ইম্ফল, 8 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে দেশের মুখ উজ্জ্বল করেছেন ৷ আজ তাঁর মুখে একগাল হাসি ৷ আজ দেশের রুপোর মেয়ে মীরাবাঈ চানু 28-এ পা দিলেন ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারি বাসভবনে নিজের জন্মদিন পালন করলেন চানু ৷
রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কেক কাটলেন চানু ৷ তখন দু'জনের মুখেই হাসি ৷ এই হাসি শুধু জন্মদিনের হাসি নয় ৷ দেশকে পদক দেওয়ার খুশিও যেন ধরা পড়ছিল ৷ কেক কেটে চানুকে খাইয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে বীরেন সিং ৷ এরপর চানুও কেক খাওয়ালেন মুখ্যমন্ত্রীকে ৷
চানুর জন্মদিন উদযাপনের ভিডিয়ো টুইটারে পোস্ট করেন বীরেন সিং ৷ লেখেন, ‘‘দেশের হয়ে আরও খ্যাতি অর্জন করুক চানু ৷’’ তিনি পোস্টটি ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে ৷ পাল্টা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন চানু ৷ লেখেন, "আমার জন্মদিনকে স্পেশাল করে তোলার জন্য ধন্যবাদ ৷"
-
Thank you Hon'ble CM @NBirenSingh sir for making my birthday so special. https://t.co/VLCEZH7uBM
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you Hon'ble CM @NBirenSingh sir for making my birthday so special. https://t.co/VLCEZH7uBM
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 8, 2021Thank you Hon'ble CM @NBirenSingh sir for making my birthday so special. https://t.co/VLCEZH7uBM
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 8, 2021
তাঁদের এই টুইট সোশাল মিডিয়ায় পোস্টের পরই নেটাগরিকদের শুভেচ্ছায় ভরে যায় ৷ মাত্র 2 ঘণ্টায় ভিডিয়োটি প্রায় 53 হাজার জন দেখেন ৷ কেউ লেখেন, জন্মদিনের শুভেচ্ছা চ্যাম্পিয়ন ৷ প্রতি চার বছর অন্তর এমন করেই জন্মদিন পালন কর ৷
-
It was a pleasure having @mirabai_chanu at my official residence on her 27th Birthday.
— N.Biren Singh (@NBirenSingh) August 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wishing you a very happy birthday Mirabai. May you continue to bring laurels to the country.@narendramodi @ianuragthakur pic.twitter.com/Tc1SYL4KU8
">It was a pleasure having @mirabai_chanu at my official residence on her 27th Birthday.
— N.Biren Singh (@NBirenSingh) August 8, 2021
Wishing you a very happy birthday Mirabai. May you continue to bring laurels to the country.@narendramodi @ianuragthakur pic.twitter.com/Tc1SYL4KU8It was a pleasure having @mirabai_chanu at my official residence on her 27th Birthday.
— N.Biren Singh (@NBirenSingh) August 8, 2021
Wishing you a very happy birthday Mirabai. May you continue to bring laurels to the country.@narendramodi @ianuragthakur pic.twitter.com/Tc1SYL4KU8
আরও পড়ুন: 'জুনিয়র চানু', টিভিতে মীরাবাঈকে অনুকরণ খুদে ভারোত্তোলকের
কয়েকদিন আগে মীরাবাঈ চানু ভারোত্তোলনের 49 কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন ৷ এর পর দেশে ফিরতেই সংবর্ধনার জোয়ারে ভাসেন ৷ প্যারিস অলিম্পিকসে তিনি সোনা আনবেন বলে এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে দেশবাসী ৷