ETV Bharat / sports

Serena Williams: মার্গারেট কোর্টকে ছোঁয়ার স্বপ্ন নিয়েই অবসর ঘোষণা সেরেনার - টেনিস কোর্টকে বিদায় জানাচ্ছেন সেরেনা

মার্গারেট কোর্টের 24টি মেজরের নজির ছোঁয়ার স্বপ্ন নিয়েই টেনিসকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস (Serena Williams Announces Plans to Retire From Tennis) ৷ ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর ঘোষণার কারণও দর্শিয়েছেন 'টেনিস কুইন' ৷

Serena Williamsa
টেনিসকে বিদায় জানাচ্ছেন সেরেনা
author img

By

Published : Aug 9, 2022, 10:04 PM IST

নিউইয়র্ক, 9 অগস্ট: 2017 মেয়ে অলিম্পিয়া যখন গর্ভে, তখন তাঁর নামের পাশে ছিল 23টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব ৷ কন্যা সন্তানের জন্মের পর কোর্টে ফিরতে খুব বেশি সময়ও নেননি ৷ তবে পাঁচবছর পর এসেও সেরেনা উইলিয়ামসের নামের পাশে বদলায়নি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাটা ৷ কিন্তু আর অপেক্ষা নয়, মার্গারেট কোর্টের 24টি মেজরের নজির ছোঁয়ার সাধ অপূর্ণ রেখেই এবার টেনিসকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস (Serena Williams Announces Plans to Retire From Tennis) ৷

ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর ঘোষণার কারণও দর্শিয়েছেন টেনিস কুইন ৷ সেরেনা সেখানে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় লিখেছেন, "আমি যদি পুরুষ হতাম তাহলে হয়তো এই কথাগুলো হয়তো এখনই লিখতাম না ৷ কারণ সেক্ষেত্রে আমি নিশ্চিন্তে খেলে বেড়াতাম ৷ আর আমার স্ত্রী আমার পরিবারের দেখভাল করত ৷ "

Serena Williams
সেরেনার বার্তা

'সেরেনার বিদায়' শীর্ষক 'ভোগ'-এর সেপ্টেম্বর সংস্করণের প্রচ্ছদ সামাজিক মাধ্যমে শেয়ার করে সেরেনা লিখেছেন, "জীবনে এমন একেকটা মুহূর্ত আসে যখন আমাদের অন্য পথে বাঁক নেওয়ার সিদ্ধান্ত নিতে হয় ৷ আর ভালোবাসার কোনও জিনিসকে ছাড়ার প্রসঙ্গ আসলে তো কথাই নেই ৷ আমার সৌভাগ্য যে আমি টেনিসকে ভালোবেসেছি ৷ কিন্তু আপাতত টেনিস ছাড়ার দিনগোনা শুরু ৷ আমি মাতৃত্বের প্রতি আরেকটু যত্নশীল হতে চাই ৷"

আরও পড়ুন: অজি দৌরাত্ম্যের নতুন চেহারা, মূল্যহীন প্রতিপক্ষের জীবনও !

বর্ণময় কেরিয়ারে সেরেনার ঝুলিতে 23টি সিঙ্গলস ছাড়াও ডাবলস এবং মিক্সড ডাবলসে রয়েছে 16টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব ৷ সংশ্লিষ্ট ফ্যাশন ম্যাগাজিনকে কিংবদন্তি জানিয়েছেন, চলতি মাসের শেষে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র ওপেনই তাঁর পেশাদার কেরিয়ারের শেষ প্রতিযোগিতা হতে চলেছে ৷ সেখানে কি কোর্টকে ছুঁতে পারবেন সেরেনা, নাকি অপূর্ণই রয়ে যাবে সাধ ? উত্তরের অপেক্ষায় টেনিস জনতা ৷

নিউইয়র্ক, 9 অগস্ট: 2017 মেয়ে অলিম্পিয়া যখন গর্ভে, তখন তাঁর নামের পাশে ছিল 23টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব ৷ কন্যা সন্তানের জন্মের পর কোর্টে ফিরতে খুব বেশি সময়ও নেননি ৷ তবে পাঁচবছর পর এসেও সেরেনা উইলিয়ামসের নামের পাশে বদলায়নি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাটা ৷ কিন্তু আর অপেক্ষা নয়, মার্গারেট কোর্টের 24টি মেজরের নজির ছোঁয়ার সাধ অপূর্ণ রেখেই এবার টেনিসকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস (Serena Williams Announces Plans to Retire From Tennis) ৷

ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর ঘোষণার কারণও দর্শিয়েছেন টেনিস কুইন ৷ সেরেনা সেখানে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় লিখেছেন, "আমি যদি পুরুষ হতাম তাহলে হয়তো এই কথাগুলো হয়তো এখনই লিখতাম না ৷ কারণ সেক্ষেত্রে আমি নিশ্চিন্তে খেলে বেড়াতাম ৷ আর আমার স্ত্রী আমার পরিবারের দেখভাল করত ৷ "

Serena Williams
সেরেনার বার্তা

'সেরেনার বিদায়' শীর্ষক 'ভোগ'-এর সেপ্টেম্বর সংস্করণের প্রচ্ছদ সামাজিক মাধ্যমে শেয়ার করে সেরেনা লিখেছেন, "জীবনে এমন একেকটা মুহূর্ত আসে যখন আমাদের অন্য পথে বাঁক নেওয়ার সিদ্ধান্ত নিতে হয় ৷ আর ভালোবাসার কোনও জিনিসকে ছাড়ার প্রসঙ্গ আসলে তো কথাই নেই ৷ আমার সৌভাগ্য যে আমি টেনিসকে ভালোবেসেছি ৷ কিন্তু আপাতত টেনিস ছাড়ার দিনগোনা শুরু ৷ আমি মাতৃত্বের প্রতি আরেকটু যত্নশীল হতে চাই ৷"

আরও পড়ুন: অজি দৌরাত্ম্যের নতুন চেহারা, মূল্যহীন প্রতিপক্ষের জীবনও !

বর্ণময় কেরিয়ারে সেরেনার ঝুলিতে 23টি সিঙ্গলস ছাড়াও ডাবলস এবং মিক্সড ডাবলসে রয়েছে 16টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব ৷ সংশ্লিষ্ট ফ্যাশন ম্যাগাজিনকে কিংবদন্তি জানিয়েছেন, চলতি মাসের শেষে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র ওপেনই তাঁর পেশাদার কেরিয়ারের শেষ প্রতিযোগিতা হতে চলেছে ৷ সেখানে কি কোর্টকে ছুঁতে পারবেন সেরেনা, নাকি অপূর্ণই রয়ে যাবে সাধ ? উত্তরের অপেক্ষায় টেনিস জনতা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.