ETV Bharat / sports

2034 FIFA World Cup: 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনের বিড করতে আবেদন সৌদি ফুটবল ফেডারেশনের - সৌদি আরব ফুটবল ফেডারেশন

Saudi Arabia Intent to Bid for 2034 FIFA WC: 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করতে চায় সৌদি আরব ৷ আর তাই সোমবার সৌদি আরব ফুটবল ফেডারেশনের তরফে ফিফার কাছে দরপত্র জমা দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 12:54 PM IST

রিয়াদ, 10 অক্টোবর: সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) সোমবার একটি ফিফার কাছে একটি চিঠি জমা দিয়েছে ৷ সেখানে 2034 বিশ্বকাপ আয়োজনের জন্য বিডের ইচ্ছেপ্রকাশ করে ফিফার কাছে আবেদন জানিয়েছে ৷ এর আগে গত বুধবার সৌদি আরব প্রথম ফুটবলের বিশ্বসেরা টুর্নামেন্টের 2034 সালের সংস্করণের জন্য বিড করার ইচ্ছেপ্রকাশ করেছিল ৷

সোমবার সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের-আল- মিসেহালের সই করা চিঠি ফুটবলের নিয়ামক সংস্থাকে পাঠানো হয়েছে ৷ ফিফার নির্ধারিত বিড প্রক্রিয়া শুরু করার জন্য সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে ৷ এমনটাই জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি ৷ এ নিয়ে সৌদি আরব ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়েছে, ‘‘2034 ফিফা বিশ্বকাপের বিড করার ইচ্ছেপ্রকাশ আরবের ক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ এটা প্রমাণ করে এই দেশ ফুটবলে দেশের বিভিন্ন প্রান্তে নতুন সম্ভাবনা তৈরি করতে কতটা আগ্রহী ৷’’

সৌদি ফুটবল অ্যাসোসিয়েশন এও জানিয়েছে, তারা বিশ্বের প্রতিটি দেশে ফুটবলের সম্প্রসারণ এবং পরিকাঠামোগত উন্নতির জন্য কাজ করতে বদ্ধপরিকর ৷ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের-আল- মিসেহালে জানান, তাদের এই দরপত্র পেশ করা ক্রীড়াক্ষেত্রে অসাধারণ যাত্রার অন্যতম পদক্ষেপ ৷ এমনকি সৌদি আরব বর্তমানে পঞ্চাশের বেশি আন্তর্জাতিক খেলার আয়োজন করে ৷ যেখানে, ফুটবল, মোটরস্পোর্টস, টেনিস, অশ্বারোহণ, ই-স্পোর্টস এবং গল্ফ-সহ নানান আন্তর্জাতিক টুর্নামেন্টের অন্যতম সফল আয়োজক দেশ তারা ৷ আর এই কাজটা 2018 সাল থেকে করে আসছে সৌদি ৷

আরও পড়ুন: 128 বছর পর অলিম্পিকসে ফের বাইশ গজের লড়াই! জোরালো হচ্ছে সম্ভাবনা

2022 ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে মরক্কোকে হারিয়ে আর্জেন্তিনা বিশ্বকাপের ফাইনালে ওঠে এবং বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতে ৷ এমনকী গাল্ফ কান্ট্রির দেশ হিসেবে গত বিশ্বকাপে সৌদি এবং কাতারের মতো দেশগুলি যথেষ্ঠ ভালো পারফর্ম্যান্স করেছিল ৷

রিয়াদ, 10 অক্টোবর: সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) সোমবার একটি ফিফার কাছে একটি চিঠি জমা দিয়েছে ৷ সেখানে 2034 বিশ্বকাপ আয়োজনের জন্য বিডের ইচ্ছেপ্রকাশ করে ফিফার কাছে আবেদন জানিয়েছে ৷ এর আগে গত বুধবার সৌদি আরব প্রথম ফুটবলের বিশ্বসেরা টুর্নামেন্টের 2034 সালের সংস্করণের জন্য বিড করার ইচ্ছেপ্রকাশ করেছিল ৷

সোমবার সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের-আল- মিসেহালের সই করা চিঠি ফুটবলের নিয়ামক সংস্থাকে পাঠানো হয়েছে ৷ ফিফার নির্ধারিত বিড প্রক্রিয়া শুরু করার জন্য সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে ৷ এমনটাই জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি ৷ এ নিয়ে সৌদি আরব ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়েছে, ‘‘2034 ফিফা বিশ্বকাপের বিড করার ইচ্ছেপ্রকাশ আরবের ক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ এটা প্রমাণ করে এই দেশ ফুটবলে দেশের বিভিন্ন প্রান্তে নতুন সম্ভাবনা তৈরি করতে কতটা আগ্রহী ৷’’

সৌদি ফুটবল অ্যাসোসিয়েশন এও জানিয়েছে, তারা বিশ্বের প্রতিটি দেশে ফুটবলের সম্প্রসারণ এবং পরিকাঠামোগত উন্নতির জন্য কাজ করতে বদ্ধপরিকর ৷ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের-আল- মিসেহালে জানান, তাদের এই দরপত্র পেশ করা ক্রীড়াক্ষেত্রে অসাধারণ যাত্রার অন্যতম পদক্ষেপ ৷ এমনকি সৌদি আরব বর্তমানে পঞ্চাশের বেশি আন্তর্জাতিক খেলার আয়োজন করে ৷ যেখানে, ফুটবল, মোটরস্পোর্টস, টেনিস, অশ্বারোহণ, ই-স্পোর্টস এবং গল্ফ-সহ নানান আন্তর্জাতিক টুর্নামেন্টের অন্যতম সফল আয়োজক দেশ তারা ৷ আর এই কাজটা 2018 সাল থেকে করে আসছে সৌদি ৷

আরও পড়ুন: 128 বছর পর অলিম্পিকসে ফের বাইশ গজের লড়াই! জোরালো হচ্ছে সম্ভাবনা

2022 ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে মরক্কোকে হারিয়ে আর্জেন্তিনা বিশ্বকাপের ফাইনালে ওঠে এবং বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতে ৷ এমনকী গাল্ফ কান্ট্রির দেশ হিসেবে গত বিশ্বকাপে সৌদি এবং কাতারের মতো দেশগুলি যথেষ্ঠ ভালো পারফর্ম্যান্স করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.