ETV Bharat / sports

ফাইনালে 'বিশ্বসেরা'দের কাছে হার! চায়না মাস্টার্সে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সাত্বিক-চিরাগকে - চায়না মাস্টার্স

China Masters 2023: চায়না মাস্টার্সের খেতাব হাতছাড়া সাত্বিক-চিরাগের ৷ বিশ্বের এক নম্বর জুটির কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলার জুটিকে ৷ রবিবার চিনা জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং'য়ের কাছে চায়না মাস্টার্সের ফাইনালে তাঁরা পরাজিত হন ৷

সৌঃ ডিডি নিউজ টুইটার
China Masters 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 5:31 PM IST

Updated : Nov 26, 2023, 6:22 PM IST

শেনজেন (চিন), 26 নভেম্বর: চলতি চায়না মাস্টার্স অনুষ্ঠিত হয়েছে শেনজেনে ৷ সেখানে রবিবার চায়না মাস্টার্সের ফাইনালে বিশ্বের এক নম্বর জুটির কাছে হারের মুখ দেখলেন ভারতীয় শাটলার জুটি সাত্বিক-চিরাগ ৷ আজ চিনা জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং'য়ের কাছে ফাইনালে হেরে চায়না মাস্টার্সের খেতাব হাতছাড়া হয় 'সা-চি' জুটির ৷ বিশ্ব সেরা জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং এ দিন ভারতের সেরা জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে ফাইনালে 19-21, 21-18, 19-21 স্কোরে হারান ৷ রানার্স হন সাত্বিক-চিরাগ ৷

বৃহস্পতিবার দুরন্ত পারফর্ম্যান্স করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতের তারকা জুটি। সেই ছন্দ ধরে রেখে বিশ্ব র‍্যাঙ্কিং-এ 13 নম্বর স্থানে থাকা ইন্দোনেশিয়ার লেও রোলি কারনান্দো এবং ড্যানিয়েল মার্টিন জুটিকে পরাস্ত করে ভারতীয় তারকা জুটি। 46 মিনিট ধরে দুই জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তাতেই সেমির টিকিট পাকা করেন বিশ্বের পাঁচ নম্বরে থাকা 'সা-চি' জুটি ৷ এরপর সেমিফাইনালে 50 মিনিটের রোমাঞ্চকর সেমিফাইনালে চিনের জুটি হি জি টিং ও রেন জিয়াং ইউ'কে 21-15, 22-20 গেমে পরাজিত করেন। এতে ফাইনালের টিকিট হাতে নিয়েও শেষ হাসি হাসতে পারলেন না ভারতীয় এই শাটলার জুটি ৷

এক চিনা প্রতিপক্ষকে সেমিতে হারিয়ে বিশ্বের সেরা জুটি (চিনা)-র কাছে হারতে হল হ্যাংঝাউ এশিয়াডে সোনাজয়ীদের ৷ রবিবার প্রথম সেটে পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাক করে দ্বিতীয় সেটে জিতে যায় সাত্বিকরা ৷ চিনা জুটির সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচ হয় ৷ কিন্তু তৃতীয় সেটে ফের পিছিয়ে পড়ে গেম শেষ হয় 19-21-এ ৷ এই হারের ফলে চায়না মাস্টার্সের হারের ফলে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের চতুর্থ ট্যুর খেতাব হাতছাড়া করল বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা এই ভারতীয় জুটিকে ৷

তারা এ বছর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ট্যুরের চতুর্থ ফাইনাল খেলল ৷ তাতে তিনটেতে জিতেছে ৷ সেগুলি হল- সুইস ওপেন (2023), ইন্দোনেশিয়া ওপেন (2023) ও কোরিয়া ওপেন ৷

আরও পড়ুন:

  1. এশিয়াডে সোনা জিতে ব়্যাংকিংয়ে 1 নম্বরে, ঐতিহাসিক কীর্তি 'সা-চি' জুটির
  2. সোনার ধারা অব্যাহত, দিনের চতুর্থ স্বর্ণপদক এল সাত্বিক-চিরাগের হাত ধরে
  3. বল হাতে ভারতীয় দলের ত্রাতা শামি এবার প্রাণরক্ষক

শেনজেন (চিন), 26 নভেম্বর: চলতি চায়না মাস্টার্স অনুষ্ঠিত হয়েছে শেনজেনে ৷ সেখানে রবিবার চায়না মাস্টার্সের ফাইনালে বিশ্বের এক নম্বর জুটির কাছে হারের মুখ দেখলেন ভারতীয় শাটলার জুটি সাত্বিক-চিরাগ ৷ আজ চিনা জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং'য়ের কাছে ফাইনালে হেরে চায়না মাস্টার্সের খেতাব হাতছাড়া হয় 'সা-চি' জুটির ৷ বিশ্ব সেরা জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং এ দিন ভারতের সেরা জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে ফাইনালে 19-21, 21-18, 19-21 স্কোরে হারান ৷ রানার্স হন সাত্বিক-চিরাগ ৷

বৃহস্পতিবার দুরন্ত পারফর্ম্যান্স করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতের তারকা জুটি। সেই ছন্দ ধরে রেখে বিশ্ব র‍্যাঙ্কিং-এ 13 নম্বর স্থানে থাকা ইন্দোনেশিয়ার লেও রোলি কারনান্দো এবং ড্যানিয়েল মার্টিন জুটিকে পরাস্ত করে ভারতীয় তারকা জুটি। 46 মিনিট ধরে দুই জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তাতেই সেমির টিকিট পাকা করেন বিশ্বের পাঁচ নম্বরে থাকা 'সা-চি' জুটি ৷ এরপর সেমিফাইনালে 50 মিনিটের রোমাঞ্চকর সেমিফাইনালে চিনের জুটি হি জি টিং ও রেন জিয়াং ইউ'কে 21-15, 22-20 গেমে পরাজিত করেন। এতে ফাইনালের টিকিট হাতে নিয়েও শেষ হাসি হাসতে পারলেন না ভারতীয় এই শাটলার জুটি ৷

এক চিনা প্রতিপক্ষকে সেমিতে হারিয়ে বিশ্বের সেরা জুটি (চিনা)-র কাছে হারতে হল হ্যাংঝাউ এশিয়াডে সোনাজয়ীদের ৷ রবিবার প্রথম সেটে পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাক করে দ্বিতীয় সেটে জিতে যায় সাত্বিকরা ৷ চিনা জুটির সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচ হয় ৷ কিন্তু তৃতীয় সেটে ফের পিছিয়ে পড়ে গেম শেষ হয় 19-21-এ ৷ এই হারের ফলে চায়না মাস্টার্সের হারের ফলে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের চতুর্থ ট্যুর খেতাব হাতছাড়া করল বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা এই ভারতীয় জুটিকে ৷

তারা এ বছর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ট্যুরের চতুর্থ ফাইনাল খেলল ৷ তাতে তিনটেতে জিতেছে ৷ সেগুলি হল- সুইস ওপেন (2023), ইন্দোনেশিয়া ওপেন (2023) ও কোরিয়া ওপেন ৷

আরও পড়ুন:

  1. এশিয়াডে সোনা জিতে ব়্যাংকিংয়ে 1 নম্বরে, ঐতিহাসিক কীর্তি 'সা-চি' জুটির
  2. সোনার ধারা অব্যাহত, দিনের চতুর্থ স্বর্ণপদক এল সাত্বিক-চিরাগের হাত ধরে
  3. বল হাতে ভারতীয় দলের ত্রাতা শামি এবার প্রাণরক্ষক
Last Updated : Nov 26, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.