ETV Bharat / sports

Sunil Chhetri: বিয়ে বাড়ির অতিথির মতো আচরণ করবেন না, রাজ্যপালকে একহাত সুনীলের অভিনেতা শ্যালকের

লা গণেশনের সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) ধাক্কা দেওয়ার ঘটনায় সরব হলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee) ৷ জামাইবাবুর পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপালের (Governor La Ganeshan) সমালোচনায় সরব হলেন শ্যালক সাহেব ৷

Shaheb Bhattacherjee Criticises Governor La Ganeshan for Push to Sunil Chhetri
Shaheb Bhattacherjee Criticises Governor La Ganeshan for Push to Sunil Chhetri
author img

By

Published : Sep 19, 2022, 7:36 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ জিতেছে বেঙ্গালুরু এফসি ৷ মুম্বই সিটি এফসি-কে 2-1 গোলে হারিয়েছেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri) ৷ তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ যেখানে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন (Governor La Ganeshan) সুনীল ছেত্রীকে সরিয়ে দিচ্ছেন ৷ ম্যাচ অফিসিয়ালদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে ৷ যার পরেই সোশাল মিডিয়ায় লা গণেশনের সেই আচরণের নিন্দা শুরু হয়েছে ৷ অভিযোগ উঠেছে, লা গণেশন ছবি তোলার জন্য সুনীল ছেত্রীর কাঁধ ধরে তাঁকে সরিয়ে দিয়েছেন ৷

এ নিয়ে টুইটারে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপালকে নিশানা করেছেন সুনীল ছেত্রীর শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee) ৷ টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করে সাহেব লিখেছেন, "শুনছেন...!!! ওই ট্রফিটা তাঁর প্রাপ্য ৷ তাঁর দলের প্রাপ্য ৷ আপনার মতো পদমর্যাদায় থাকা একজনের এমন আচরণ শোভা পায় না ৷ যেখানে আপনি প্রচারের আলো পেতে ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন ৷"

তবে, সাহেবের টুইটের শেষ লাইনটি কার্যত রাজনৈতিক বিতর্ক তৈরি করে দিয়েছে ৷ যেখানে তিনি লিখেছেন, "স্পষ্টতই এটা বেশি করে আধিপত্য দেখানোর প্রতিযোগিতা, কারণ ক্রীড়ামন্ত্রী সেখানে মধ্যমণি হয়ে রয়েছেন ৷" এখানেই থামেননি সাহেব ভট্টাচার্য ৷ আরও একটি টুইটে তিনি লেখেন, "মুখ্য অতিথির মতো আচরণ করুন ৷ যে সম্মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বিয়ে বাড়িতে পারিবারিক ছবিতে আসা অতিথির মতো আচরণের চেষ্টা করবেন না ৷ অন্যকে সম্মান দিন এবং নিজের সম্মান বজায় রাখুন ৷"

আরও পড়ুন: স্বপ্নপূরণ সুনীলের, ডুরান্ড চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

তবে, শুধু সাহেব নন ৷ সোশাল মিডিয়ায় ভারতীয় ফুটবল দলের অধিনায়কের অনুরাগীরাও লা গণেশনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় এমনই একাধিক টুইট ছেয়ে গিয়েছে ৷ যেখানে রাজ্যপাল লা গণেশনকে প্রচারলোভী বলে কটাক্ষ করা হয়েছে ৷ প্রসঙ্গত, এ দিন বিকেলে সাহেব ভট্টাচার্য আরও একটি টুইট করেন ৷ সেখানে সাহেব অভিযোগ করেছেন, তাঁর টুইটার হ্যান্ডেলটি হ্যাক করার চেষ্টা হয়েছে ৷ আর সেটা হয়েছে রাজ্যপালের আচরণের প্রতিবাদ করায় ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ জিতেছে বেঙ্গালুরু এফসি ৷ মুম্বই সিটি এফসি-কে 2-1 গোলে হারিয়েছেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri) ৷ তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ যেখানে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন (Governor La Ganeshan) সুনীল ছেত্রীকে সরিয়ে দিচ্ছেন ৷ ম্যাচ অফিসিয়ালদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে ৷ যার পরেই সোশাল মিডিয়ায় লা গণেশনের সেই আচরণের নিন্দা শুরু হয়েছে ৷ অভিযোগ উঠেছে, লা গণেশন ছবি তোলার জন্য সুনীল ছেত্রীর কাঁধ ধরে তাঁকে সরিয়ে দিয়েছেন ৷

এ নিয়ে টুইটারে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপালকে নিশানা করেছেন সুনীল ছেত্রীর শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee) ৷ টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করে সাহেব লিখেছেন, "শুনছেন...!!! ওই ট্রফিটা তাঁর প্রাপ্য ৷ তাঁর দলের প্রাপ্য ৷ আপনার মতো পদমর্যাদায় থাকা একজনের এমন আচরণ শোভা পায় না ৷ যেখানে আপনি প্রচারের আলো পেতে ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন ৷"

তবে, সাহেবের টুইটের শেষ লাইনটি কার্যত রাজনৈতিক বিতর্ক তৈরি করে দিয়েছে ৷ যেখানে তিনি লিখেছেন, "স্পষ্টতই এটা বেশি করে আধিপত্য দেখানোর প্রতিযোগিতা, কারণ ক্রীড়ামন্ত্রী সেখানে মধ্যমণি হয়ে রয়েছেন ৷" এখানেই থামেননি সাহেব ভট্টাচার্য ৷ আরও একটি টুইটে তিনি লেখেন, "মুখ্য অতিথির মতো আচরণ করুন ৷ যে সম্মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বিয়ে বাড়িতে পারিবারিক ছবিতে আসা অতিথির মতো আচরণের চেষ্টা করবেন না ৷ অন্যকে সম্মান দিন এবং নিজের সম্মান বজায় রাখুন ৷"

আরও পড়ুন: স্বপ্নপূরণ সুনীলের, ডুরান্ড চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

তবে, শুধু সাহেব নন ৷ সোশাল মিডিয়ায় ভারতীয় ফুটবল দলের অধিনায়কের অনুরাগীরাও লা গণেশনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ সোশাল মিডিয়ায় এমনই একাধিক টুইট ছেয়ে গিয়েছে ৷ যেখানে রাজ্যপাল লা গণেশনকে প্রচারলোভী বলে কটাক্ষ করা হয়েছে ৷ প্রসঙ্গত, এ দিন বিকেলে সাহেব ভট্টাচার্য আরও একটি টুইট করেন ৷ সেখানে সাহেব অভিযোগ করেছেন, তাঁর টুইটার হ্যান্ডেলটি হ্যাক করার চেষ্টা হয়েছে ৷ আর সেটা হয়েছে রাজ্যপালের আচরণের প্রতিবাদ করায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.