ETV Bharat / sports

Serena Williams: আরও একবার কন্যা সন্তানের মা হলেন সেরেনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 10:59 AM IST

গত মে মাসে তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সেরেনা ৷ এদিন জানান, তিনি দ্বিতীয়বার কন্যা সন্তানের মা হয়েছেন ৷

Image Courtesy: Serena Williams Instagram
Image Courtesy: Serena Williams Instagram

ওয়াশিংটন, 23 অগস্ট: দ্বিতীয়বার মা হলেন সেরেনা উইলিয়ামস ৷ অবসরের প্রায় একবছর পর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন প্রাক্তন মার্কিন টেনিস তারকা সেরানা এবং তাঁর স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান ৷ বুধবার সোশাল মিডিয়ায় সদস্যজাতকে কোলে নিয়ে সপরিবার একটি ছবি পোস্ট করেছেন 41 বছরের সেরেনা উইলিয়ামস ৷ সন্তানের নাম রেখেছেন আদিরা রিভার ওহানিয়ান ৷ সেরানা এবং অ্যালেক্সিসের প্রথম সন্তান জন্মায় 2017 সালে ৷ তাঁর নাম অলিম্পিয়া ৷

প্রথম সন্তানের জন্মের পর টেনিস কোর্টে কামব্যাক করেছিলেন সেরেনা ৷ আর শুধু কামব্যাক নয়, টেনিস কোর্টে ফিরে মহিলাদের সিঙ্গলসে কেরিয়ারের 23 তম গ্র্যান্ড স্ল্যাম তথা 7 নম্বর অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন ৷ এরপর অবশ্য আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি ৷ তবে, গ্রেট স্টেফি গ্রাফকে টপকে মহিলাদের সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড সেরেনার নামেই রয়েছে ৷

গত বছর সেপ্টেম্বর মাসে পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করেছিলেন সেরেনা ৷ এরপর আর সেভাবে খবরে আসেননি ৷ সর্বশেষ গত মে মাসে মেট গালা ইভেন্টে জানা যায় সেরেনা উইলিয়ামস দ্বিতীয়বার মা হতে চলেছেন ৷ অবসরের প্রায় একবছরের মাথায় দ্বিতীয়বার মা হওয়ার খুশির খবর দিলেন টেনিস গ্রেট ৷ গত অগস্ট মাসে অবসরের পরিকল্পনা করার সময়ই নিজের পরিবারকে আরও বড় করার কথা জানিয়েছিলেন সেরেনা ৷

আরও পড়ুন: বাগানের সামনে মুম্বই, লাল-হলুদ খেলবে গোকুলামের বিরুদ্ধে; ডুরান্ডের শেষ আটের সূচি প্রকাশ

একটি আন্তর্জাতিক ম্যাগাজিনকে সেরেনা জানিয়েছিলেন, টেনিস থেকে দূরে থাকতে তাঁর একমাত্র সম্বল পরিবার ৷ সেই সময় তিনি বলেছিলেন, "পরিবার ও টেনিসের মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে আমি কখনও চাইনি ৷ আমি মনে করি না এটা সঠিক ৷ যদি আমি একজন পুরুষ হতাম, তাহলে সহজেই টেনিসকে বেছে নিতে পারতাম ৷ কারণ, আমার স্ত্রী সেখানে পরিবারকে সামলাতেন ৷" 2022 সালে ঘরের মাঠে যুক্তরাষ্ট্র ওপেনে শেষবার খেলেছিলেন সেরেনা উইলিয়ামস ৷

মহিলাদের সিঙ্গলসে মোট 23টি গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি, ডবলসে মোট 14টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা ৷ সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামের মধ্যে 7টি অস্ট্রেলিয়ান ওপেন, 3টি ফ্রেঞ্চ ওপেন, 7টি উইম্বলডন এবং 6টি যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন সেরেনা উইলিয়ামস ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ওয়াশিংটন, 23 অগস্ট: দ্বিতীয়বার মা হলেন সেরেনা উইলিয়ামস ৷ অবসরের প্রায় একবছর পর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন প্রাক্তন মার্কিন টেনিস তারকা সেরানা এবং তাঁর স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান ৷ বুধবার সোশাল মিডিয়ায় সদস্যজাতকে কোলে নিয়ে সপরিবার একটি ছবি পোস্ট করেছেন 41 বছরের সেরেনা উইলিয়ামস ৷ সন্তানের নাম রেখেছেন আদিরা রিভার ওহানিয়ান ৷ সেরানা এবং অ্যালেক্সিসের প্রথম সন্তান জন্মায় 2017 সালে ৷ তাঁর নাম অলিম্পিয়া ৷

প্রথম সন্তানের জন্মের পর টেনিস কোর্টে কামব্যাক করেছিলেন সেরেনা ৷ আর শুধু কামব্যাক নয়, টেনিস কোর্টে ফিরে মহিলাদের সিঙ্গলসে কেরিয়ারের 23 তম গ্র্যান্ড স্ল্যাম তথা 7 নম্বর অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন ৷ এরপর অবশ্য আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি ৷ তবে, গ্রেট স্টেফি গ্রাফকে টপকে মহিলাদের সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড সেরেনার নামেই রয়েছে ৷

গত বছর সেপ্টেম্বর মাসে পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করেছিলেন সেরেনা ৷ এরপর আর সেভাবে খবরে আসেননি ৷ সর্বশেষ গত মে মাসে মেট গালা ইভেন্টে জানা যায় সেরেনা উইলিয়ামস দ্বিতীয়বার মা হতে চলেছেন ৷ অবসরের প্রায় একবছরের মাথায় দ্বিতীয়বার মা হওয়ার খুশির খবর দিলেন টেনিস গ্রেট ৷ গত অগস্ট মাসে অবসরের পরিকল্পনা করার সময়ই নিজের পরিবারকে আরও বড় করার কথা জানিয়েছিলেন সেরেনা ৷

আরও পড়ুন: বাগানের সামনে মুম্বই, লাল-হলুদ খেলবে গোকুলামের বিরুদ্ধে; ডুরান্ডের শেষ আটের সূচি প্রকাশ

একটি আন্তর্জাতিক ম্যাগাজিনকে সেরেনা জানিয়েছিলেন, টেনিস থেকে দূরে থাকতে তাঁর একমাত্র সম্বল পরিবার ৷ সেই সময় তিনি বলেছিলেন, "পরিবার ও টেনিসের মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে আমি কখনও চাইনি ৷ আমি মনে করি না এটা সঠিক ৷ যদি আমি একজন পুরুষ হতাম, তাহলে সহজেই টেনিসকে বেছে নিতে পারতাম ৷ কারণ, আমার স্ত্রী সেখানে পরিবারকে সামলাতেন ৷" 2022 সালে ঘরের মাঠে যুক্তরাষ্ট্র ওপেনে শেষবার খেলেছিলেন সেরেনা উইলিয়ামস ৷

মহিলাদের সিঙ্গলসে মোট 23টি গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি, ডবলসে মোট 14টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা ৷ সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামের মধ্যে 7টি অস্ট্রেলিয়ান ওপেন, 3টি ফ্রেঞ্চ ওপেন, 7টি উইম্বলডন এবং 6টি যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন সেরেনা উইলিয়ামস ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.