ETV Bharat / sports

Football Trial in Spain: জেলা ফুটবল থেকে স্পেনের ক্লাবে ট্রায়ালে বাংলার ছয় ফুটবলার - আইএফএ

বাংলা থেকে ছ’জন ফুটবলার স্পেনের ক্লাবে ট্রায়াল দিতে যাচ্ছেন ৷ এঁদের মধ্য়ে তিনজন নদিয়ার ৷ বাকিরা পুরুলিয়া জেলা, বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি ও ইউক্সেল স্পোর্টস ভেনচারের ৷

Football Trial in Spain
Football Trial in Spain
author img

By

Published : May 12, 2023, 8:33 PM IST

কলকাতা, 12 মে: বাংলার ফুটবলাররা এবার বিদেশের মাটিতে ট্রায়াল দিতে যাচ্ছেন । আইএফএ এবং বাংলা নাটক ডট কমের যৌথ উদ্যোগে স্পেন যাওয়ার সুযোগ পেলেন জেলার ছয় ফুটবলার । নদিয়া জেলা থেকে তিনজন এবং পুরুলিয়া জেলা, বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি ও ইউক্সেল স্পোর্টস ভেনচার থেকে 1 জন করে ফুটবলার স্পেনে ট্রায়ালের জন‍্য সুযোগ পেয়েছেন ।

জেলার এই ছয় ফুটবলার স্প‍্যানিস লিগের ক্লাব সি এফ মট্রিল ক্লাবের অ‍্যাকাডেমিতে 18 দিনের জন‍্য ট্রায়াল দিতে পারবেন । পারফরম্যান্স যদি ভালো হয়, তাহলে ওই দেশের লিগের পঞ্চম ডিভিশনের কোনও ক্লাবে খেলার সুযোগ পাবেন তাঁরা । শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আইএফএ ও বাংলা নাটক ডট কম যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ছয় ফুটবলারের স্পেনে যাওয়ার কথা ঘোষণা করল ।

Football Trial in Spain
ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক বৈঠক

সেপ্টেম্বরে এই ফুটবলাররা স্পেনে উড়ে যাবেন । ইতিমধ্যেই স্থানীয় টুর্নামেন্টে বিদেশি ফুটবলার না খেলানোর কথা ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । স্থানীয় ফুটবলার তুলে নিয়ে আসতেই এই উদ্যোগ । আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, জেলা লিগ চলছে । নতুন প্রতিভার অন্বেষণও চলছে । এই সময় এই চার ফুটবলারের স্পেনে ফুটবল খেলতে যাওয়া বাড়তি মাত্রা যোগ করবে । কোনও এক বা দুইজন ফুটবলার ট্রায়ালে মনোনীত হলে, তা বাংলার ফুটবলের উত্তরণের ছবি হিসেবে উঠে আসবে ।

তিনি আরও জানান, ইতিমধ্যেই বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার জন্য তৈরি । বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির কোনও অবনমন থাকবে না । অনেকটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাকাডেমির দল ইন্ডিয়ান অ্যারোজের ধাঁচে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি কলকাতা লিগে অংশ নেবে । ফলে জেলা লিগ থেকে উঠে আসা ফুটবলাররা যেমন লিগে অংশগ্রহণকারী ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন, তেমনই বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতেও প্রবেশের সুযোগ পাবেন ।

গত বছরের 21 ডিসেম্বর বাংলা নাটক ডট কমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল আইএফএ । চার মাস আগে মউ স্বাক্ষর করার পর এই দুই সংস্থা ঘোষণা করেছিল জেলার ফুটবলের উন্নয়নে কাজ করবে এই বাংলা নাটক ডট কম । এই সংস্থাটি আসলে ইউনাইটেড নেশনস স্বীকৃত একটি এনজিও সংস্থা । বাংলার বিভিন্ন জেলা তো বটেই, ভারতের বিভিন্ন রাজ‍্যে এই সংস্থাটির কাজ বিস্তৃত । বিশেষ করে লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে বেশি কাজ করে থাকে ।

এই বাংলা নাটক ডট কমের প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য গত 21 ডিসেম্বর জানিয়েছিলেন, জেলায় জেলায় বহু ফুটবল কোচিং ক‍্যাম্প আছে । অথচ যাদের পরিকাঠামো নেই । বড় মঞ্চে যাওয়ার সুযোগ নেই । জেলার ফুটবলাররাই হল বাংলা ফুটবলের সাপ্লাই লাইন । তাই জেলা ফুটবলের ভিতটাকে শক্ত করতে বাংলা নাটক ডট কমের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত । সেই প্রস্তাবে রাজি হয়েই লোকসঙ্গীতের পাশাপাশি গ্রামীণ ফুটবলে কাজ করা শুরু করে এই সংস্থা ।

পুরুলিয়া ও নদিয়া জেলর ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের ব‍্যবস্থা করেছিল বাংলা নাটক ডট কম । সাহায‍্য নিয়েছে ইউক্সেল স্পোর্টস ভেনচারের । এই ট্রায়ালের পর 69 জন ফুটবলারের মধ‍্যে 6 জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে । এই ছয় ফুটবলারই স্পেন যাচ্ছেন। এই ছয় ফুটবলারের নাম হল - প্রেমাংশু ঠাকুর, দেবজিৎ রাউত, বিশাল সূত্রধর (নদিয়া), মহেশ্বর সিং সর্দার (পুরুলিয়া), অরিজিৎ বিশ্বাস (বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি), অনিকেত মণ্ডল (ইউএক্সেল স্পোর্টস ভেনচার) ।

এই বাপারে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "বাংলা নাটক ডট কম যেভাবে জেলার ফুটবলে এগিয়ে এসেছে তার জন‍্য ধন‍্যবাদ জানাই । জেলার ফুটবল হল আসল জায়গা ।" আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত, "অতীতে ভারত থেকে কয়েক জন বিদেশে গিয়ে খেলেছেন । তবে এবার জেলার ছেলেরা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে । খুবই ভালো । আর সুযোগ পেলে ইতিহাস হয়ে যাবে ।"

বাংলা নাটক ডট কমের প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য বলেছেন, "গত চার মাসে আমরা ইতিমধ্যে সমস্ত জেলার 16220 জন ফুটবারদের নিয়ে কাজ করেছি । আমরা একটা পরিকল্পনার মধ‍্যে আছি । তার মধ‍্যেই এই 6 জন বিদেশে পাঠানোর ব‍্যবস্থা করা গিয়েছে । জেলার ফুটবল নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি ।"

ছয় ফুটবলার জেলার মাঠ থেকে উঠে এসে বিদেশে ট্রায়াল দিতে যাচ্ছে । মনোনীত হলে আখেরে লাভবান হবে বাংলা তথা দেশের ক্লাবগুলোই ।

আরও পড়ুন: পিকে'র অবদানকে সম্মান, চাণক্যর জন্মদিনে 'এআইএফএফ গ্রাসরুটস ডে'

কলকাতা, 12 মে: বাংলার ফুটবলাররা এবার বিদেশের মাটিতে ট্রায়াল দিতে যাচ্ছেন । আইএফএ এবং বাংলা নাটক ডট কমের যৌথ উদ্যোগে স্পেন যাওয়ার সুযোগ পেলেন জেলার ছয় ফুটবলার । নদিয়া জেলা থেকে তিনজন এবং পুরুলিয়া জেলা, বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি ও ইউক্সেল স্পোর্টস ভেনচার থেকে 1 জন করে ফুটবলার স্পেনে ট্রায়ালের জন‍্য সুযোগ পেয়েছেন ।

জেলার এই ছয় ফুটবলার স্প‍্যানিস লিগের ক্লাব সি এফ মট্রিল ক্লাবের অ‍্যাকাডেমিতে 18 দিনের জন‍্য ট্রায়াল দিতে পারবেন । পারফরম্যান্স যদি ভালো হয়, তাহলে ওই দেশের লিগের পঞ্চম ডিভিশনের কোনও ক্লাবে খেলার সুযোগ পাবেন তাঁরা । শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আইএফএ ও বাংলা নাটক ডট কম যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ছয় ফুটবলারের স্পেনে যাওয়ার কথা ঘোষণা করল ।

Football Trial in Spain
ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক বৈঠক

সেপ্টেম্বরে এই ফুটবলাররা স্পেনে উড়ে যাবেন । ইতিমধ্যেই স্থানীয় টুর্নামেন্টে বিদেশি ফুটবলার না খেলানোর কথা ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । স্থানীয় ফুটবলার তুলে নিয়ে আসতেই এই উদ্যোগ । আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, জেলা লিগ চলছে । নতুন প্রতিভার অন্বেষণও চলছে । এই সময় এই চার ফুটবলারের স্পেনে ফুটবল খেলতে যাওয়া বাড়তি মাত্রা যোগ করবে । কোনও এক বা দুইজন ফুটবলার ট্রায়ালে মনোনীত হলে, তা বাংলার ফুটবলের উত্তরণের ছবি হিসেবে উঠে আসবে ।

তিনি আরও জানান, ইতিমধ্যেই বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার জন্য তৈরি । বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির কোনও অবনমন থাকবে না । অনেকটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাকাডেমির দল ইন্ডিয়ান অ্যারোজের ধাঁচে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি কলকাতা লিগে অংশ নেবে । ফলে জেলা লিগ থেকে উঠে আসা ফুটবলাররা যেমন লিগে অংশগ্রহণকারী ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন, তেমনই বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতেও প্রবেশের সুযোগ পাবেন ।

গত বছরের 21 ডিসেম্বর বাংলা নাটক ডট কমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল আইএফএ । চার মাস আগে মউ স্বাক্ষর করার পর এই দুই সংস্থা ঘোষণা করেছিল জেলার ফুটবলের উন্নয়নে কাজ করবে এই বাংলা নাটক ডট কম । এই সংস্থাটি আসলে ইউনাইটেড নেশনস স্বীকৃত একটি এনজিও সংস্থা । বাংলার বিভিন্ন জেলা তো বটেই, ভারতের বিভিন্ন রাজ‍্যে এই সংস্থাটির কাজ বিস্তৃত । বিশেষ করে লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে বেশি কাজ করে থাকে ।

এই বাংলা নাটক ডট কমের প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য গত 21 ডিসেম্বর জানিয়েছিলেন, জেলায় জেলায় বহু ফুটবল কোচিং ক‍্যাম্প আছে । অথচ যাদের পরিকাঠামো নেই । বড় মঞ্চে যাওয়ার সুযোগ নেই । জেলার ফুটবলাররাই হল বাংলা ফুটবলের সাপ্লাই লাইন । তাই জেলা ফুটবলের ভিতটাকে শক্ত করতে বাংলা নাটক ডট কমের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত । সেই প্রস্তাবে রাজি হয়েই লোকসঙ্গীতের পাশাপাশি গ্রামীণ ফুটবলে কাজ করা শুরু করে এই সংস্থা ।

পুরুলিয়া ও নদিয়া জেলর ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের ব‍্যবস্থা করেছিল বাংলা নাটক ডট কম । সাহায‍্য নিয়েছে ইউক্সেল স্পোর্টস ভেনচারের । এই ট্রায়ালের পর 69 জন ফুটবলারের মধ‍্যে 6 জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে । এই ছয় ফুটবলারই স্পেন যাচ্ছেন। এই ছয় ফুটবলারের নাম হল - প্রেমাংশু ঠাকুর, দেবজিৎ রাউত, বিশাল সূত্রধর (নদিয়া), মহেশ্বর সিং সর্দার (পুরুলিয়া), অরিজিৎ বিশ্বাস (বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি), অনিকেত মণ্ডল (ইউএক্সেল স্পোর্টস ভেনচার) ।

এই বাপারে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, "বাংলা নাটক ডট কম যেভাবে জেলার ফুটবলে এগিয়ে এসেছে তার জন‍্য ধন‍্যবাদ জানাই । জেলার ফুটবল হল আসল জায়গা ।" আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত, "অতীতে ভারত থেকে কয়েক জন বিদেশে গিয়ে খেলেছেন । তবে এবার জেলার ছেলেরা বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে । খুবই ভালো । আর সুযোগ পেলে ইতিহাস হয়ে যাবে ।"

বাংলা নাটক ডট কমের প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য বলেছেন, "গত চার মাসে আমরা ইতিমধ্যে সমস্ত জেলার 16220 জন ফুটবারদের নিয়ে কাজ করেছি । আমরা একটা পরিকল্পনার মধ‍্যে আছি । তার মধ‍্যেই এই 6 জন বিদেশে পাঠানোর ব‍্যবস্থা করা গিয়েছে । জেলার ফুটবল নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি ।"

ছয় ফুটবলার জেলার মাঠ থেকে উঠে এসে বিদেশে ট্রায়াল দিতে যাচ্ছে । মনোনীত হলে আখেরে লাভবান হবে বাংলা তথা দেশের ক্লাবগুলোই ।

আরও পড়ুন: পিকে'র অবদানকে সম্মান, চাণক্যর জন্মদিনে 'এআইএফএফ গ্রাসরুটস ডে'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.