ETV Bharat / sports

Serena Williams: টেনিসের সঙ্গেই জুড়ে থাকতে চাই, ঘরের মাঠে বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারলেন না সেরেনা

1999 যে কোর্টে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা (Serena Williams), সেখানেই একটা যুগের অবসান হল এদিন ৷ চেষ্টা করেছিলেন বিদায়বেলায় যাতে মার্গারেট কোর্টের (Margaret Court) 24টি মেজর জয়ের নজিরে ভাগ বসাতে পারেন ৷ কিন্তু ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রেখেই টেনিসকে আলবিদা জানালেন ছ'বারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ৷

Etv Bharat
ঘরের মাঠে বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারলেন না সেরেনা
author img

By

Published : Sep 3, 2022, 4:41 PM IST

নিউ ইয়র্ক, 3 সেপ্টেম্বর: তিনি টেনিসের সুপার মম ৷ বিশ্ব টেনিসের সর্বোচ্চ পর্যায়ে 27 বছরের সুদীর্ঘ কেরিয়ারে ছড়িয়ে-ছিটিয়ে রকমারি সব মণিমানিক্য ৷ ওপেন এরার সর্বাধিক সফল মহিলা প্লেয়ার তিনি ৷ ব়্যাকেট যে আলমারিতে তুলে রাখবেন যেটা গত মাসের শুরুতেই আভাস দিয়েছিলেন ৷ আর শনিবার যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে অখ্যাত আইলা টমলিয়ানোভিচের (Ajla Tomljanovic) কাছে হেরে অবসরযাপনে গেলেন 23টি মেজরের (সিঙ্গলস) মালকিন সেরেনা উইলিয়ামস (Serena Williams) ৷

1999 যে কোর্টে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা, সেখানেই একটা যুগের অবসান হল এদিন ৷ চেষ্টা করেছিলেন বিদায়বেলায় যাতে মার্গারেট কোর্টের (Margaret Court) 24টি মেজর জয়ের নজিরে ভাগ বসাতে পারেন ৷ কিন্তু ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রেখেই টেনিসকে আলবিদা জানালেন ছ'বারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ৷ বিদায়বেলায় স্বভাবতই বল্গাহীন আবেগে ভাসলেন টেনিস মায়েস্ত্রো ৷ অঝোরে কাঁদলেন ৷ কিন্তু সত্যিই কী টেনিসকে বিদায় জানিয়ে থাকতে পারবেন মার্কিনী? উত্তরটা অবশ্যই না ৷ বিদায়বেলায় সেরেনা নিজেই জানালেন কোর্টে ব়্যাকেট হাতে আর না-নামলেও টেনিসের সঙ্গেই জুড়ে থাকবেন তিনি (Serena Williams says she cant imagine her future without tennis) ৷

এদিন তৃতীয় রাউন্ডে হারের পর সেরেনাকে সাংবাদিক সম্মেলনে যখন জিজ্ঞেস করা হয় ফ্লাশিং মেডোয় এটাই কী তোমার শেষ ম্যাচ ? উত্তরে আবেগী সেরেনা বলেন, "আমার মনে হয় আমি টেনিসে সত্যিই নতুন কিছু আনতে পেরেছি ৷ একটা নয়া আঙ্গিক, ফিস্ট পাম্প, কোর্টের মধ্যে দুরন্তপনা সবকিছু ৷ প্যাশন খুব সুন্দর একটা শব্দ ৷" তাহলে কি অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কোর্টে ফেরার কোনও সম্ভাবনা রয়েছে সেরেনার ?

আরও পড়ুন: নিজের ব়্যাকেটেই নাক ভেঙে কোর্টেই রক্তাক্ত নাদাল

কোর্ট ইন্টারভিউতে সেরেনা তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে বলেন, "আমি জানি না ৷ এখনও ভেবে চলেছি ৷ আমি অস্ট্রেলিয়াকে সবসময় ভালোবেসে এসেছি ৷" তাহলে কি জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন 'সুপার মম'? হয়তো অন কোর্ট নয়, অফ কোর্টেই দায়িত্ব সামলাতে দেখা যাবে সেরেনাকে ৷ কারণ, 23টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালকিন বলেন, "টেনিস আমার জীবনের একটা বড় অধ্যায় ৷ তাই টেনিস ছাড়া আমি আর কী নিয়ে ভাবব ৷ আমি টেনিসকে বাদ রেখে আমার ভবিষ্যৎ ভাবতে পারি না ৷"

নিউ ইয়র্ক, 3 সেপ্টেম্বর: তিনি টেনিসের সুপার মম ৷ বিশ্ব টেনিসের সর্বোচ্চ পর্যায়ে 27 বছরের সুদীর্ঘ কেরিয়ারে ছড়িয়ে-ছিটিয়ে রকমারি সব মণিমানিক্য ৷ ওপেন এরার সর্বাধিক সফল মহিলা প্লেয়ার তিনি ৷ ব়্যাকেট যে আলমারিতে তুলে রাখবেন যেটা গত মাসের শুরুতেই আভাস দিয়েছিলেন ৷ আর শনিবার যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে অখ্যাত আইলা টমলিয়ানোভিচের (Ajla Tomljanovic) কাছে হেরে অবসরযাপনে গেলেন 23টি মেজরের (সিঙ্গলস) মালকিন সেরেনা উইলিয়ামস (Serena Williams) ৷

1999 যে কোর্টে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা, সেখানেই একটা যুগের অবসান হল এদিন ৷ চেষ্টা করেছিলেন বিদায়বেলায় যাতে মার্গারেট কোর্টের (Margaret Court) 24টি মেজর জয়ের নজিরে ভাগ বসাতে পারেন ৷ কিন্তু ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রেখেই টেনিসকে আলবিদা জানালেন ছ'বারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ৷ বিদায়বেলায় স্বভাবতই বল্গাহীন আবেগে ভাসলেন টেনিস মায়েস্ত্রো ৷ অঝোরে কাঁদলেন ৷ কিন্তু সত্যিই কী টেনিসকে বিদায় জানিয়ে থাকতে পারবেন মার্কিনী? উত্তরটা অবশ্যই না ৷ বিদায়বেলায় সেরেনা নিজেই জানালেন কোর্টে ব়্যাকেট হাতে আর না-নামলেও টেনিসের সঙ্গেই জুড়ে থাকবেন তিনি (Serena Williams says she cant imagine her future without tennis) ৷

এদিন তৃতীয় রাউন্ডে হারের পর সেরেনাকে সাংবাদিক সম্মেলনে যখন জিজ্ঞেস করা হয় ফ্লাশিং মেডোয় এটাই কী তোমার শেষ ম্যাচ ? উত্তরে আবেগী সেরেনা বলেন, "আমার মনে হয় আমি টেনিসে সত্যিই নতুন কিছু আনতে পেরেছি ৷ একটা নয়া আঙ্গিক, ফিস্ট পাম্প, কোর্টের মধ্যে দুরন্তপনা সবকিছু ৷ প্যাশন খুব সুন্দর একটা শব্দ ৷" তাহলে কি অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কোর্টে ফেরার কোনও সম্ভাবনা রয়েছে সেরেনার ?

আরও পড়ুন: নিজের ব়্যাকেটেই নাক ভেঙে কোর্টেই রক্তাক্ত নাদাল

কোর্ট ইন্টারভিউতে সেরেনা তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে বলেন, "আমি জানি না ৷ এখনও ভেবে চলেছি ৷ আমি অস্ট্রেলিয়াকে সবসময় ভালোবেসে এসেছি ৷" তাহলে কি জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন 'সুপার মম'? হয়তো অন কোর্ট নয়, অফ কোর্টেই দায়িত্ব সামলাতে দেখা যাবে সেরেনাকে ৷ কারণ, 23টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালকিন বলেন, "টেনিস আমার জীবনের একটা বড় অধ্যায় ৷ তাই টেনিস ছাড়া আমি আর কী নিয়ে ভাবব ৷ আমি টেনিসকে বাদ রেখে আমার ভবিষ্যৎ ভাবতে পারি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.