ETV Bharat / sports

MB Defender Slavko Damjanovic: সবুজ-মেরুন রক্ষণের ‘দ্য ওয়াল’ স্লাভকো দামজানোভিচ

এটিকে মোহনবাগানকে রক্ষণে নতুন করে ভরসা যোগাচ্ছেন স্লাভকো দামজানোভিচ (MB Defender Slavko Damjanovic) ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিরতি ডার্বিতে নিজের সেরাটা দিয়েছিলেন ৷ তারপর থেকে জুয়ান ফেরান্দোর একাদশের ভরসা হয়ে উঠেছেন তিনি ৷

author img

By

Published : Mar 10, 2023, 9:10 PM IST

MB Defender Slavko Damjanovic etv bharat
MB Defender Slavko Damjanovic

কলকাতা, 10 মার্চ: ফ্রান গঞ্জালেস ৷ মোহনবাগান সমর্থকদের কাছে নামটা পরিচিতই নয়, খুব কাছের ৷ সবুজ-মেরুনের সাম্প্রতিক সাফল্যের নেপথ্য নায়কদের মধ্যে প্রথম দিকে থাকবে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম ৷ প্রতিপক্ষের রক্ষণ সামলে গোল করার অভ্যাসে মোহনবাগানের সাফল্যের নায়ক হয়ে উঠেছিলেন তিনি ৷ সেই ফ্রান গঞ্জালেস ফিরে এলেন স্লাভকো দামজানোভিচের মধ্যে দিয়ে (Slavko Damjanovic is The Wall of ATK Mohun Bagan) ৷ মন্টেনেগ্রিনের ফুটবলার দলবদলের দ্বিতীয় উইন্ডোতে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছেন ৷

ব্র্যান্ডন হামিল, কার্ল ম্যাকহিউদের দাপুটে পারফরম্যান্সের ফাঁকে পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া নিশ্চিত ছিল না ৷ কিন্তু, চলতি আইএসএল-এর ফিরতি ডার্বি ছবিটা বদলে দিল ৷ ব্র্যান্ডন হামিল কার্ড সমস্যায় ছিটকে যেতেই জুয়ান ফেরান্দোর প্রথম একাদশে স্লাভকো ঢুকে পড়লেন ৷ সুযোগ পেলেও সবাই তা কাজে লাগাতে পারেন না ৷ যাঁরা পারেন, তাঁরা এগিয়ে যান সামনের দিকে ৷ যেমন স্লাভকো দামজানোভিচ ডার্বির মঞ্চে সুযোগকে কাজে লাগালেন ৷ যিনি ইস্টবেঙ্গল ম্যাচের আগে যে প্রথম একাদশে ছিলেন না ৷ তিনিই কোচ জুয়ান ফেরান্দোর ভরসা বর্তমানে ৷

ডার্বির আগে একটি ম্যাচে প্রথম থেকে সুযোগ পেয়েছিলেন স্লাভকো দামজানোভিচ ৷ সেইসময় প্রীতম কোটালের সঙ্গে অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলই ছিলেন জুয়ানের প্রথম পছন্দ ৷ আর তাই হঠাৎ পাওয়া চোদ্দ আনা সুযোগ কাজে লাগানো ছাড়া স্লাভকোর কোনও উপায় ছিল না ৷ আর ইস্টবেঙ্গল ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়ে সেদিন রক্ষণে নির্ভরতা দিলেনই না ৷ প্রথম গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ৷ স্বাভাবিকভাবেই পরবর্তী ম্যাচগুলিতে ওড়িশা এবং বৃহস্পতিবারের হায়দরাবাদ এফসি ম্যাচে তিনিই জুয়ান ফেরান্দোর আস্থার মাপকাঠি ৷

স্লাভকো দামজানোভিচকে বসানোর কথা ভাবতেই পারেননি সবুজ-মেরুন কোচ ৷ এবার স্লাভকো আর পিছনের দিকে তাকাতে রাজি নন ৷ ইস্টবেঙ্গল, ওড়িশা, হায়দরাবাদ পরপর তিনটি ম্যাচে ডিফেন্সে খেলেছেন তিনি ৷ তিনটি ম্যাচেই ক্লিনশিট রেখে মাঠ ছেড়েছে এটিকে মোহনবাগান ৷ প্রতিটা ম্যাচেই দূরন্ত পারফরম্যান্স করেছেন স্লাভকো ৷ ডিফেন্সে ভরসা দিয়েছেন, প্রয়োজনে উপরে উঠে খেলেছেন ৷ বৃহস্পতিবার ও শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে অটুট রেখেছেন এটিকে মোহনবাগানের রক্ষণ ৷

আরও পড়ুন: নিজামের শহরে ড্র করে ঘরের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাডভান্টেজ বাগান

অন্যভাবে বলতে গেলে জুয়ান ফেরান্দোর মোহনবাগানে স্লাভকোর কড়া প্রহরায় বেশ নিরাপদ ৷ বিশাল কাইথের হাত যদি লাস্ট লাইন অব ডিফেন্সকে দূর্ভেদ্য করে তোলে, তাহলে তাঁর সামনে যাবতীয় আক্রমণে লক্ষণরেখা টেনে দিচ্ছেন স্লাভকো দামজানোভিচ ৷ লক্ষণ সামলে গোল করার দক্ষতায় তাঁর মধ্যে ফ্রান গঞ্জালেসকে খুঁজে পাচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা ৷

প্রথম পর্বের সেমিফাইনালের লড়াইয়ের পরে জুয়ান ফেরান্দো বলেছেন, সোমবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বের প্রতিটি মিনিট তাঁরা ফাইনালের মেজাজে খেলবেন ৷ হুগো বুমোস, আশিক কুরিয়ানদের ফিট করে তোলার কাজ মাত্র দু’দিনের ব্যবধানে করা যে চ্যালেঞ্জিং তা মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি রক্ষণের ভারসাম্য বাড়ানোর উপর জোর দিতে চান ৷ সেই ভারসাম্য বাড়ানোর কাজে স্লাভকো যে জুয়ান ফেরান্দোর ভরসার কেন্দ্র তা স্পষ্ট ৷

কলকাতা, 10 মার্চ: ফ্রান গঞ্জালেস ৷ মোহনবাগান সমর্থকদের কাছে নামটা পরিচিতই নয়, খুব কাছের ৷ সবুজ-মেরুনের সাম্প্রতিক সাফল্যের নেপথ্য নায়কদের মধ্যে প্রথম দিকে থাকবে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম ৷ প্রতিপক্ষের রক্ষণ সামলে গোল করার অভ্যাসে মোহনবাগানের সাফল্যের নায়ক হয়ে উঠেছিলেন তিনি ৷ সেই ফ্রান গঞ্জালেস ফিরে এলেন স্লাভকো দামজানোভিচের মধ্যে দিয়ে (Slavko Damjanovic is The Wall of ATK Mohun Bagan) ৷ মন্টেনেগ্রিনের ফুটবলার দলবদলের দ্বিতীয় উইন্ডোতে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছেন ৷

ব্র্যান্ডন হামিল, কার্ল ম্যাকহিউদের দাপুটে পারফরম্যান্সের ফাঁকে পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া নিশ্চিত ছিল না ৷ কিন্তু, চলতি আইএসএল-এর ফিরতি ডার্বি ছবিটা বদলে দিল ৷ ব্র্যান্ডন হামিল কার্ড সমস্যায় ছিটকে যেতেই জুয়ান ফেরান্দোর প্রথম একাদশে স্লাভকো ঢুকে পড়লেন ৷ সুযোগ পেলেও সবাই তা কাজে লাগাতে পারেন না ৷ যাঁরা পারেন, তাঁরা এগিয়ে যান সামনের দিকে ৷ যেমন স্লাভকো দামজানোভিচ ডার্বির মঞ্চে সুযোগকে কাজে লাগালেন ৷ যিনি ইস্টবেঙ্গল ম্যাচের আগে যে প্রথম একাদশে ছিলেন না ৷ তিনিই কোচ জুয়ান ফেরান্দোর ভরসা বর্তমানে ৷

ডার্বির আগে একটি ম্যাচে প্রথম থেকে সুযোগ পেয়েছিলেন স্লাভকো দামজানোভিচ ৷ সেইসময় প্রীতম কোটালের সঙ্গে অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলই ছিলেন জুয়ানের প্রথম পছন্দ ৷ আর তাই হঠাৎ পাওয়া চোদ্দ আনা সুযোগ কাজে লাগানো ছাড়া স্লাভকোর কোনও উপায় ছিল না ৷ আর ইস্টবেঙ্গল ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়ে সেদিন রক্ষণে নির্ভরতা দিলেনই না ৷ প্রথম গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ৷ স্বাভাবিকভাবেই পরবর্তী ম্যাচগুলিতে ওড়িশা এবং বৃহস্পতিবারের হায়দরাবাদ এফসি ম্যাচে তিনিই জুয়ান ফেরান্দোর আস্থার মাপকাঠি ৷

স্লাভকো দামজানোভিচকে বসানোর কথা ভাবতেই পারেননি সবুজ-মেরুন কোচ ৷ এবার স্লাভকো আর পিছনের দিকে তাকাতে রাজি নন ৷ ইস্টবেঙ্গল, ওড়িশা, হায়দরাবাদ পরপর তিনটি ম্যাচে ডিফেন্সে খেলেছেন তিনি ৷ তিনটি ম্যাচেই ক্লিনশিট রেখে মাঠ ছেড়েছে এটিকে মোহনবাগান ৷ প্রতিটা ম্যাচেই দূরন্ত পারফরম্যান্স করেছেন স্লাভকো ৷ ডিফেন্সে ভরসা দিয়েছেন, প্রয়োজনে উপরে উঠে খেলেছেন ৷ বৃহস্পতিবার ও শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে অটুট রেখেছেন এটিকে মোহনবাগানের রক্ষণ ৷

আরও পড়ুন: নিজামের শহরে ড্র করে ঘরের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাডভান্টেজ বাগান

অন্যভাবে বলতে গেলে জুয়ান ফেরান্দোর মোহনবাগানে স্লাভকোর কড়া প্রহরায় বেশ নিরাপদ ৷ বিশাল কাইথের হাত যদি লাস্ট লাইন অব ডিফেন্সকে দূর্ভেদ্য করে তোলে, তাহলে তাঁর সামনে যাবতীয় আক্রমণে লক্ষণরেখা টেনে দিচ্ছেন স্লাভকো দামজানোভিচ ৷ লক্ষণ সামলে গোল করার দক্ষতায় তাঁর মধ্যে ফ্রান গঞ্জালেসকে খুঁজে পাচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা ৷

প্রথম পর্বের সেমিফাইনালের লড়াইয়ের পরে জুয়ান ফেরান্দো বলেছেন, সোমবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বের প্রতিটি মিনিট তাঁরা ফাইনালের মেজাজে খেলবেন ৷ হুগো বুমোস, আশিক কুরিয়ানদের ফিট করে তোলার কাজ মাত্র দু’দিনের ব্যবধানে করা যে চ্যালেঞ্জিং তা মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি রক্ষণের ভারসাম্য বাড়ানোর উপর জোর দিতে চান ৷ সেই ভারসাম্য বাড়ানোর কাজে স্লাভকো যে জুয়ান ফেরান্দোর ভরসার কেন্দ্র তা স্পষ্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.