ETV Bharat / sports

তাস খেলায় অর্জুন পুরস্কারের জন্য মনোনীত শিবনাথ দে সরকার এবং প্রণব বর্ধন - শিবনাথ দে সরকার

এশিয়ান গেমসে তাস খেলায় সোনা জিতে চমকে দিয়েছিলেন যাদবপুরের প্রণব বর্ধন এবং সালকিয়ার শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু সরকার । দুই বাঙালির সোনা জয় তাস খেলা সম্বন্ধে পুরানো ধারণার মূলে আঘাত হেনেছিল ।

image
শিবনাথ দে সরকার
author img

By

Published : Jul 12, 2020, 7:56 PM IST

কলকাতা, 12 জুলাই : চলতি বছরে অর্জুন পুরস্কারের জন্য শিবনাথ দে সরকার এবং প্রণব বর্ধনের নাম মনোনীত করল ব্রিজ ফেডারেশন অব ইন্ডিয়া । ইতিমধ্যে দুই বাঙালি খেলোয়াড় তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছেন ।

এখন অর্জুন সম্মান স্মারকটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন । এশিয়ান গেমসে তাস খেলায় সোনা জিতে চমকে দিয়েছিলেন যাদবপুরের প্রণব বর্ধন এবং সালকিয়ার শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু সরকার । দুই বাঙালির সোনা জয় তাস খেলা সম্বন্ধে পুরানো ধারণার মূলে আঘাত হেনেছিল । তারপর থেকে খেলাটি সম্বন্ধে দৃষ্টিভঙ্গি বদল হয়েছে ।

আরও পড়ুন :- দুরন্ত আর্চার, দ্বিতীয় ইনিংসের শুরুতেই বেসামাল ওয়েস্ট ইন্ডিজ়

রবিবার সকালে নিজের বাড়িতে বসে শিবনাথ দে সরকার বলছিলেন,"আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম । এশিয়ান গেমসে সোনা জয় সেই চেষ্টার প্রথম সাফল্য । যেখান থেকে মানুষ বুঝতে পেরেছিল তাস পাশা সর্বনাশা নয় । এই খেলাতেও এশিয়ান গেমসে সোনা জয় সম্ভব তা দেখেছে ভারতবাসী । এই খেলা খেলে অর্জুন সম্মান পাওয়া যেতে পারে সেটাও দেখতে পারে মানুষ ৷ এটাই তৃপ্তি ৷"

অর্জুন পুরস্কারে মনোনীত হওয়ার পর শিবনাথ দে সরকারের প্রতিক্রিয়া

একই সঙ্গে তিনি যোগ করলেন " মানসিকতার বদল হতে দেখে ভালো লাগছে । নিজের কাছে এটা কত বড় তৃপ্তি, তা বলে বোঝানো সম্ভব নয় ।" দুই বাঙালি তাস খেলোয়াড় সারাবছর ব্যস্ত থাকেন । কার্যত শহরে থাকাই হয় না । কাচ্চু সরকার তাস খেলা শেখানোর কাজে ব্যস্ত । নিজের প্রমোটিং এর ব্যবসা ছেড়ে প্রণব বর্ধনও তাস খেলার প্রসার এবং প্রচারে ব্যস্ত রয়েছেন । "আমাদের এই সাফল্য তরুণ প্রজন্মকে একটা বার্তা দেবে ৷ " তাই তাস সম্বন্ধে প্রচলিত ধারণা বদলে তৃপ্তির সুর নতুন আলো জ্বালায় ।

কলকাতা, 12 জুলাই : চলতি বছরে অর্জুন পুরস্কারের জন্য শিবনাথ দে সরকার এবং প্রণব বর্ধনের নাম মনোনীত করল ব্রিজ ফেডারেশন অব ইন্ডিয়া । ইতিমধ্যে দুই বাঙালি খেলোয়াড় তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছেন ।

এখন অর্জুন সম্মান স্মারকটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন । এশিয়ান গেমসে তাস খেলায় সোনা জিতে চমকে দিয়েছিলেন যাদবপুরের প্রণব বর্ধন এবং সালকিয়ার শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু সরকার । দুই বাঙালির সোনা জয় তাস খেলা সম্বন্ধে পুরানো ধারণার মূলে আঘাত হেনেছিল । তারপর থেকে খেলাটি সম্বন্ধে দৃষ্টিভঙ্গি বদল হয়েছে ।

আরও পড়ুন :- দুরন্ত আর্চার, দ্বিতীয় ইনিংসের শুরুতেই বেসামাল ওয়েস্ট ইন্ডিজ়

রবিবার সকালে নিজের বাড়িতে বসে শিবনাথ দে সরকার বলছিলেন,"আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম । এশিয়ান গেমসে সোনা জয় সেই চেষ্টার প্রথম সাফল্য । যেখান থেকে মানুষ বুঝতে পেরেছিল তাস পাশা সর্বনাশা নয় । এই খেলাতেও এশিয়ান গেমসে সোনা জয় সম্ভব তা দেখেছে ভারতবাসী । এই খেলা খেলে অর্জুন সম্মান পাওয়া যেতে পারে সেটাও দেখতে পারে মানুষ ৷ এটাই তৃপ্তি ৷"

অর্জুন পুরস্কারে মনোনীত হওয়ার পর শিবনাথ দে সরকারের প্রতিক্রিয়া

একই সঙ্গে তিনি যোগ করলেন " মানসিকতার বদল হতে দেখে ভালো লাগছে । নিজের কাছে এটা কত বড় তৃপ্তি, তা বলে বোঝানো সম্ভব নয় ।" দুই বাঙালি তাস খেলোয়াড় সারাবছর ব্যস্ত থাকেন । কার্যত শহরে থাকাই হয় না । কাচ্চু সরকার তাস খেলা শেখানোর কাজে ব্যস্ত । নিজের প্রমোটিং এর ব্যবসা ছেড়ে প্রণব বর্ধনও তাস খেলার প্রসার এবং প্রচারে ব্যস্ত রয়েছেন । "আমাদের এই সাফল্য তরুণ প্রজন্মকে একটা বার্তা দেবে ৷ " তাই তাস সম্বন্ধে প্রচলিত ধারণা বদলে তৃপ্তির সুর নতুন আলো জ্বালায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.