ETV Bharat / sports

French Open Badminton 2022: ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ জুটি - Satwiksairaj Rankireddy

ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে (French Open Badminton 2022) ইতিহাস সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটির ৷ 39 বছর পর পুরুষদের ডবলস চ্যাম্পিয়ন তাঁরা ৷

Satwiksairaj Rankireddy and Chirag Shetty Win French Open Mens Double Badminton Title
Satwiksairaj Rankireddy and Chirag Shetty Win French Open Mens Double Badminton Title
author img

By

Published : Oct 31, 2022, 10:47 AM IST

প্যারিস, 31 অক্টোবর: ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে (French Open Badminton 2022) পুরুষদের ডবলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি ৷ তাঁরা চিনা-তাইপেই জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হানকে 21-13, 21-19 স্ট্রেট গেমে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি জিতেছেন ৷ আর সেই সঙ্গেই সাত্বিক এবং চিরাগ জুটি প্রথমবার সুপার 750 এবং এ বছরের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর ট্রফি জিতলেন তাঁরা ৷

আর সব মিলিয়ে সাত্বিক এবং চিরাগ জুটি 4টি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ট্রফি (Badminton World Federation World Tour Trophy) জিতেছেন ৷ তবে, এর আগের তিনটি টুর্নামেন্ট এত বড় মাপের ছিল না ৷ তাঁদের প্রথম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ট্রফি ছিল 2018 সালে হায়দরাবাদ ওপেন ৷ এর পর 2019 সালে থাইল্যান্ড ওপেন এবং 2022 সালে ইন্ডিয়া ওপেন টুর্নামেন্টে ডবলস টাইটেল জেতেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ৷

এ দিন ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ব্যাডমিন্টনের ডবলসে (French Open Mens Doubles Badminton Title) আরও একটি ইতিহাস তৈরি করেছেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ 1983 সালে পার্থ গঙ্গোপাধ্যায় এবং বিক্রম সিং জুটির পর, প্রথমবার কোনও ভারতীয় জুটি পুরুষদের ডবলসে ফ্রেঞ্চ ওপেন টাইটেল জিতছেন ৷ যা প্রায় 39 বছর পর সম্ভব হয়েছে ৷ বিশ্ব ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসে 8 নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা চিরাগ এবং সাত্বিক জুটি সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কোই সোল গেউ এবং কিম ওন হো-কে 21-18 ও 21-14 স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে উঠেছিল ৷

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে ভারতের মাটিতে যুব বিশ্বকাপ খেতাব ধরে রাখল স্পেনের মেয়েরা

আর এ দিন ফাইনালে চিনা-তাইপেই জুটির সামনে শুরু থেকে ছন্দে ছিলেন ভারতীয় দুই তরুণ শাটলার ৷ প্রথম গেমেই নিজেদের দাপট দেখান সাত্বিক এবং চিরাগ ৷ 21-13 ব্যবধান প্রথম গেম জিতে ট্রফিতে নিজেদের দাবিদারি পেশ করেন তাঁরা ৷ এর পর দ্বিতীয় গেমে চিনা-তাইপেই জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হান কিছুটা লড়াই করলেও, দুই ভারতীয়র যুগলবন্দির সামনে তা কাজে আসেনি ৷ 21-19 স্কোর লাইনে দ্বিতীয় গেম জিতে ম্যাচ শেষ করেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷

প্যারিস, 31 অক্টোবর: ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে (French Open Badminton 2022) পুরুষদের ডবলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি ৷ তাঁরা চিনা-তাইপেই জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হানকে 21-13, 21-19 স্ট্রেট গেমে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি জিতেছেন ৷ আর সেই সঙ্গেই সাত্বিক এবং চিরাগ জুটি প্রথমবার সুপার 750 এবং এ বছরের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর ট্রফি জিতলেন তাঁরা ৷

আর সব মিলিয়ে সাত্বিক এবং চিরাগ জুটি 4টি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ট্রফি (Badminton World Federation World Tour Trophy) জিতেছেন ৷ তবে, এর আগের তিনটি টুর্নামেন্ট এত বড় মাপের ছিল না ৷ তাঁদের প্রথম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ট্রফি ছিল 2018 সালে হায়দরাবাদ ওপেন ৷ এর পর 2019 সালে থাইল্যান্ড ওপেন এবং 2022 সালে ইন্ডিয়া ওপেন টুর্নামেন্টে ডবলস টাইটেল জেতেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ৷

এ দিন ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ব্যাডমিন্টনের ডবলসে (French Open Mens Doubles Badminton Title) আরও একটি ইতিহাস তৈরি করেছেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ 1983 সালে পার্থ গঙ্গোপাধ্যায় এবং বিক্রম সিং জুটির পর, প্রথমবার কোনও ভারতীয় জুটি পুরুষদের ডবলসে ফ্রেঞ্চ ওপেন টাইটেল জিতছেন ৷ যা প্রায় 39 বছর পর সম্ভব হয়েছে ৷ বিশ্ব ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসে 8 নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা চিরাগ এবং সাত্বিক জুটি সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কোই সোল গেউ এবং কিম ওন হো-কে 21-18 ও 21-14 স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে উঠেছিল ৷

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে ভারতের মাটিতে যুব বিশ্বকাপ খেতাব ধরে রাখল স্পেনের মেয়েরা

আর এ দিন ফাইনালে চিনা-তাইপেই জুটির সামনে শুরু থেকে ছন্দে ছিলেন ভারতীয় দুই তরুণ শাটলার ৷ প্রথম গেমেই নিজেদের দাপট দেখান সাত্বিক এবং চিরাগ ৷ 21-13 ব্যবধান প্রথম গেম জিতে ট্রফিতে নিজেদের দাবিদারি পেশ করেন তাঁরা ৷ এর পর দ্বিতীয় গেমে চিনা-তাইপেই জুটি লু চিং ইয়াও এবং ইয়াং পো হান কিছুটা লড়াই করলেও, দুই ভারতীয়র যুগলবন্দির সামনে তা কাজে আসেনি ৷ 21-19 স্কোর লাইনে দ্বিতীয় গেম জিতে ম্যাচ শেষ করেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.