ETV Bharat / sports

CWG 2022: কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু-শ্রীকান্ত - Commonwealth Games 2022

বৃহস্পতিবারের ম্যাচে মলদ্বীপের শাটলার ফাতিমাত নাবাহা আবদুল রাজ্জাককে 21-4, 21-11 ব্যবধানে হারিয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu Advances to Round of 16) ৷

Birmingham Commonwealth Games
Etv Bharaকমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলস
author img

By

Published : Aug 4, 2022, 8:00 PM IST

Updated : Aug 4, 2022, 8:47 PM IST

বার্মিংহাম, 4 অগস্ট: কমনওয়েলথ গেমসের ব্যডমিন্টন সিঙ্গলে জয় পেলেন ভারতের দুই তারকা খেলোয়াড় পিভি সিন্ধু ও কিদাম্বী শ্রীকান্ত ৷ বৃহস্পতিবার তাঁদের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন এই দুই ভারতীয় শাটলার ৷ সেই সঙ্গে শেষ ষোলোয় পৌঁছেছেন সিন্ধু ও শ্রীকান্ত(Commonwealth Games 2022) ৷

মলদ্বীপের শাটলার ফাতিমাত নাবাহা আবদুল রাজ্জাককে স্ট্রেট গেমে হারিয়েছেন পিভি সিন্ধু ৷ ভারতীয় শাটলারের পক্ষে খেলার ফল 21-4, 21-11 ৷ দু'বারের অলিম্পিক পদক জয়ী সিন্ধুর সামনে এদিন দাঁড়াতেই পারেননি ফাতিমাত ৷ 21 মিনিটেই ম্যাচ পকেটে পুরে নেন সিন্ধু ৷

আরও পড়ুন: স্কোয়াসে সৌরভ, হাই জাম্পে শংকর! একই দিনে ইতিহাস গড়লেন দুই তারকা

অন্যদিকে, পুরুষ সিঙ্গলস বিভাগে উগান্ডার প্রতিপক্ষ ড্যানিয়াল ওনাগালিয়াকে 21-9, 21-9 ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার শেষ ষোলোয় পৌঁছেছেন কাদম্বী শ্রীকান্ত ৷

উল্লেখ্য, এবারের কমনওয়েলথ গেমসের মিক্সড ডবল প্রতিযোগিতায় ইতিমধ্যেই রৌপ্য পদক পেয়েছে ভারতীয় ব্যাডমিন্টন দল ৷ সিন্ধু ও শ্রীকান্ত দু'জনেই এই দলের সদস্য ৷ এবারের কমনওয়েলথে ভারত এখনও পর্যন্ত 18টি পদক পেয়েছে ৷ এরমধ্যে 5টি সোনা, 6টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ ৷

বার্মিংহাম, 4 অগস্ট: কমনওয়েলথ গেমসের ব্যডমিন্টন সিঙ্গলে জয় পেলেন ভারতের দুই তারকা খেলোয়াড় পিভি সিন্ধু ও কিদাম্বী শ্রীকান্ত ৷ বৃহস্পতিবার তাঁদের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন এই দুই ভারতীয় শাটলার ৷ সেই সঙ্গে শেষ ষোলোয় পৌঁছেছেন সিন্ধু ও শ্রীকান্ত(Commonwealth Games 2022) ৷

মলদ্বীপের শাটলার ফাতিমাত নাবাহা আবদুল রাজ্জাককে স্ট্রেট গেমে হারিয়েছেন পিভি সিন্ধু ৷ ভারতীয় শাটলারের পক্ষে খেলার ফল 21-4, 21-11 ৷ দু'বারের অলিম্পিক পদক জয়ী সিন্ধুর সামনে এদিন দাঁড়াতেই পারেননি ফাতিমাত ৷ 21 মিনিটেই ম্যাচ পকেটে পুরে নেন সিন্ধু ৷

আরও পড়ুন: স্কোয়াসে সৌরভ, হাই জাম্পে শংকর! একই দিনে ইতিহাস গড়লেন দুই তারকা

অন্যদিকে, পুরুষ সিঙ্গলস বিভাগে উগান্ডার প্রতিপক্ষ ড্যানিয়াল ওনাগালিয়াকে 21-9, 21-9 ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার শেষ ষোলোয় পৌঁছেছেন কাদম্বী শ্রীকান্ত ৷

উল্লেখ্য, এবারের কমনওয়েলথ গেমসের মিক্সড ডবল প্রতিযোগিতায় ইতিমধ্যেই রৌপ্য পদক পেয়েছে ভারতীয় ব্যাডমিন্টন দল ৷ সিন্ধু ও শ্রীকান্ত দু'জনেই এই দলের সদস্য ৷ এবারের কমনওয়েলথে ভারত এখনও পর্যন্ত 18টি পদক পেয়েছে ৷ এরমধ্যে 5টি সোনা, 6টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ ৷

Last Updated : Aug 4, 2022, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.