ETV Bharat / sports

তাস খেলায় অর্জুন পুরস্কারের জন্য মনোনীত শিবনাথ দে সরকার এবং প্রণব বর্ধন

এশিয়ান গেমসে তাস খেলায় সোনা জিতে চমকে দিয়েছিলেন যাদবপুরের প্রণব বর্ধন এবং সালকিয়ার শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু সরকার । দুই বাঙালির সোনা জয় তাস খেলা সম্বন্ধে পুরানো ধারণার মূলে আঘাত হেনেছিল ।

image
শিবনাথ দে সরকার
author img

By

Published : Jul 12, 2020, 7:56 PM IST

কলকাতা, 12 জুলাই : চলতি বছরে অর্জুন পুরস্কারের জন্য শিবনাথ দে সরকার এবং প্রণব বর্ধনের নাম মনোনীত করল ব্রিজ ফেডারেশন অব ইন্ডিয়া । ইতিমধ্যে দুই বাঙালি খেলোয়াড় তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছেন ।

এখন অর্জুন সম্মান স্মারকটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন । এশিয়ান গেমসে তাস খেলায় সোনা জিতে চমকে দিয়েছিলেন যাদবপুরের প্রণব বর্ধন এবং সালকিয়ার শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু সরকার । দুই বাঙালির সোনা জয় তাস খেলা সম্বন্ধে পুরানো ধারণার মূলে আঘাত হেনেছিল । তারপর থেকে খেলাটি সম্বন্ধে দৃষ্টিভঙ্গি বদল হয়েছে ।

আরও পড়ুন :- দুরন্ত আর্চার, দ্বিতীয় ইনিংসের শুরুতেই বেসামাল ওয়েস্ট ইন্ডিজ়

রবিবার সকালে নিজের বাড়িতে বসে শিবনাথ দে সরকার বলছিলেন,"আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম । এশিয়ান গেমসে সোনা জয় সেই চেষ্টার প্রথম সাফল্য । যেখান থেকে মানুষ বুঝতে পেরেছিল তাস পাশা সর্বনাশা নয় । এই খেলাতেও এশিয়ান গেমসে সোনা জয় সম্ভব তা দেখেছে ভারতবাসী । এই খেলা খেলে অর্জুন সম্মান পাওয়া যেতে পারে সেটাও দেখতে পারে মানুষ ৷ এটাই তৃপ্তি ৷"

অর্জুন পুরস্কারে মনোনীত হওয়ার পর শিবনাথ দে সরকারের প্রতিক্রিয়া

একই সঙ্গে তিনি যোগ করলেন " মানসিকতার বদল হতে দেখে ভালো লাগছে । নিজের কাছে এটা কত বড় তৃপ্তি, তা বলে বোঝানো সম্ভব নয় ।" দুই বাঙালি তাস খেলোয়াড় সারাবছর ব্যস্ত থাকেন । কার্যত শহরে থাকাই হয় না । কাচ্চু সরকার তাস খেলা শেখানোর কাজে ব্যস্ত । নিজের প্রমোটিং এর ব্যবসা ছেড়ে প্রণব বর্ধনও তাস খেলার প্রসার এবং প্রচারে ব্যস্ত রয়েছেন । "আমাদের এই সাফল্য তরুণ প্রজন্মকে একটা বার্তা দেবে ৷ " তাই তাস সম্বন্ধে প্রচলিত ধারণা বদলে তৃপ্তির সুর নতুন আলো জ্বালায় ।

কলকাতা, 12 জুলাই : চলতি বছরে অর্জুন পুরস্কারের জন্য শিবনাথ দে সরকার এবং প্রণব বর্ধনের নাম মনোনীত করল ব্রিজ ফেডারেশন অব ইন্ডিয়া । ইতিমধ্যে দুই বাঙালি খেলোয়াড় তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছেন ।

এখন অর্জুন সম্মান স্মারকটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন । এশিয়ান গেমসে তাস খেলায় সোনা জিতে চমকে দিয়েছিলেন যাদবপুরের প্রণব বর্ধন এবং সালকিয়ার শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু সরকার । দুই বাঙালির সোনা জয় তাস খেলা সম্বন্ধে পুরানো ধারণার মূলে আঘাত হেনেছিল । তারপর থেকে খেলাটি সম্বন্ধে দৃষ্টিভঙ্গি বদল হয়েছে ।

আরও পড়ুন :- দুরন্ত আর্চার, দ্বিতীয় ইনিংসের শুরুতেই বেসামাল ওয়েস্ট ইন্ডিজ়

রবিবার সকালে নিজের বাড়িতে বসে শিবনাথ দে সরকার বলছিলেন,"আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম । এশিয়ান গেমসে সোনা জয় সেই চেষ্টার প্রথম সাফল্য । যেখান থেকে মানুষ বুঝতে পেরেছিল তাস পাশা সর্বনাশা নয় । এই খেলাতেও এশিয়ান গেমসে সোনা জয় সম্ভব তা দেখেছে ভারতবাসী । এই খেলা খেলে অর্জুন সম্মান পাওয়া যেতে পারে সেটাও দেখতে পারে মানুষ ৷ এটাই তৃপ্তি ৷"

অর্জুন পুরস্কারে মনোনীত হওয়ার পর শিবনাথ দে সরকারের প্রতিক্রিয়া

একই সঙ্গে তিনি যোগ করলেন " মানসিকতার বদল হতে দেখে ভালো লাগছে । নিজের কাছে এটা কত বড় তৃপ্তি, তা বলে বোঝানো সম্ভব নয় ।" দুই বাঙালি তাস খেলোয়াড় সারাবছর ব্যস্ত থাকেন । কার্যত শহরে থাকাই হয় না । কাচ্চু সরকার তাস খেলা শেখানোর কাজে ব্যস্ত । নিজের প্রমোটিং এর ব্যবসা ছেড়ে প্রণব বর্ধনও তাস খেলার প্রসার এবং প্রচারে ব্যস্ত রয়েছেন । "আমাদের এই সাফল্য তরুণ প্রজন্মকে একটা বার্তা দেবে ৷ " তাই তাস সম্বন্ধে প্রচলিত ধারণা বদলে তৃপ্তির সুর নতুন আলো জ্বালায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.