ETV Bharat / sports

PV Sindhu: প্রথম অলিম্পিকস পদক জয়ের 7 বছর পূর্তি, আবেগঘন পিভি সিন্ধু

Seven years of First Olympic Medal win by PV Sindhu: প্রথম অলিম্পিক পদক জয়ের 7 বছর পূর্ণ করলেন পিভি সিন্ধু ৷ সেই অসাধারণ মুহূর্তকে আজও তিনি উপভোগ করেন বলে জানালেন ভারতীয় শাটলার ৷

Image Courtesy: PV Sindhu Twitter
Image Courtesy: PV Sindhu Twitter
author img

By

Published : Aug 20, 2023, 7:12 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: সাত বছর আগে আজকের দিনেই অলিম্পিকসে নিজের প্রথম পদকটি জিতেছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ সোশাল মিডিয়ায় সপ্তম বর্ষপূর্তিতে রিও অলিম্পিকসের স্মৃতিচারণা করলেন তিনি ৷ কীভাবে সেই একটা পদক জয় তাঁর কেরিয়ার বদলে দিয়েছিল, সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ৷ সেই সঙ্গে তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ স্পেনের ক্যারোলিনা মারিনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি ৷ জানালেন, কীভাবে ক্যারোলিনা প্রতি মুহূর্তে তাঁকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাতেন ৷

ব্যাডমিন্টনে ভারতের হয়ে অলিম্পিকসে জোড়া পদক একমাত্র রয়েছে পিভি সিন্ধুর নামে ৷ যার প্রথমটা এসেছিল 2016 সালের 20 অগস্ট রিও অলিম্পিকসে ৷ প্রথম অলিম্পিক জয়ের 7 বছর পূর্ণ করলেন হায়দরাবাদি শাটলার ৷ ভারতীয় মহিলা শাটলার এ প্রসঙ্গে লেখেন, ‘‘সাত বছর আগে, আমি এই যাত্রা শুরু করেছিলাম ৷ যা চিরতরে আমার জীবন বদলে দিয়েছে ৷ পিছনে ঘুরে তাকালে ভাবতেও অবাক লাগে যে, রিওতে আমার প্রথম অলিম্পিক পদক জিতেছিলাম ৷ সেই অসাধারণ মুহূর্তের আজ 7 বছর পার ৷ যা আমার কঠিন পরিশ্রম, একাগ্রতা এবং আমার কোচ, সতীর্থ ও অনুরাগীদের ব্যাপক সমর্থনের উজ্জ্বল প্রতীক ৷’’

ব্যাডমিন্টন কোর্টে তাঁর প্রতিপক্ষের সঙ্গে চলা তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও তুলে ধরেছেন সিন্ধু ৷ তিনি লিখেছেন, ‘‘আর এই অসাধারণ সফরে কোর্টে একাধিক কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছি ৷ বিশেষত, ক্যারোলিনার বিরুদ্ধে লড়াই ৷ আমরা দু’জনেই যে দৃঢ়তা এবং সংকল্প নিয়ে গিয়েছিলাম, তার প্রমাণ ছিল ফাইনাল ম্যাচ ৷ তিন সেটের ম্যারাথন ফাইনালে স্কিল, অধ্যাবসায় এবং স্পোর্টসম্যানশিপের কোনও ঘাটতি ছিল না ৷

  • Seven years ago, I embarked on a journey that would forever change my life. Looking back, it's hard to believe that it's been seven long years since that momentous day when I proudly won my first Olympic medal in Rio. It was a Silver, a shining symbol of my dedication, hard work,… pic.twitter.com/svW5DOjCP6

    — Pvsindhu (@Pvsindhu1) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেন, নেপথ্যে বার্সা!

সাত বছর পর বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি পুরনো সেই সাফল্যকে উপভোগ করছেন বলে জানান পিভি সিন্ধু ৷ তাঁর কথায়, ‘‘আমি এই মুহূর্তে টিকে থাকার সেই লড়াই, শ্রেষ্ঠত্বের খোঁজ এবং স্বপ্ন তাড়া করার সাহসকে উদযাপন করছি ৷’’ পাশাপাশি, এই সাত বছরে তাঁর কেরিয়ারে একাধিক ওঠাপড়া এসেছে ৷ সেগুলিকে নিয়েই তিনি এগিয়ে চলেছেন বলে জানান পিভি সিন্ধু ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: সাত বছর আগে আজকের দিনেই অলিম্পিকসে নিজের প্রথম পদকটি জিতেছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ সোশাল মিডিয়ায় সপ্তম বর্ষপূর্তিতে রিও অলিম্পিকসের স্মৃতিচারণা করলেন তিনি ৷ কীভাবে সেই একটা পদক জয় তাঁর কেরিয়ার বদলে দিয়েছিল, সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ৷ সেই সঙ্গে তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ স্পেনের ক্যারোলিনা মারিনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি ৷ জানালেন, কীভাবে ক্যারোলিনা প্রতি মুহূর্তে তাঁকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাতেন ৷

ব্যাডমিন্টনে ভারতের হয়ে অলিম্পিকসে জোড়া পদক একমাত্র রয়েছে পিভি সিন্ধুর নামে ৷ যার প্রথমটা এসেছিল 2016 সালের 20 অগস্ট রিও অলিম্পিকসে ৷ প্রথম অলিম্পিক জয়ের 7 বছর পূর্ণ করলেন হায়দরাবাদি শাটলার ৷ ভারতীয় মহিলা শাটলার এ প্রসঙ্গে লেখেন, ‘‘সাত বছর আগে, আমি এই যাত্রা শুরু করেছিলাম ৷ যা চিরতরে আমার জীবন বদলে দিয়েছে ৷ পিছনে ঘুরে তাকালে ভাবতেও অবাক লাগে যে, রিওতে আমার প্রথম অলিম্পিক পদক জিতেছিলাম ৷ সেই অসাধারণ মুহূর্তের আজ 7 বছর পার ৷ যা আমার কঠিন পরিশ্রম, একাগ্রতা এবং আমার কোচ, সতীর্থ ও অনুরাগীদের ব্যাপক সমর্থনের উজ্জ্বল প্রতীক ৷’’

ব্যাডমিন্টন কোর্টে তাঁর প্রতিপক্ষের সঙ্গে চলা তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও তুলে ধরেছেন সিন্ধু ৷ তিনি লিখেছেন, ‘‘আর এই অসাধারণ সফরে কোর্টে একাধিক কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছি ৷ বিশেষত, ক্যারোলিনার বিরুদ্ধে লড়াই ৷ আমরা দু’জনেই যে দৃঢ়তা এবং সংকল্প নিয়ে গিয়েছিলাম, তার প্রমাণ ছিল ফাইনাল ম্যাচ ৷ তিন সেটের ম্যারাথন ফাইনালে স্কিল, অধ্যাবসায় এবং স্পোর্টসম্যানশিপের কোনও ঘাটতি ছিল না ৷

  • Seven years ago, I embarked on a journey that would forever change my life. Looking back, it's hard to believe that it's been seven long years since that momentous day when I proudly won my first Olympic medal in Rio. It was a Silver, a shining symbol of my dedication, hard work,… pic.twitter.com/svW5DOjCP6

    — Pvsindhu (@Pvsindhu1) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেন, নেপথ্যে বার্সা!

সাত বছর পর বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি পুরনো সেই সাফল্যকে উপভোগ করছেন বলে জানান পিভি সিন্ধু ৷ তাঁর কথায়, ‘‘আমি এই মুহূর্তে টিকে থাকার সেই লড়াই, শ্রেষ্ঠত্বের খোঁজ এবং স্বপ্ন তাড়া করার সাহসকে উদযাপন করছি ৷’’ পাশাপাশি, এই সাত বছরে তাঁর কেরিয়ারে একাধিক ওঠাপড়া এসেছে ৷ সেগুলিকে নিয়েই তিনি এগিয়ে চলেছেন বলে জানান পিভি সিন্ধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.