ETV Bharat / sports

Badminton Asia Championships : এশীয় ব্যাডমিন্টনে শেষ সিন্ধু গর্জন, ব্রোঞ্জ নিয়ে ফিরছেন হায়দরাবাদি - ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ

ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে এটি দ্বিতীয় পদক সিন্ধুর ৷ আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে আজকের ম্যাচ জিতলে প্রথমবার এই প্রতিযোগিতার ফাইনালে উঠতেন পুসারেলা ৷ তবে 21-13 19-21 16-21 গেমে হেরে সেমি-র ঘর থেকে ফিরতে হল তাঁকে (Sindhu settles for bronze at Badminton Asia Championships) ৷

Sindhu settles for bronze at Badminton Asia Championships
Sindhu settles for bronze at Badminton Asia Championships
author img

By

Published : Apr 30, 2022, 3:42 PM IST

ম্যানিলা, 30 এপ্রিল : ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে দৌড় শেষ পিভি সিন্ধুর ৷ সেমিফাইনালের ঘর থেকেই বিদায় নিলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ৷ হারলেও ব্রোঞ্জ পদক নিয়েই বাড়ি ফিরছেন তিনি (Sindhu settles for bronze at Badminton Asia Championships) ৷ আটবছর পর গতকাল ফের এই টুর্নামেন্টের সেমিফাইনালে পা রেখেছিলেন ৷ আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে আজকের ম্যাচ জিতলে প্রথমবার এশীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেন পুসারেলা ৷ তবে 21-13 19-21 16-21 গেমে হেরে সেমি-র ঘর থেকে ফিরতে হল তাঁকে ৷

আজ সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন জাপানের আকানে ইয়ামাগুচি ৷ আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টে ইয়ামাগুচি বরাবরই চ্যালেঞ্জ সিন্ধুর কাছে ৷ বিশ্বের দু'নম্বর শাটলার এক ঘণ্টা 6 মিনিটের ম্যাচে হায়দরাবাদিকে প্রায় উড়িয়ে দিলেন ৷ দারুণভাবে ম্যাচের সূচনা করেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি সিন্ধু ৷ 21-13 ব্যবধানে প্রথম গেমে মাত্র 16 মিনিটে ইয়ামাগুচিকে উড়িয়ে দেন তিনি ৷ দ্বিতীয় গেমে অতিরিক্ত সময় নেওয়া ও রেফারির সঙ্গে বচসার জন্য পেনাল্টিতে পয়েন্ট কাটা যায় তাঁর ৷

দ্বিতীয় গেমে ইয়ামাগুচির কামব্যাকের পর দুই প্রতিযোগীর মধ্যেও তর্কাতর্কি শুরু হয় ৷ তবে একবার ছন্দ খুঁজে পাওয়ার পর জাপানি শাটলার আর পিছন ফিরে তাকাননি ৷ শেষ দু'টি গেমে সিন্ধুকে ছাপিয়ে ওঠার সুযোগই দিলেন না ৷ শেষ গেমের প্রথম থেকেই পিছিয়ে ছিলেন ভারতীয় শাটলার ৷ তাঁকে ঘুরে দাঁড়াবার সুযোগই দেননি ইয়ামাগুচি ৷ সিন্ধুর এই হারের সঙ্গেই 2022 ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতের অভিযান শেষ হয়ে গেল ৷

আরও পড়ুন : Boris Becker jailed : সম্পত্তি গোপনের অভিযোগ, দেউলিয়া আইনে আড়াই বছরের জেল বরিস বেকারের

প্রসঙ্গত, ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে এটি দ্বিতীয় পদক সিন্ধুর ৷ এর আগে 2014 সালে গিমচিয়ন সংস্করণে ব্রোঞ্জ জিতেছিলেন ৷ সেটি ছিল হায়দরাবাদি শাটলারের প্রথম ব্যাডমিন্টন এশীয় চ্য়াম্পিয়নশিপ পদক জয় ৷

ম্যানিলা, 30 এপ্রিল : ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে দৌড় শেষ পিভি সিন্ধুর ৷ সেমিফাইনালের ঘর থেকেই বিদায় নিলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ৷ হারলেও ব্রোঞ্জ পদক নিয়েই বাড়ি ফিরছেন তিনি (Sindhu settles for bronze at Badminton Asia Championships) ৷ আটবছর পর গতকাল ফের এই টুর্নামেন্টের সেমিফাইনালে পা রেখেছিলেন ৷ আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে আজকের ম্যাচ জিতলে প্রথমবার এশীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেন পুসারেলা ৷ তবে 21-13 19-21 16-21 গেমে হেরে সেমি-র ঘর থেকে ফিরতে হল তাঁকে ৷

আজ সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন জাপানের আকানে ইয়ামাগুচি ৷ আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্টে ইয়ামাগুচি বরাবরই চ্যালেঞ্জ সিন্ধুর কাছে ৷ বিশ্বের দু'নম্বর শাটলার এক ঘণ্টা 6 মিনিটের ম্যাচে হায়দরাবাদিকে প্রায় উড়িয়ে দিলেন ৷ দারুণভাবে ম্যাচের সূচনা করেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি সিন্ধু ৷ 21-13 ব্যবধানে প্রথম গেমে মাত্র 16 মিনিটে ইয়ামাগুচিকে উড়িয়ে দেন তিনি ৷ দ্বিতীয় গেমে অতিরিক্ত সময় নেওয়া ও রেফারির সঙ্গে বচসার জন্য পেনাল্টিতে পয়েন্ট কাটা যায় তাঁর ৷

দ্বিতীয় গেমে ইয়ামাগুচির কামব্যাকের পর দুই প্রতিযোগীর মধ্যেও তর্কাতর্কি শুরু হয় ৷ তবে একবার ছন্দ খুঁজে পাওয়ার পর জাপানি শাটলার আর পিছন ফিরে তাকাননি ৷ শেষ দু'টি গেমে সিন্ধুকে ছাপিয়ে ওঠার সুযোগই দিলেন না ৷ শেষ গেমের প্রথম থেকেই পিছিয়ে ছিলেন ভারতীয় শাটলার ৷ তাঁকে ঘুরে দাঁড়াবার সুযোগই দেননি ইয়ামাগুচি ৷ সিন্ধুর এই হারের সঙ্গেই 2022 ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতের অভিযান শেষ হয়ে গেল ৷

আরও পড়ুন : Boris Becker jailed : সম্পত্তি গোপনের অভিযোগ, দেউলিয়া আইনে আড়াই বছরের জেল বরিস বেকারের

প্রসঙ্গত, ব্যাডমিন্টন এশীয় চ্যাম্পিয়নশিপে এটি দ্বিতীয় পদক সিন্ধুর ৷ এর আগে 2014 সালে গিমচিয়ন সংস্করণে ব্রোঞ্জ জিতেছিলেন ৷ সেটি ছিল হায়দরাবাদি শাটলারের প্রথম ব্যাডমিন্টন এশীয় চ্য়াম্পিয়নশিপ পদক জয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.