ETV Bharat / sports

Iga Swiatek: 'আকাশ ছুঁতে চাই', যুক্তরাষ্ট্র ওপেন জিতে জানালেন সিয়নটেক - ইগা সিয়নটেক

কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ও প্রথম যুক্তরাষ্ট্র ওপেনে ট্রফি জিতলেন পোলিশ টেনিস তারকা ইগা সিয়নটেক (Sky is The Limit Says US Open Champion Iga Swiatek) ৷ তবে, এটাই তাঁর প্রাপ্তি নয়, সিজনের 7টি ডব্লুটিএ টুর্নামেন্ট জিতে মহিলাদের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর সিয়নটেক ৷

Sky is The Limit Says US Open Champion Iga Swiatek
Sky is The Limit Says US Open Champion Iga Swiatek
author img

By

Published : Sep 11, 2022, 6:09 PM IST

নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: ফ্লাশিং মেডোয় প্রথমবার খেতাব জিতে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম পকেটস্থ করলেন বিশ্বের পয়লা নম্বর ইগা সিয়নটেক ৷ প্রথম পোলিশ তারকা হিসেবে যুক্তরাষ্ট্র ওপেন জিতে নজির গড়লেন তিনি । আর জয়ের পর সিয়নটেকের প্রতিক্রিয়া ‘আকাশ ছুঁতে চাই’ (Sky is The Limit Says US Open Champion Iga Swiatek) ৷ এদিন যুক্তরাষ্ট্র ওপেনের সিঙ্গলসে তিউনিশিয়ার অনস জাবেউরকে 6-2, 7-6 (7-5) স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের প্রথম যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন সিয়নটেক ৷

এর আগে দু’টি ফরাসি ওপেন খেতাব রয়েছে সিয়নটেকের ঝুলিতে ৷ স্বভাবতই সিয়নটেকের পছন্দ ক্লে কোর্ট ৷ সেই ক্লে কোর্টের বাইরে বেরিয়ে এবার হার্ড কোর্টেও সফল হলেন তিনি ৷ গত একবছরে ফরাসি ওপেন এবং এবারের যুক্তরাষ্ট্র ওপেন-সহ মোট 7টি টুর্নামেন্ট জিতেছেন সিয়নটেক ৷ আর তারই ফলস্বরূপ বর্তমানে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা তিনি ৷ এই সাফল্যের পর ইগা সিয়নটেক জানিয়েছেন, "চলতি মরশুম শুরুর আগে আমি অনেক পরিশ্রম করেছিলাম ৷ তাই আমার মনে হয়েছিল এবার ডব্লু টি এ-র সবক’টি টুর্নামেন্টে ভালো ফল করব ৷ এমনকি আমি অস্ট্রেলিয়া ওপেনের সেমি-ফাইনালেও উঠেছিলাম ৷’’

যদিও যুক্তরাষ্ট্র ওপেনের মতো গ্র্যান্ড স্লাম জয়ের বিষয়ে তাঁর নিজের উপর সন্দেহ ছিল ৷ কারণ হিসাবে তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত ছিলাম না যে, আমি সেই পর্যায়ে পৌঁছতে পেরেছি কিনা, যেখানে আমি চ্যাম্পিয়ন হতে পারি ৷ বিশেষ করে যুক্তরাষ্ট্র ওপেনের মতো দ্রুত গতির কোর্টে ৷’’

আরও পড়ুন: ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়েছে, হারের পর বিস্ফোরক হরমনপ্রীত

নিজের যোগ্যতার উপর ইগা সিয়নটেকের সন্দেহ থাকলেও, শনিবারের মেগা ফাইনালে তার বিন্দুমাত্র দেখা যায়নি ৷ প্রথম সেটে প্রতিপক্ষ অনস জাবেউরের একের পর এক গেম ব্রেক করতে থাকেন ৷ প্রথম সেটটি 6-2 ব্যবধানে হেলায় জেতেন তিনি ৷ তবে, দ্বিতীয় সেটে অনেক চেষ্টা করেও কেউ সেট ব্রেক করতে পারেননি ৷ ফলে একটা সময় দ্বিতীয় সেট ট্রাইব্রেকারে চলে যায় ৷ সেখানেও সিয়নটেককে কঠিন চ্যালেঞ্জ জানান জাবেউর ৷ তবে 7-5 গেমে টাইব্রেকার জেতার সঙ্গে সঙ্গে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামটি জিতে নেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ৷

নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: ফ্লাশিং মেডোয় প্রথমবার খেতাব জিতে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম পকেটস্থ করলেন বিশ্বের পয়লা নম্বর ইগা সিয়নটেক ৷ প্রথম পোলিশ তারকা হিসেবে যুক্তরাষ্ট্র ওপেন জিতে নজির গড়লেন তিনি । আর জয়ের পর সিয়নটেকের প্রতিক্রিয়া ‘আকাশ ছুঁতে চাই’ (Sky is The Limit Says US Open Champion Iga Swiatek) ৷ এদিন যুক্তরাষ্ট্র ওপেনের সিঙ্গলসে তিউনিশিয়ার অনস জাবেউরকে 6-2, 7-6 (7-5) স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের প্রথম যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন সিয়নটেক ৷

এর আগে দু’টি ফরাসি ওপেন খেতাব রয়েছে সিয়নটেকের ঝুলিতে ৷ স্বভাবতই সিয়নটেকের পছন্দ ক্লে কোর্ট ৷ সেই ক্লে কোর্টের বাইরে বেরিয়ে এবার হার্ড কোর্টেও সফল হলেন তিনি ৷ গত একবছরে ফরাসি ওপেন এবং এবারের যুক্তরাষ্ট্র ওপেন-সহ মোট 7টি টুর্নামেন্ট জিতেছেন সিয়নটেক ৷ আর তারই ফলস্বরূপ বর্তমানে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা তিনি ৷ এই সাফল্যের পর ইগা সিয়নটেক জানিয়েছেন, "চলতি মরশুম শুরুর আগে আমি অনেক পরিশ্রম করেছিলাম ৷ তাই আমার মনে হয়েছিল এবার ডব্লু টি এ-র সবক’টি টুর্নামেন্টে ভালো ফল করব ৷ এমনকি আমি অস্ট্রেলিয়া ওপেনের সেমি-ফাইনালেও উঠেছিলাম ৷’’

যদিও যুক্তরাষ্ট্র ওপেনের মতো গ্র্যান্ড স্লাম জয়ের বিষয়ে তাঁর নিজের উপর সন্দেহ ছিল ৷ কারণ হিসাবে তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত ছিলাম না যে, আমি সেই পর্যায়ে পৌঁছতে পেরেছি কিনা, যেখানে আমি চ্যাম্পিয়ন হতে পারি ৷ বিশেষ করে যুক্তরাষ্ট্র ওপেনের মতো দ্রুত গতির কোর্টে ৷’’

আরও পড়ুন: ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়েছে, হারের পর বিস্ফোরক হরমনপ্রীত

নিজের যোগ্যতার উপর ইগা সিয়নটেকের সন্দেহ থাকলেও, শনিবারের মেগা ফাইনালে তার বিন্দুমাত্র দেখা যায়নি ৷ প্রথম সেটে প্রতিপক্ষ অনস জাবেউরের একের পর এক গেম ব্রেক করতে থাকেন ৷ প্রথম সেটটি 6-2 ব্যবধানে হেলায় জেতেন তিনি ৷ তবে, দ্বিতীয় সেটে অনেক চেষ্টা করেও কেউ সেট ব্রেক করতে পারেননি ৷ ফলে একটা সময় দ্বিতীয় সেট ট্রাইব্রেকারে চলে যায় ৷ সেখানেও সিয়নটেককে কঠিন চ্যালেঞ্জ জানান জাবেউর ৷ তবে 7-5 গেমে টাইব্রেকার জেতার সঙ্গে সঙ্গে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামটি জিতে নেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.