ্র্যাঞ্চাইজির অন্যতম শরিক 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ তাই এদিন ম্যাচ দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত জানালেন, দারুণ খেলেছে মোহনবাগান ৷ হুগো বুমোসের গোলটাও দারুণ ৷ তবে কতদিন পর ডার্বি দেখতে এলেন, এমন প্রশ্ন যদিও সযত্নে এড়িয়ে গেলেন তিনি ৷ একইসঙ্গে আলাদা করে নায়ক হিসেবে কারও নাম করতে চাইলেন না ৷

আরও পড়ুন: বাগানে সপ্তসুর ! ডার্বিতে আর কবে জিতবে ইস্টবেঙ্গল

যদিও কবে এটিকে মোহনবাগানের ডিরেক্টর্স পদে ফিরছেন সৌরভ, সেটা স্পষ্ট নয় এখনও ৷ তবে দেবাশিস দত্ত জানিয়েছেন, এটিকে মোহনবাগানের পরবর্তী বোর্ড মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হবে এবং সেখানেই ফের ক্লাবের বোর্ডে ফেরানো হবে সৌরভকে ৷

কলকাতা, 29 অক্টোবর: ডুরান্ড হোক বা আইএসএল, কলকাতা ডার্বিতে তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা ৷ আইএসএলে টানা পাঁচ ম্যাচ আর সবমিলিয়ে টানা সাতটি ডার্বি ম্যাচে হার লাল-হলুদের ৷ শনিবাসরীয় যুবভারতীতে আইএসএলের প্রথম বড় ম্যাচে মশাল নেভালেন হুগো বুমোস-মনবীর সিংরা ৷ আর গ্যালারি থেকে সেই ম্যাচ তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ ফের এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর্সে ফিরতে চলা সৌরভ এদিন যুবভারতীর গ্যালারিতে বসেছিলেন এটিকে মোহনবাগান বোর্ডের অন্যতম কর্তা উৎসব পারেখের সঙ্গেই ৷ ম্য়াচ শেষে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি (Sourav Ganguly delighted with ATK Mohun Bagan win) ৷

বিসিসিআই'য়ের ডিরেক্টর পদ খোয়া গিয়েছে সদ্য ৷ রাজ্য ক্রিকেট সংস্থার মসনদে বসার সুযোগ থাকলেও পদ ছেড়েছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ৷ দিনকয়েক আগে কর্তাদের আমন্ত্রণে বাগান তাঁবু পরিদর্শনে গিয়ে সৌরভ তাই জানিয়েছিলেন, হাতে এখন অফুরান সময় ৷ আগামিদিনে কাতারে বিশ্বকাপ দেখতে যাচ্ছেন ৷ একইসঙ্গে 29 অক্টোবর ডার্বি দেখতে যাবেন বলেও জানিয়েছিলেন মহারাজ ৷ সেইমতোই এদিন ভিআইপি বক্সে বসে এটিকে মোহনবাগানের জয় দেখলেন সৌরভ ৷

স্বার্থ সংঘাতের জেরে মাঝে কিছুদিনের জন্য এটিকে মোহনবাগানের ডিরেক্টর্স পদ থেকে সরলেও আইএসএলের শুরু থেকে এটিকে ফ্র্যাঞ্চাইজির অন্যতম শরিক 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ তাই এদিন ম্যাচ দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত জানালেন, দারুণ খেলেছে মোহনবাগান ৷ হুগো বুমোসের গোলটাও দারুণ ৷ তবে কতদিন পর ডার্বি দেখতে এলেন, এমন প্রশ্ন যদিও সযত্নে এড়িয়ে গেলেন তিনি ৷ একইসঙ্গে আলাদা করে নায়ক হিসেবে কারও নাম করতে চাইলেন না ৷

আরও পড়ুন: বাগানে সপ্তসুর ! ডার্বিতে আর কবে জিতবে ইস্টবেঙ্গল

যদিও কবে এটিকে মোহনবাগানের ডিরেক্টর্স পদে ফিরছেন সৌরভ, সেটা স্পষ্ট নয় এখনও ৷ তবে দেবাশিস দত্ত জানিয়েছেন, এটিকে মোহনবাগানের পরবর্তী বোর্ড মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হবে এবং সেখানেই ফের ক্লাবের বোর্ডে ফেরানো হবে সৌরভকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.